পুলিশি হেফাজতে মৃত্যুর প্রতিবাদে থানায় আগুন, বুলডোজার চালিয়ে ভাঙা হল অভিযুক্তদের বাড়ি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশি হেফাজতে থাকাকালীন মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। সেই রাগে থানায় আগুন লাগিয়ে দিয়েছিল উত্তেজিত জনতা। তারপরেই আগুন লাগানোর ঘটনায় অভিযুক্তদের বাড়ি বুলডোজার (Bulldozer) দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন। ঘটনাটি ঘটেছে অসমের (Assam) নগাঁও জেলায়।

Assam | Nagaon District Administration demolished houses of five families who were allegedly involved in setting fire to Batadraba Police Station yesterday, May 21 pic.twitter.com/N0u9xMg0ZW
— ANI (@ANI) May 22, 2022

জানা গিয়েছে, বাটাদ্রবা থানায় পুলিশি হেফাজতে থাকার সময়ে মৃত্যু হয় সফিকুল ইসলাম নামে এক ব্যক্তির। মৃতের পরিজনদের অভিযোগ, পুলিশের চাহিদা মতো ঘুষ দিতে পারেননি বলেই তাঁকে থানা থেকে ছাড়া হয়নি। পরের দিন ঘুষের টাকা নিয়ে সফিকুলের স্ত্রী থানায় যান। কিন্তু তাঁকে জানানো হয়, সফিকুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে গিয়ে সফিকুলকে মৃত অবস্থায় দেখতে পান তাঁর স্ত্রী। তবে অসম পুলিশের প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত সেই দাবি খারিজ করে জানিয়েছেন, অত্যধিক মদ্য়পানের ফলেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
[আরও পড়ুন: OMG! মায়ের শেষকৃত্যে আসেনি ভাই, রাগে ভাইপোকে ছুরির কোপ মহিলার] 
সফিকুলের মৃত্যুর পরেই থানা ঘেরাও করে উত্তেজিত জনতা। কর্তব্যরত পুলিশকর্মীদের হেনস্তা করেন তাঁরা, এমন অভিযোগ ওঠে। তারপরে থানায় আগুন লাগিয়ে দেওয়া হয়। শনিবার এই ঘটনায় আহত হন তিন পুলিশকর্মী। থানায় আগুন লাগানোর অভিযোগে ২১ জনকে আটক করা হয়। পুলিশের তরফে বলা হয়েছে, “উত্তেজনার বশে এই ঘটনা ঘটেনি। পরিকল্পিতভাবে থানায় আগুন লাগানো হয়েছে। অভিযুক্তদের অনেকেরই অতীতে ক্রিমিনাল রেকর্ড রয়েছে। এরা মৃত ব্যক্তির আত্মীয় নয়।”
রবিবার সকালে বুলডোজার নিয়ে অভিযুক্তদের গ্রামে পৌঁছয় পুলিশ। বেছে বেছে অভিযুক্তদের মধ্যে পাঁচজনের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে, এই বাড়িগুলি বেআইনি ভাবে তৈরি হয়েছিল বলেই ভেঙে দেওয়া হয়েছে। তবে স্থানীয়দের মতে, আইন মেনেই বাড়ি তৈরি করা হয়েছিল। পুলিশ আরও জানিয়েছে, কড়া ব্যবস্থা নেওয়া হবে। আইন নিজের হাতে তুলে নিয়ে থানা জ্বালিয়ে দেওয়ার মতো কাজ বরদাস্ত করা হবে না।
[আরও পড়ুন: অবিলম্বে অভিন্ন দেওয়ানি বিধি ও জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনুন, মোদিকে অনুরোধ রাজ ঠাকরের] 

Source: Sangbad Pratidin

Related News
অনেকেই বলেন দিতিপ্রিয়া খুব মেজাজি, অভিনেত্রী নিজে কী বলছেন?
অনেকেই বলেন দিতিপ্রিয়া খুব মেজাজি, অভিনেত্রী নিজে কী বলছেন?

বিদিশা চট্টোপাধ্যায়: প্রথমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) লুক, তারপর ‘আয় খুকু আয়’ (Aay Khuku Aay) ছবির ট্রেলার, বাবা-মেয়ের (প্রসেনজিৎ-দিতিপ্রিয়া) কেমিস্ট্রি Read more

এখনও অধরা দুষ্কৃতী, ক্যানিংয়ে তিন তৃণমূল নেতা খুনের তদন্তে SIT গঠন জেলা পুলিশের
এখনও অধরা দুষ্কৃতী, ক্যানিংয়ে তিন তৃণমূল নেতা খুনের তদন্তে SIT গঠন জেলা পুলিশের

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ক্যানিংয়ের (Canning) তিন তৃণমূল নেতা খুনের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের সিট গঠন করল জেলা পুলিশ। নেতৃত্বে থাকবেন Read more

পুজোয় ফের রহস্যের সন্ধানে সোনাদা-আবির-ঝিনুক, দেখুন ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর ট্রেলার
পুজোয় ফের রহস্যের সন্ধানে সোনাদা-আবির-ঝিনুক, দেখুন ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর ট্রেলার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের গুপ্তধনের সন্ধানে সোনাদা, আবির  আর ঝিনুক।  এবার ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ খুঁজতে মরিয়া তিনমূর্তি। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় Read more

সংকট সামাল দিতে কার্যত আর্থিক নিষেধাজ্ঞা জারি কলকাতা পুরসভায়, শর্তসাপেক্ষে মিলবে বরাদ্দ টাকা
সংকট সামাল দিতে কার্যত আর্থিক নিষেধাজ্ঞা জারি কলকাতা পুরসভায়, শর্তসাপেক্ষে মিলবে বরাদ্দ টাকা

কৃষ্ণকুমার দাস: প্রবল অর্থসংকটের জেরে বাজেট পাস করেও ওয়ার্ড পিছু উন্নয়ন প্রকল্পের জন্য আগামী অর্থবর্ষের খরচের মাত্রা ও পরিমাণ বেঁধে Read more

সেরিব্রাল স্ট্রোকে মৃত বর্ধমানের যুবকের অঙ্গে নতুন জীবন পেলেন চারজন
সেরিব্রাল স্ট্রোকে মৃত বর্ধমানের যুবকের অঙ্গে নতুন জীবন পেলেন চারজন

স্টাফ রিপোর্টার: ‘বিনা মেঘে বজ্রপাত’ বললেও কম বলা হয়। তবে সেই দুরন্ত আঘাত সয়েও উজ্জ্বল মানবিকতা ফুটে বেরোল বিদ‌্যুচ্চমকের মতো। Read more

হিন্দুরা না লড়াই করলে কাশ্মীরের মতো হবে বাংলা, কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক
হিন্দুরা না লড়াই করলে কাশ্মীরের মতো হবে বাংলা, কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা। যোগীর পর এবার বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh)। তাঁর দাবি, Read more