বাজারে আগুন, নয়া রেকর্ড গড়ল পাইকারি মুদ্রাস্ফীতির হার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ২ বছর ধরে করোনার ধাক্কা। তার উপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাড়তে থাকা অশোধিত তেলের দাম। ফলে প্রবল ক্ষতির মুখে পড়েছে দেশের অর্থনীতি। জ্বালানি থেকে শুরু করে আনাজপাতির মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে আমজনতার। এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়িয়ে মে মাসে দেশের পাইকারি মুদ্রাস্ফীতি (wholesale inflation) পৌঁছল ১৫.৮৮ শতাংশে।
এপ্রিলে এই হার পৌঁছেছিল ১৫.০৮ শতাংশে। এবার সেই অঙ্কও পেরিয়ে গেল মুদ্রাস্ফীতি। গত বছর মে মাসে এই হার ছিল ১৩.১১ শতাংশ। ১ বছরের মধ্যে সেই হার বেড়ে গিয়েছে অনেকটাই। শুধু তাই নয়, ২০১২ সাল থেকে ধরলে এটাই পাইকারি মুদ্রাস্ফীতির সর্বোচ্চ হার।
[আরও পড়ুন: TMC’র ভয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বদল! উপনির্বাচনের প্রচারে একাধিক ইস্যুতে বিজেপিকে খোঁচা অভিষেকের]
এদিন পাইকারি মুদ্রাস্ফীতি সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্র সরকার। জানা গিয়েছে, লাগাতার ১৪ মাস ‘হোলসেল প্রাইস ইন্ডেক্স’ বা পাইকারী মুদ্রাস্ফীতির সূচক রয়েছে দুই অঙ্কে, যা ভারতের মতো অর্থিনীতির জন্য খুবই উদ্বেগের বিষয়। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তরফে পেশ করা বিবৃতিতে বলা হয়েছে, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, খাদ্যসামগ্রী, রাসায়নিক পদার্থ প্রভৃতির দাম বাড়ার ফলেই পাইকারি মুদ্রাস্ফীতি সূচক ঊর্ধ্বমুখী।
সম্প্রতি কেন্দ্র সরকার জানিয়েছে, দেশের খুচরো মুদ্রাস্ফীতির হার (Retail inflation) পৌঁছেছে ৭.০৪ শতাংশে। এপ্রিলে তা ছিল ৬.৯৫ শতাশ। মার্চ মাসে ৬.০৭ শতাংশ। এর ফলে কাঁচা বাজারের যে অগ্নিমূল্য তা আরও ভ্রুকুটি দেখাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
উল্লেখ্য, গত মে মাসের পরে ফের রেপো রেট অর্থাৎ ব্যাংকগুলিকে দেওয়া সুদের হার বাড়াল রিজার্ভ ব্যাংক (RBI)। একধাক্কায় রেপো রেট (Repo Rate) বাড়িয়ে দেওয়া হল ৫০ বেসিস পয়েন্ট। যার ফলে রিজার্ভ ব্যাংকের নতুন রেপো রেট দাঁড়াচ্ছে ৪.৯০ শতাংশ।
দেশে মৃল্যবৃদ্ধির অন্যতম কারণ রাশিয়ান-ইউক্রেন যুদ্ধ (Russian-Ukraine War)। মূল্যবৃদ্ধির ৫৯ শতাংশ কারণই হল বর্তমান অস্থির আন্তর্জাতিক পরিস্থিতি। এই অবস্থা সামাল দিতে গত মাসেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আচমকা রেপো রেট, অর্থাৎ যে হারে স্বল্প মেয়াদে ব্যাংকগুলিকে ঋণ দেয়, সেই হার বাড়ায়। এমনটাই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা।
[আরও পড়ুন: দিল্লিতে বিরোধী বৈঠকে থাকছে কংগ্রেস, আর কারা সাড়া দিচ্ছেন মমতার ডাকে?]

Source: Sangbad Pratidin

Related News
ক্যাপ্টেনের পরামর্শে সায়, পাঞ্জাবে বিজেপির প্রার্থী তালিকায় ভিড় অন্নদাতাদের
ক্যাপ্টেনের পরামর্শে সায়, পাঞ্জাবে বিজেপির প্রার্থী তালিকায় ভিড় অন্নদাতাদের

সোমনাথ রায়, নয়াদিল্লি: ‘মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক।’ ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের (Captain Amarinder Singh) পরামর্শে কৃষকদের Read more

নাছোড় কেন্দ্রের প্রতাপ
নাছোড় কেন্দ্রের প্রতাপ

যে-দেশের এক পূর্ণ রাজ্য একলহমায় কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যেতে পারে, যেখানে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার অধিকার নেই সাংসদদের, সংবিধানের উপরে আইনসভাকে Read more

নাবালিকা মেয়ের বিয়ে দিয়ে বিতর্কে তৃণমূল নেত্রী, প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর ‘কন্যাশ্রী’ প্রকল্প
নাবালিকা মেয়ের বিয়ে দিয়ে বিতর্কে তৃণমূল নেত্রী, প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর ‘কন্যাশ্রী’ প্রকল্প

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের সার্থকতা নিয়ে প্রশ্ন তুলে দিল দলেরই এক সক্রিয় কর্মীর ‘বেআইনি’ কাজ। নিজের প্রথম পক্ষের Read more

হাসপাতালে প্রিয়জন! IIFA-তে যাওয়া হল না আলিয়ার, বিমানবন্দরে গিয়েও ফিরে এলেন
হাসপাতালে প্রিয়জন! IIFA-তে যাওয়া হল না আলিয়ার, বিমানবন্দরে গিয়েও ফিরে এলেন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ দাদু। হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন! এমন পরিস্থিতিতে আবু ধাবি সফর বাতিল করলেন আলিয়া ভাট। সেরা Read more

Sukanta Majumdar: দণ্ডি কাণ্ড নিয়ে গলা ফাটিয়েছিলেন, সেই সুকান্তর মুখেই গোবর-গোমূত্র দিয়ে শুদ্ধিকরণের নিদান
Sukanta Majumdar: দণ্ডি কাণ্ড নিয়ে গলা ফাটিয়েছিলেন, সেই সুকান্তর মুখেই গোবর-গোমূত্র দিয়ে শুদ্ধিকরণের নিদান

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: দিনকয়েক আগে দক্ষিণ দিনাজপুরের তপনে বিজেপি থেকে তৃণমূলে প্রত্যাবর্তনে চার আদিবাসী মহিলাকে দণ্ডি কাটানো হয়। তা নিয়ে Read more

ICC ODI World Cup 2023: নিজেরা হেরে এখন ভারতের মুখ চেয়ে বসে আছে শাকিবের বাংলাদেশ! কিন্তু কেন?
ICC ODI World Cup 2023: নিজেরা হেরে এখন ভারতের মুখ চেয়ে বসে আছে শাকিবের বাংলাদেশ! কিন্তু কেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার (Australia) কাছে হেরে বাংলাদেশের (Bangladesh) বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) অভিযান শেষ হয়ে গিয়েছে। Read more