কী এই টম্যাটো ফ্লু? কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন বিশষজ্ঞদের মত

স্টাফ রিপোর্টার: এতদিন গ্রামের শিশুরা সংক্রমিত হত। কিন্তু এখন খাস কলকাতার খুদেরাও আক্রান্ত হচ্ছে ভাইরাস ঘটিত ‘হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ’ রোগে। চলতি কথায় কেউ বলেন, ‘টম্যাটো ফ্লু’ (Tomato Flu)। তবে হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ হোক বা ‘টম্যাটো ফ্লু’ বাড়ির ছোট্ট সদস্যকে কিন্তু সাবধানে রাখতে হবে।
বিশেষজ্ঞদের অভিমত, ভাইরাস ঘটিত রোগ। তাই যেহেতু ছোটদের মধ্যে পারস্পরিক দূরত্ব রক্ষা করার চলন নেই বললেই চলে। তাই একজনের হলে দ্রুত তার সঙ্গীসাথীরাও আক্রান্ত হচ্ছে। সংক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ঠোঁট, হাত, পায়ের তলায় জলভরা ফুসকুড়ি, সঙ্গে জ্বর-রোগের প্রাথমিক লক্ষণ। বর্ধমান মেডিক্যাল কলেজ বা উত্তর ২৪ পরগনার সাগর দত্ত অথবা খাস কলকাতার কয়েকটি মেডিক্যাল কলেজের পেডিয়াট্রিক বিভাগে এই রোগ নিয়ে হাজির শিশুরা। সঙ্গে বাবা,মা। বিশেষজ্ঞদের অভিমত, প্রথমে দেখে মনে হবে চিকেন পক্স। সেই অনুযায়ী চিকিৎসাও হয়। কিন্তু এমনটা ভাবলেই ভুল। আদতে ‘হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ’ আক্রান্ত বাড়ির খুদেটি।
রোগের উৎস একটি ভাইরাস। নাম ‘এন্টিরো’ বা ‘কক্সসেকি’ ভাইরাসের সংক্রমণ এই রোগে আক্রান্ত হয় শিশুরা। মূলত ২ থেকে ১২ বছরের শিশুদের মধ্যে এই রোগের সংক্রমণ বেশি দেখা যায়। গত সাতদিন ধরে কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালের শিশুরোগ বিভাগে ভাইরাস ঘটিত এই রোগে আক্রান্ত শিশুদের বেশি দেখা যাচ্ছে। প্রথমে ঘুসঘুসে জ্বর। ২-৩ দিনের মধ্যে জ্বর ক্রমশ বাড়তে থাকে। কখনও ১০২ ডিগ্রির বেশি হয়। সঙ্গে হাতের তালু,হাঁটু, ঠোঁট, মুখের ভিতরে লালচে জলভরা গোটা। অনেকের আবার গায়ে র‌্যাশ ওঠে।
[আরও পড়ুন: ঘনঘন ভুলে যাচ্ছেন? প্রিডিমেনশিয়া নয়তো? জেনে নিন বিশেষজ্ঞর মতামত ]
মা, ঠাকুরমারা প্রথমেই ভাবেন জলবসন্ত। তাই প্রথমেই মাছ, মাংস খাওয়া বন্ধ করে দেন। আর তাতে সমস্যা আরও বাড়ে। বলছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. প্রভাসপ্রসূন গিরি। ডা. গিরির কথায়, “আসলে শিশুদের প্রতিরোধ ক্ষমতা বড়দের থেকে কম। তাই মাছ, মাংস খাওয়া বন্ধ করলে প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে। তাই এই ধরনের শারীরিক সমস্যা শুরু হলে প্রোটিন জাতীয় খাবার বেশি করে খাওয়াতে হবে। একই অভিমত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেলেঘাটা আইডির উপাধ্যক্ষ ডা. আশিস মান্নার। আশিসবাবুর কথায়, “বর্ষার সময় স্যাঁতসেঁতে আবহাওয়ায় এই দু’টি ভাইরাসের সংক্রমণ বেশি হয়। ভাইরাসঘটিত রোগ তাই দ্রুত সংক্রমণ ছড়ায়। আশিসবাবুর কথায়, “জলবসন্ত বা চিকেন পক্স হলে বুক, পেটে লালচে গোটা হবে। এবং গোটাগুলি শক্ত। কিন্তু এই রোগের সংক্রমণ হলে শুধুমাত্র হাত, পা ও মুখের ভিতরে জলভরা গোটা হবে। সঙ্গে জ্বর। বাচ্চা খেতে পারবে না যন্ত্রণায়। রোগ মারমুখী হলে অনেক সময় হাসপাতালে ভর্তি করতে হয়। রোগ ঠেকাতে এই সময়ে বাচ্চাদের মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ কখনওই নয়। বরং জ্বর থাকলে প্যারাসিটামল জাতীয় ওষুধ এবং র‌্যাশ কমাতে ক্যালামিন জাতীয় লোশন দিতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
[আরও পড়ুন: প্যান্টের পকেটে মোবাইল রাখছেন? জানেন কমতে পারে শুক্রাণুর গুণমান! ডেকে আনতে পারে বন্ধ্যাত্ব]

