Bidisha De Majumder: ‘ওকে ছাড়া বাঁচতে পারব না’, সম্পর্কের টানাপোড়েনে নাগেরবাজারে ‘আত্মঘাতী’ উঠতি মডেল

স্টাফ রিপোর্টার: ফের উঠতি মডেলের আত্মহত্যা কলকাতার নাগেরবাজার এলাকায়। এবার নাগেরবাজারের ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হল বিদিশা দে মজুমদারের। বছর বাইশের এই মডেল একাধিক মডেলিং প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ২০১৮ সালে পেয়েছেন শারদসুন্দরী সম্মান।
নাগেরবাজারের রামগড় কলোনি এলাকার বাসিন্দা গত দেড় মাস ধরে ভাড়া থাকতেন নাগেরবাজারে। বুধবার রাতে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বাইশ বছরের বিদিশা দে মজুমদারের আকস্মিক মৃত্যুতে শোকাহত তাঁর পরিবার। বিদিশার বন্ধুরা জানিয়েছেন, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জেরে গভীর হতাশায় ভুগছিলেন তিনি। বন্ধুদের প্রায়ই বলতেন, নিজেকে শেষ করে দেবেন। সত্যিই যে তিনি এমন কাণ্ড ঘটাবেন, তা ভাবতে পারছেন না বন্ধুরা। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী মডেলিং করতেন। তাঁর বয়ফ্রেন্ড অনুভব বেরার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছে বিদিশার পরিবার। কে এই অনুভব বেরা? জানা গিয়েছে জিমের ট্রেনারের কাজ করেন অনুভব। বিদিশার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। সূত্রের খবর, সম্প্রতি একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অনুভব। এড়িয়ে চলছিলেন বিদিশাকে। দু’জনের মধ্যে মনোমালিন্যের সেই শুরু। বিদিশার বন্ধুরা জানিয়েছেন, রাতের পর রাত ঘুমাতেন না বিদিশা। গভীর হতাশায় ডুবে গিয়েছিলেন। কিছুদিন আগেই মৃত্যু হয়েছে উঠতি অভিনেত্রী পল্লবী দে—র। ফের গ্ল্যামার জগতের আরও এক মডেলের মৃত্যুতে বিস্মিত রুপোলি দুনিয়ার ব্যক্তিত্বরা। বিদিশার প্রতিবেশীরা জানিয়েছেন, তিনি অত্যন্ত হাসিখুশি স্বভাবের ছিলেন। সম্প্রতি খুব একটা কথা বলতেন না কারও সঙ্গে। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বিদিশাদের বাড়ি কাঁকিনাড়া এলাকায়। সেখানেই এতদিন পরিবারের সঙ্গে থাকতেন বিদিশা। মাস দেড়েক হল নাগেরবাজার এলাকার রামগড়ের একটি ফ্ল‌্যাট ভাড়া নিয়েছিলেন তিনি। বিদিশার বন্ধুরা জানিয়েছেন, ওই ফ্ল‌্যাটে আরেকজনের সঙ্গে ‘শেয়ার’ করে থাকতেন এই উঠতি মডেল। এদিন সন্ধের পর বন্ধুরা পরিবারকে খবর দেয়, বিদিশার দেহ ফ্ল‌্যাট থেকে উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, বিদিশার ঘর থেকে একটি সুইসাইড নোটও মিলেছে। দেহটি আর জি করে রাতেই ময়নাতদন্তের জন‌্য পাঠানো হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অনুভব বেরা নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের টানাপোড়েনেই এই ঘটনা, নাকি এর পিছনে অন‌্য কোনও কারণ রয়েছে তা জানতে জেরা শুরু করেছে পুলিশ।

Source: Sangbad Pratidin

Related News
বিনিয়োগকারীদের ধাক্কা, রেকর্ড পতন এলআইসির শেয়ারে
বিনিয়োগকারীদের ধাক্কা, রেকর্ড পতন এলআইসির শেয়ারে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২মে লঞ্চ হয়েছিল LIC’র আইপিও (IPO)। পরে ১৭ মে বাজারে আসে সেই শেয়ার। কিন্তু শুরু থেকেই Read more

Durga Puja 2023: সম্প্রীতির দুর্গাপুজো সিঙ্গুরে, গ্রামে হিন্দু-মুসলিমদের যৌথ উদ্যোগে প্রথম পুজো
Durga Puja 2023: সম্প্রীতির দুর্গাপুজো সিঙ্গুরে, গ্রামে হিন্দু-মুসলিমদের যৌথ উদ্যোগে প্রথম পুজো

সুমন করাতি, হুগলি: দুর্গাপুজো (Durga Puja) হিন্দুদের সবচেয়ে বড় উৎসব হলে কী? বাংলার প্রতিটি প্রান্তে মাটির স্পর্শ, গন্ধ, রূপ, রস Read more

‘নূপুর শর্মার মন্তব্যের জন্য আমি ওঁকে সমর্থনই করি’, বিতর্ক উসকে মন্তব্য রাজ ঠাকরের
‘নূপুর শর্মার মন্তব্যের জন্য আমি ওঁকে সমর্থনই করি’, বিতর্ক উসকে মন্তব্য রাজ ঠাকরের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর থেকেই লাগাতার হুমকির মুখে পড়তে হয়েছে নূপুর শর্মাকে (Nupur Sharma)। Read more

‘ভোটের ময়দানে না থাকলে সন্ত্রাসের কী বুঝবেন?’, চিন্তন বৈঠকের পর লকেটকে খোঁচা দিলীপের
‘ভোটের ময়দানে না থাকলে সন্ত্রাসের কী বুঝবেন?’, চিন্তন বৈঠকের পর লকেটকে খোঁচা দিলীপের

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: লাগাতার খারাপ ফলাফলের পর বঙ্গ বিজেপির চিন্তন বৈঠকে দলকে আত্মসমালোচনার কথা বলেছিলেন হুগলির সাংসদ তথা সাধারণ সম্পাদক লকেট Read more

ভোটের মুখে রাজস্থানেও জাতিগত জনগণনা! গেহলটের ঘোষণায় বিতর্ক
ভোটের মুখে রাজস্থানেও জাতিগত জনগণনা! গেহলটের ঘোষণায় বিতর্ক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ লোকসভা নির্বাচনে কংগ্রেসের মূল হাতিয়ার হতে চলেছে জাতিগত জনগণনা। একাধিক সাম্প্রতিক জনসভায় সে ইঙ্গিত দিয়েছেন Read more

মেট্রো ডেয়ারি মামলা: শেয়ার হস্তান্তরে CBI তদন্তের আরজি খারিজ হাই কোর্টে, স্বস্তিতে রাজ্য
মেট্রো ডেয়ারি মামলা: শেয়ার হস্তান্তরে CBI তদন্তের আরজি খারিজ হাই কোর্টে, স্বস্তিতে রাজ্য

গোবিন্দ রায়: মেট্রো ডেয়ারির (Metro Dairy) শেয়ার হস্তান্তর মামলায় বড়সড় স্বস্তি রাজ্য সরকারের। প্রশানের নীতিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না উচ্চ Read more