দূষণে বিপর্যস্ত দেশ, ভারতীয়দের গড় আয়ু কমছে ৫ বছর! চাঞ্চল্যকর দাবি গবেষণায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দূষণ (Pollution) যে এই পৃথিবীর বুকে এক নিঃশব্দ মহামারীর মতো ছড়িয়ে পড়েছে তা নতুন কথা নয়। সাবধান না হলে অচিরেই আরও বড় বিপদ অপেক্ষা করে রয়েছে, তা বহুবারই বলেছেন গবেষকরা। দূষণের এই সর্বগ্রাসী হামলার কবলে পড়ে ভারতের অবস্থাও কতটা ভয়াবহ তা পরিষ্কার হয়ে গেল শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউটের সাম্প্রতিক গবেষণায়। যা জানিয়ে দিচ্ছে, বায়ুদূষণের (Air pollution) কবলে পড়ে গড়ে পাঁচ বছর করে আয়ু কমছে ভারতীয়দের! দেশের রাজধানীর অবস্থা আরও শোচনীয়। সেখানে গড় আয়ু কমছে প্রায় ১০ বছর। নিঃসন্দেহে এই গবেষণার ফল পরিষ্কার করে দিচ্ছে দূষণের রক্তচক্ষু এদেশে কতটা প্রকট হয়ে উঠেছে।
শিকাগো বিশ্ববিদ্যালয়ের ওই সংস্থার এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স অর্থাৎ AQLI অনুযায়ী ভারতের সবচেয়ে দূষিত রাজ্যের তালিকায় দিল্লির পরেই রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা ও ত্রিপুরা। এই রাজ্যগুলিতে দূষণের ছোবলে মানুষের গড় আয়ু কমছে যথাক্রমে ৮.২ বছর, ৭.৯ বছর, ৭.৪ বছর ও ৬ বছর। যদি WHO’র বেঁধে দেওয়া নিরাপদ মাত্রার মধ্যে দূষণকে বেঁধে না রাখা যায়, তাহলে এভাবেই মানুষকে ভুগতে হবে বলে জানাচ্ছে ওই গবেষণা।
[আরও পড়ুন: রসিকা জৈন রহস্যমৃত্যুতেও তদন্তভার দময়ন্তী সেনের কাঁধে, গঠিত ৭ সদস্যের টিম]
উল্লেখ্য, PM2.5 দূষণের ক্ষেত্রে ১০ মাইক্রোগ্রাম প্রতি ঘন মিটারের মধ্যে দূষণকে বেঁধে রাখাই লক্ষ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার। আড়াই মাইক্রন বা তার থেকে ছোট আকারের দূষণকণা থেকে এই দূষণ ছড়ায়।
গত মাসেই ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নালের এক তথ্য জানিয়েছিল, ২০১৯ সালে ভারতে প্রায় ২৪ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে দূষণের কবলে পড়ে। এর মধ্যে কেবল বায়ুদূষণেরই বলি ১৬ লক্ষ ৭০ হাজার মানুষ! এদিকে দূষণের পাশাপাশি অপুষ্টির ছোবলে ১.৮ বছর ও ধূমপানের ফলে ১.৫ বছর আয়ুও কমছে বলে জানাচ্ছে ওই গবেষণা। সব মিলিয়ে ভয় ধরাচ্ছে এই গবেষণার ফল।
[আরও পড়ুন: খাস কলকাতায় সারমেয়কে ধর্ষণ! ঘৃণ্য অভিযোগে গ্রেপ্তার ৭২ বছরের বৃদ্ধ]

Source: Sangbad Pratidin

Related News
Pink WhatsApp ডাউনলোড করেননি তো? ঘটতে পারে ভয়ংকর বিপদ!
Pink WhatsApp ডাউনলোড করেননি তো? ঘটতে পারে ভয়ংকর বিপদ!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই এখন নজরে পড়ছে একটাই জিনিস, পিংক হোয়াটসঅ্যাপ। কেউ কেউ ডাউনলোডও করে ফেলেছেন Read more

মহুয়ার বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্টে ঝড় লোকসভায়, ‘স্বৈরাচার’ বিরোধী স্লোগান INDIA জোটের
মহুয়ার বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্টে ঝড় লোকসভায়, ‘স্বৈরাচার’ বিরোধী স্লোগান INDIA জোটের

নন্দিতা রায়, নয়াদিল্লি: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra) বিরুদ্ধে রিপোর্ট পেশ করল লোকসভার এথিক্স কমিটি। শুক্রবার দুপুর ১২টার সময় Read more

এই ছবিটি পাকিস্তানের নয়, হায়দরাবাদের কবরস্থানের 
এই ছবিটি পাকিস্তানের নয়, হায়দরাবাদের কবরস্থানের 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ৩০ এপ্রিল ‘পাকিস্তানে কবর থেকে মহিলাদের দেহ তুলে ধর্ষণ’ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল প্রায় Read more

দেওরের বিচ্ছেদ থেকে শিক্ষা? নিককে আগলে রাখতে প্রিয়াঙ্কার নতুন ‘ফন্দিফিকির’!
দেওরের বিচ্ছেদ থেকে শিক্ষা? নিককে আগলে রাখতে প্রিয়াঙ্কার নতুন ‘ফন্দিফিকির’!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক ধরেই খবরের শিরোনামে জোনাস পরিবার। দেওর জো জোনাসের বিবাহ বিচ্ছেদের পর থেকেই সংসারে নাকি Read more

জলঙ্গি নদীর জলদূষণের জেরে মড়ক, হাজার মৃত মাছের দুর্গন্ধে অতিষ্ঠ তেহট্টবাসী
জলঙ্গি নদীর জলদূষণের জেরে মড়ক, হাজার মৃত মাছের দুর্গন্ধে অতিষ্ঠ তেহট্টবাসী

রমণী বিশ্বাস, তেহট্ট: দূষণ (Pollution) লেগেছে নদীর জলে। আর তাতে বিলুপ্ত প্রজাতির মাছের মড়ক শুরু হয়েছে। নদিয়ার তেহট্ট (Tehatta) এলাকায় Read more

দুর্ঘটনার আশঙ্কা! মহম্মদ আলি পার্কে পুজো প্যান্ডেল তৈরির কাজ বন্ধের নির্দেশ পুরসভার
দুর্ঘটনার আশঙ্কা! মহম্মদ আলি পার্কে পুজো প্যান্ডেল তৈরির কাজ বন্ধের নির্দেশ পুরসভার

কৃষ্ণকুমার দাস: পুজোর আর দেড় মাসও বাকি নেই। ফলে মণ্ডপ তৈরির প্রস্তুতি চলছিল পুরোদমে। কিন্তু হঠাৎই সেই মণ্ডপ বন্ধ করার Read more