পার্থ চট্টোপাধ্যায়কে টানা সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, জেরা শেষে মুখে কুলুপ প্রাক্তন শিক্ষামন্ত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: SSC দুর্নীতি মামলায় টানা সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। এদিন হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ মেনে বিকাল ৫টা ৪৫ মিনিট নাগাদ সিবিআই দপ্তরে হাজিরা দেন পার্থ।  টানা সাড়ে ৩ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। সাড়ে ন’টা নাগাদ সিবিআই দপ্তর থেকে বেরোন তিনি। যদিও জেরা শেষে বেরোনোর পর সাংবাদিকদের এড়িয়ে যান রাজ্যের শিল্পমন্ত্রী। সিবিআই সূত্রের খবর, এদিন পার্থবাবুকে দু’দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। এসএসসির (SSC) প্রাক্তন  উপদেষ্টা কমিটির সদস্যদের বয়ানের সঙ্গে তাঁর বয়ান মিলিয়ে দেখা হবে বলেও সূত্রের দাবি। 
SSC গ্রুপ ডি মামলায় হাই কোর্টে বুধবার সকাল থেকে একাধিক বার ধাক্কা খেতে হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। এদিনই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা সিঙ্গল বেঞ্চে ফিরিয়ে দেয় বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দ মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। তার পরই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আজ সন্ধে ছ’টার মধ্যে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। তিনি সাফ জানিয়ে দেন, সহযোগিতা না করলে পার্থকে হেফাজতে নিতে পারবে সিবিআই (CBI)। এমনকী, মুক্ত ও স্বচ্ছ সমাজ গড়ার স্বার্থে পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত বা বা তাঁকে সরিয়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করে আদালত।
[আরও পড়ুন: এবার মোদির কাছে বন্দুকের লাইসেন্স চাইলেন শিবলিঙ্গ নিয়ে বিতর্কিত মন্তব্য করা অধ্যাপক]
এসএসসির (SSC) গ্রুপ সি নিয়োগে দুর্নীতি সংক্রান্ত সন্দীপ প্রসাদের করা মামলাতেও পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়। নতুন করে এফআইআর (FIR) করার নির্দেশও দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিঙ্গল বেঞ্চের সেই রায়ের বিরুদ্ধে ফের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু ডিভিশন বেঞ্চও তাঁকে কোনওরকম রক্ষাকবচ দেয়নি। মামলার পদ্ধতিগত ত্রুটির জন্য সেটি খারিজ করে দেয় আদালত। যার অর্থ হাই কোর্টেও প্রাক্তন শিক্ষামন্ত্রী রক্ষাকবচ পাননি।
[আরও পড়ুন: কাশ্মীরে মদের দোকানে জঙ্গি হামলা, গ্রেনেড বিস্ফোরণে মৃত এক, বিচারের দাবিতে পথ অবরোধ পরিবারের]
ফলে একপ্রকার বাধ্য হয়েই এদিন সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার উদ্দেশে রওনা দিয়েছেন পার্থবাবু। কোনওরকম আইনি রক্ষাকবচ ছাড়াই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হন তিনি। যদিও এরই মধ্যে আবার প্রধান বিচারপতির কাছে ফের রক্ষাকবচ চেয়ে আবেদন করেছেন পার্থবাবু। মেল মারফত প্রধান বিচারপতির কাছে নিজের আবেদনের দ্রুত শুনানির আরজিও জানান তিনি। তবে আদালতের দ্বারস্থ হলেও নিম্ন আদালতের নিয়ম মেনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হলেন তিনি। 

Source: Sangbad Pratidin

Related News
পুলিশি বাধা উপেক্ষা করে হাওড়া যাওয়ার পথে গ্রেপ্তার সুকান্ত মজুমদার, উত্তপ্ত বিদ্যাসাগর সেতু
পুলিশি বাধা উপেক্ষা করে হাওড়া যাওয়ার পথে গ্রেপ্তার সুকান্ত মজুমদার, উত্তপ্ত বিদ্যাসাগর সেতু

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশি বাধা উপেক্ষা করে রাস্তায় বেরনোর অভিযোগে গ্রেপ্তার করা হল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Read more

নদিয়ায় বাকিবুরের রাইসমিলের পিছনে পোড়ানো হল লেনদেনের নথি! প্রমাণ লোপাটের চেষ্টা?
নদিয়ায় বাকিবুরের রাইসমিলের পিছনে পোড়ানো হল লেনদেনের নথি! প্রমাণ লোপাটের চেষ্টা?

সুবীর দাস, কল্যাণী: রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা বাংলা। গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) ও তাঁর Read more

গোয়ার সৈকতে হলুদ বিকিনিতে উষ্ণতা ছড়ালেন নুসরত, চোখ কপালে নেটিজেনদের
গোয়ার সৈকতে হলুদ বিকিনিতে উষ্ণতা ছড়ালেন নুসরত, চোখ কপালে নেটিজেনদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বসন্ত এসে গেছে’। শীত পেরিয়ে ধীরে ধীরে হলুদ বসন্তের ছোঁয়া বাতাসে। সেই রংকেই বুঝি পোশাকে ধারণ Read more

OMG! ‘স্বামী বিক্রি আছে, বদল বা ফেরতযোগ্য নয়’, নিলামের ওয়েবসাইটে বিজ্ঞাপন দিলেন স্ত্রী
OMG! ‘স্বামী বিক্রি আছে, বদল বা ফেরতযোগ্য নয়’, নিলামের ওয়েবসাইটে বিজ্ঞাপন দিলেন স্ত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি, বয়স ৩৭ বছর, গায়ের রং ফর্সা, পেশায় মাংস ব্যবসায়ী। স্বামী লাগবে? Read more

Assembly Polls 2022 Result: ফ্যাকাশে সরকার বিরোধী সমস্ত ইস্যু, উত্তরাখণ্ড-মণিপুর-গোয়ায় ‘আত্মনির্ভর’ বিজেপি
Assembly Polls 2022 Result: ফ্যাকাশে সরকার বিরোধী সমস্ত ইস্যু, উত্তরাখণ্ড-মণিপুর-গোয়ায় ‘আত্মনির্ভর’ বিজেপি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল দেবভূমে। একাধিকবার বদলে যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম। বিধানসভার অঙ্কে এর Read more

‘দু’জনকে মুখোমুখি বসানো উচিত’, বিরাট-গম্ভীরের সম্পর্কের বরফ গলাতে চান শাস্ত্রী
‘দু’জনকে মুখোমুখি বসানো উচিত’, বিরাট-গম্ভীরের সম্পর্কের বরফ গলাতে চান শাস্ত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের দক্ষযজ্ঞে উত্তপ্ত ক্রিকেট দুনিয়া। সোমবার ম্যাচ শেষে ঝামেলায় জড়ান দুই তারকা। Read more