বিপাকে রাম গোপাল ভর্মা, পরিচালকের বিরুদ্ধে উঠল ৫৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতারণার অভিযোগ উঠল বলিউডের নামী পরিচালক রাম গোপাল ভর্মার। ৫৬ লক্ষ টাকা ধার নিয়ে তা শোধ না দেওয়ায় তাঁর বিরুদ্ধে হায়দরাবাদের থানায় (Hyderabad Police) অভিযোগও দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, একটি প্রযোজনা সংস্থার মালিক কোপ্পাডা শেখর রাজু অভিযোগ তুলেছেন রাম গোপাল ভর্মার (Ram Gopal Varma) বিরুদ্ধে। পুলিশকে তিনি জানিয়েছেন, ২০১৯ সালে এক বন্ধুর মাধ্যমে রাম গোপাল ভর্মার সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর। এরপর ২০২০-এর জানুয়ারিতে ‘দিশা’ নামের একটি তেলুগু ছবি তৈরির জন্য তাঁর থেকে ৮ লক্ষ টাকা চান রাম গোপাল। কয়েক সপ্তাহ পর ফের ওই একই কারণে তাঁর থেকে ২০ লক্ষ টাকা ধার নিয়েছিলেন ‘রঙ্গিলা’ খ্যাত পরিচালক। ছ’মাসের মধ্যে সেই অর্থ ফেরত দিয়ে দেবেন বলে নিশ্চিতও করেছিলেন। কিন্তু তা ফেরত দেওয়া তো দূর অস্ত, ফের প্রযোজনা সংস্থাটির কাছে হাত পাতেন পরিচালক বলে অভিযোগ।
[আরও পড়ুন: মোদির গুজরাটকে টপকে মহিলা কর্মসংস্থানে ভারতসেরা বাংলা, বলছে কেন্দ্রীয় রিপোর্ট]
সেই বছরই ফেব্রুয়ারিতে রাম গোপাল ফের কোপ্পাডা শেখরের শরণাপন্ন হয়ে জানান, ছবি তৈরিতে আরও কিছু অর্থের প্রয়োজন। যে কারণে আরও ২৮ লক্ষ টাকা লোন হিসেবে পরিচালককে দেন অভিযোগকারী। এইভাবে মোট ৫৬ লক্ষ টাকা তাঁকে দেওয়া হয়েছিল। রাম গোপাল জানিয়েছিলেন, ‘দিশা’ ছবিটি মুক্তি পাওয়ার আগেই সব টাকা তিনি শোধ করে দেবেন। কিন্তু সে প্রতিশ্রুতি তিনি রাখেননি।
উলটে গত বছর প্রযোজনা সংস্থার মালিক জানতে পারেন, ‘দিশা’ ছবিটিই নাকি রাম গোপাল পরিচালনা করেননি! অর্থাৎ মিথ্যে কথা বলেই তাঁর থেকে লক্ষ লক্ষ হাতানো হয়েছে বলে পুলিশকে জানান অভিযোগকারী কোপ্পাডা শেখর। প্রতারণার অভিযোগে রাম গোপাল ভর্মার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে হায়দরাবাদ পুলিশ।
[আরও পড়ুন: গভীররাতে বর্ধমানে ভোজ্য তেলের কারখানায় বিধ্বংসী আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা]

Source: Sangbad Pratidin

Related News
নাবালিকাকে ধর্ষণের অভিযোগ IPL খেলা ক্রিকেটারের বিরুদ্ধে, তদন্তে পুলিশ
নাবালিকাকে ধর্ষণের অভিযোগ IPL খেলা ক্রিকেটারের বিরুদ্ধে, তদন্তে পুলিশ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল নেপালের (Nepal) জাতীয় দলের অধিনায়ক সন্দীপ লামিচানের (Sandeep Lamichhane) বিরুদ্ধে। আইপিএলে (IPL) Read more

বন্‌ধ সফল করতে দ্বিতীয় দিনেও পথে বামেরা, জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তি
বন্‌ধ সফল করতে দ্বিতীয় দিনেও পথে বামেরা, জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তি

সংবাদ প্রতিদিন ব্যুরো: দ্বিতীয় দিনেও বন্‌ধ (Left Front Strike) সফল করতে পথে বাম কর্মী-সমর্থকরা। কলকাতার রাস্তায় বাস চললেও সংখ্যা স্বাভাবিকের Read more

মেডিক্যাল পড়ুয়াদের জন্য সুখবর, বেসরকারি কলেজে পড়ার খরচ কমাল কেন্দ্র
মেডিক্যাল পড়ুয়াদের জন্য সুখবর, বেসরকারি কলেজে পড়ার খরচ কমাল কেন্দ্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ পর্যন্ত দেশের মেডিক্যাল পড়ুয়াদের (Medical Student) জন্য বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। সরকারের তরফে জানিয়ে দেওয়া Read more

ODI World Cup 2023: ওঁরা খলনায়ক নন, ওঁদের বাড়িতে পাথর ছুড়বেন না প্লিজ
ODI World Cup 2023: ওঁরা খলনায়ক নন, ওঁদের বাড়িতে পাথর ছুড়বেন না প্লিজ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বপ্ন ভাঙল দেশের। স্বপ্নভঙ্গ হল ভারত অধিনায়ক রোহিত শর্মারও। ১৪০ কোটির ভারত স্বপ্নের জাল বুনছিল। কিন্তু Read more

দলে ‘অক্সিজেনের ঘাটতি’! চব্বিশের মহারণের আগে মেগা বৈঠকে নাড্ডা
দলে ‘অক্সিজেনের ঘাটতি’! চব্বিশের মহারণের আগে মেগা বৈঠকে নাড্ডা

নন্দিতা রায়, নয়াদিল্লি: পাখির চোখ ২০২৪ লোকসভা নির্বাচন। সেই লক্ষ্যেই ১৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পদ্ম শিবিরের নেতাদের সঙ্গে বৈঠক Read more

সিলিকোসিসে আক্রান্ত শ্রমিকদের জন্য কী ব্যবস্থা? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের
সিলিকোসিসে আক্রান্ত শ্রমিকদের জন্য কী ব্যবস্থা? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

গোবিন্দ রায়: সিমেন্ট ফ্যাক্টরি, পাথর খাদান, তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের ফুসফুসে বাসা বাঁধছে মারণ রোগ সিলিকোসিস (Silicosis)। পাথর ভাঙতে গিয়ে সেই Read more