Source: Sangbad Pratidin

Related News
‘নারীদের পণ্য হিসেবে দেখানো সমর্থন করি না’, বাদশার উলটো সুরে নেটপাড়ায় বিদ্রুপের ঝড়
‘নারীদের পণ্য হিসেবে দেখানো সমর্থন করি না’, বাদশার উলটো সুরে নেটপাড়ায় বিদ্রুপের ঝড়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাঁর গানের প্রতিটি শব্দে নারীদের ভোগ্যপণ্য হিসেবে বর্ণনা দেওয়া হয়, সেই ব়্যাপতারকার মুখেই কিনা উলটো সুর! Read more

‘কিছু পুলিশ কাজ করে না, ঘুষ খায়’, বারাকপুর শুটআউটে অর্জুনের সুরেই সমালোচনা সৌগতর
‘কিছু পুলিশ কাজ করে না, ঘুষ খায়’, বারাকপুর শুটআউটে অর্জুনের সুরেই সমালোচনা সৌগতর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভর সন্ধেবেলা বারাকপুরের (Barrackpore) জনবহুল এলাকায় সোনার দোকানে ডাকাতি করতে এসে গুলি চালিয়ে খুন করে দেওয়ার Read more

মাথায় লিফ্ট ভেঙে পড়ে কাটল গলা! খাস কলকাতার বহুতলে মৃত্যু ব্যক্তির
মাথায় লিফ্ট ভেঙে পড়ে কাটল গলা! খাস কলকাতার বহুতলে মৃত্যু ব্যক্তির

অর্ণব আইচ: খাস কলকাতায় কর্মব্যস্ত দিনে একটি বহুতলের লিফ্ট ভেঙে পড়ে মৃত্যু হল এক লিফ্ট অপারেটরের। ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। Read more

কয়লা পাচার মামলায় ফের মলয় ঘটককে তলব ইডি’র, দিল্লি যাবেন মন্ত্রী?
কয়লা পাচার মামলায় ফের মলয় ঘটককে তলব ইডি’র, দিল্লি যাবেন মন্ত্রী?

সোমনাথ রায়, নয়াদিল্লি: কয়লা পাচার মামলায় ফের রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে তাঁকে দিল্লিতে Read more

বোমা বিস্ফোরণে কিশোরের মৃত্যুতে তীব্র আতঙ্ক, সন্তানদের ঘরবন্দি করেছেন বনগাঁবাসী
বোমা বিস্ফোরণে কিশোরের মৃত্যুতে তীব্র আতঙ্ক, সন্তানদের ঘরবন্দি করেছেন বনগাঁবাসী

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: শৌচকর্ম সারতে গিয়ে বোমা ফেটে কিশোরের মৃত্যুর জের। বনগাঁবাসীকে গ্রাস করেছে আতঙ্ক। ভয়ে সন্তানদের ঘর থেকে বের Read more

মাত্র ১২ টাকায় ভরপেট খাবার! শ্রমজীবী ক্যান্টিনের আদলে দিল্লিতেও পরিষেবা চালু সিপিএমের
মাত্র ১২ টাকায় ভরপেট খাবার! শ্রমজীবী ক্যান্টিনের আদলে দিল্লিতেও পরিষেবা চালু সিপিএমের

সোমনাথ রায়, নয়াদিল্লি: ‘কেউ খাবে, কেউ খাবে না/তা হবে না, তা হবে না’। করোনা (Corona Virus) কালে এই স্লোগান তুলেই Read more