নন্দনে ‘X=প্রেম’ ছবির শো পাওয়া নিয়ে বিতর্ক, রাজের অভিমান ভাঙাতে সাফাই দিলেন সৃজিত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নন্দনে বিকেলের শোয়ে দেখা যাচ্ছে রাজ চক্রবর্তী পরিচালিত ‘হাবজি গাবজি’ (Habji Gabji)। শো পায়নি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘X=প্রেম’ (X=Prem)। তা নিয়েই শুরু হয় বিতর্ক। টুইটারে ক্ষোভ প্রকাশ করেছিলেন সৃজিত। তাতে আবার পালটা জবাব দেন রাজ চক্রবর্তী। বিতর্ক নিয়ে এবার ফেসবুক লাইভে মুখ খুললেন সৃজিত। 

“একই দিনে মুক্তি পাচ্ছে দু’টি ছবি। দু’জনই নন্দন ১-এর জন্য আবেদন করেছিলাম। কিন্তু মাত্র একজন ছাড়পত্র পেয়েছেন। আদর্শগত ও ন্যায়সঙ্গত কারণে দু’টি ছবিরই ছাড়পত্র পাওয়া উচিত ছিল। না হলে একজনও পাবেন না”, ‘X=প্রেম’-এর শো না পাওয়া নিয়ে বৃহস্পতিবার টুইটারে লেখেন সৃজিত। তার উত্তরে রাজ আবার লেখেন, “’হাবজি গাবজি’ নিয়ে কন্ট্রোভার্সি করে লাভ নেই।” পরবর্তীকালে আবার এক সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ বলেন, “শুধু নন্দন নয়, প্রিয়া, স্টারের মতো কিছু হলেও থাকছে না সৃজিত মুখোপাধ্যায়ের ছবি। সেটাও কি আমার কারসাজি? আমি চাই দু’ জনের ছবিই মানুষ দেখুক।”   
[আরও পড়ুন: সৃজিতের পরিচালনায় নায়ক পঙ্কজ ত্রিপাঠি, ‘শেরদিল’ ছবির ট্রেলারে অরণ্যের বাস্তব কাহিনি]
এই বিতর্কের জেরেই ফেসবুক লাইফে এসে নিজের বক্তব্য জানান সৃজিত। ভিডিওয় সৃজিত জানান, কোনও বিশেষ ছবি বা বিশেষ মানুষের বিরুদ্ধে তিনি কিছু লেখেননি বা বলেননি। বন্ধু রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) বা তাঁর ছবি ‘হাবজি গাবজি’র বিরুদ্ধে তো নয়ই। “রাজ আমার খুবই ভাল বন্ধু এবং ওর ‘হাবজি গাবজি’ নন্দনে রিলিজ হচ্ছে এটা খুব ভাল কথা, খুবই আনন্দের কথা। তাতে কোনও অসুবিধা, কোনও বক্তব্য নেই। একথা ভুল যে আমি চাইনা রাজের ছবি নন্দনে মুক্তি পাক।”

এরপরই সৃজিত জানান, যখন নন্দন কর্তপক্ষের থেকে জানতে পারেন তাঁর ‘X=প্রেম’ সেখানে শো পায়নি। সঙ্গে রাজকে ফোন করে জানতে চান এমনটা কেন হল? সেই সময় রাজ বলেছিলেন তিনি এর কারণ জানেন না। সৃজিতের ‘X=প্রেম’ যাতে শো পায় তার জন্য নন্দন থেকে ‘হাবজি গাবজি’ সরিয়ে নেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন রাজ। কিন্তু সৃজিতের বক্তব্য, “সেটাও তো ভুল। ‘X=প্রেম’ চললে ‘হাবজি গাবজি’ও চলা উচিত। না চললে দু’টোর কোনওটাই চলা উচিত নয়।”
সৃজিত জানান, ‘X=প্রেম’ কেন নন্দনে শো পেল না। তিনি শুধু সেই কারণটি জানতে চেয়েছিলেন মাত্র। এই সংক্রান্ত কোনও নির্দিষ্ট নিয়ম থাকলে, সেই সম্পর্কে সকলের জানা প্রয়োজন বলেই মনে করেন পরিচালক। তরুণদের জন্য ‘X-প্রেম’ ছবিটি তৈরি করেছেন। সেই কারণেই নন্দনে তা মুক্তি পাওয়া গুরুত্বপূর্ণ ছিল বলে মনে হয়েছিল সৃজিতের। ছবি ‘A’ সার্টিফিকেট যদি নন্দনে শো না পাওয়ার কারণ হয়ে থাকে, তাও জানা প্রয়োজন বলে মনে করেন পরিচালক। পরিচালক রাজের বোধহয় একটু অভিমান করেছে। তাঁরও খারাপ লেগেছে বলে জানান সৃজিত। তবে বাংলা ছবির ভাল হোক, এমনটাই চান তিনি। এই সাফাই তাঁর দেওয়ার ছিল বলেও ভিডিওর শেষে জানান।

[আরও পড়ুন: ‘রূপঙ্করের কথায় রাগোনি জানি, বুঝেছ ছেলের অসহায় অভিমান’, বিতর্কের মাঝেই রূপঙ্করের পাশে কবীর সুমন]

Source: Sangbad Pratidin

Related News
জেলে গিয়ে কুন্তলকে CBI জেরা, জবাবে প্রচুর অসঙ্গতি, প্রশ্ন এড়ানোর চেষ্টা!
জেলে গিয়ে কুন্তলকে CBI জেরা, জবাবে প্রচুর অসঙ্গতি, প্রশ্ন এড়ানোর চেষ্টা!

অর্ণব আইচ: কুন্তল ঘোষ (Kuntal Ghosh) ও নীলাদ্রি দাসকে জেলে গিয়ে আলাদাভাবে জেরা করল সিবিআই (CBI)। নিয়োগ দুর্নীতি তদন্তে (SSC Read more

আর আহমেদ বনাম আলতামাস কবীর! ‘কবর যুদ্ধে’ কলকাতার দুই প্রভাবশালী পরিবার
আর আহমেদ বনাম আলতামাস কবীর! ‘কবর যুদ্ধে’ কলকাতার দুই প্রভাবশালী পরিবার

অভিরূপ দাস: কবর কার? আর আহমেদ পরিবারের, নাকি আলতামাস কবীর পরিবারের? তিন নম্বর গোবরা কবরস্থান, ব্লক ৯, এক নম্বর রো। Read more

৩৮ TMC বিধায়ক যোগাযোগ রাখছেন BJP’র সঙ্গে! ‘মিঠুন বলেছেন উনিই জানবেন’, দায় এড়ালেন শুভেন্দু
৩৮ TMC বিধায়ক যোগাযোগ রাখছেন BJP’র সঙ্গে! ‘মিঠুন বলেছেন উনিই জানবেন’, দায় এড়ালেন শুভেন্দু

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র আধ ঘণ্টা আগে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) দাবি করছেন, ৩৮ তৃণমূল বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ Read more

‘মোদির নিরাপত্তায় গলদ বিরলতম ঘটনা, লজ্জায় পড়তে পারে দেশ’, সুপ্রিম কোর্টে বলল কেন্দ্র
‘মোদির নিরাপত্তায় গলদ বিরলতম ঘটনা, লজ্জায় পড়তে পারে দেশ’, সুপ্রিম কোর্টে বলল কেন্দ্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নিরাপত্তার গলদ বিরলের মধ্যে বিরলতম ঘটনা। এর ফলে আন্তর্জাতিক মহলে লজ্জার Read more

মূল্যবৃদ্ধি নিয়ে লাগাতার আক্রমণ বিরোধীদের, করোনার অজুহাত দেখিয়ে আলোচনা এড়াল কেন্দ্র
মূল্যবৃদ্ধি নিয়ে লাগাতার আক্রমণ বিরোধীদের, করোনার অজুহাত দেখিয়ে আলোচনা এড়াল কেন্দ্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার মূল্যবৃদ্ধির (Price Hike) প্রতিবাদে সরব হয়েছে দেশের অধিকাংশ বিরোধী দল। রাজ্যসভায় বিক্ষোভ দেখানোর জন্য সাসপেন্ড Read more

চূড়ান্ত যুদ্ধের আগে রোনাল্ডোর বার্তা, ‘গর্জন করে বিপক্ষকে কাঁপিয়ে দিন’
চূড়ান্ত যুদ্ধের আগে রোনাল্ডোর বার্তা, ‘গর্জন করে বিপক্ষকে কাঁপিয়ে দিন’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাকি আর এক ধাপ! আজ, মঙ্গলবার পোর্তোর দ্রাগাও স্টেডিয়ামে নর্থ ম্যাসিডোনিয়াকে (North Macedonia) যদি হারিয়ে দেয় Read more