অসমের ভয়াবহ বন্যায় ট্রেনেই আটকে ৩ হাজার যাত্রী, উদ্ধার করল বায়ুসেনার কপ্টার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টিতে নাজেহাল অসম (Assam)। প্রায় ২ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যায়। কার্যত বিছিন্ন হয়ে পড়েছে ডিমা হাসাও জেলাটি। ধস নেমে রাস্তা ভেঙে যাওয়ায় যাতায়াতের পথ প্রায় বন্ধ। বন্যার (Assam Flood) কবলে পড়ে মৃত্যু হয়েছে ছয় জনের। এহেন পরিস্থিতিতে লুমদিং-বদরপুর অঞ্চলে আটকে পড়েছিল দু’টি ট্রেন। সেই ট্রেনে আটকে থাকা প্রায় তিন হাজার যাত্রীকে উদ্ধার করেছে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)।
উত্তর-পূর্ব রেলের এক মুখপাত্র বলেছেন, ”ভারতীয় বায়ুসেনার সহযোগিতায় আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে। গত শনিবার থেকে ডিমা হাসাও (Dima Hassao) জেলায় ট্রেন দুটি আটকে পড়েছিল। ক্রমাগত বৃষ্টির কারণে উদ্ধারকাজ বেশ কয়েকবার বাধা পেয়েছে। তাই কপ্টারে করে যাত্রীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।” তিনি আরও জানিয়েছেন, বন্যার কারণে ইতিমধ্যেই ১৮টি ট্রেন বাতিল করা হয়েছে। আগামিদিনে আরও ১০ টি ট্রেন বাতিল করে দেওয়া হতে পারে।
[আরও পড়ুন: বাড়িতে তল্লাশি চালিয়ে কিচ্ছু পায়নি CBI, দাবি চিদম্বরের, আর কতবার? প্রশ্ন কার্তির]
ডিমা হাসাও জেলার হাফলং ( New Halflong Station) এলাকার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রবল জলের তোড়ে হেলে পড়েছে নিউ হাফলং স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেন। একই সঙ্গে দেখা যাচ্ছে, জলের ঢেউয়ে ভেসে যাচ্ছে রেললাইন।

গত শনিবার থেকে টানা বৃষ্টি হচ্ছে অসমে। তার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে রেল পরিষেবা। সেই প্রসঙ্গে রেলের মুখপাত্র জানিয়েছেন, “যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। এরপরে আমরা ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতির কাজ শুরু করব। তবেই ফের স্বাভাবিক ভাবে রেল পরিষেবা শুরু করা যাবে।” জানা গিয়েছে, নিউ হাফলং স্টেশনটি শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাতটি জেলায় ৫৫ টি ত্রাণ শিবির খোলা হয়েছে। প্রায় ৩৩ হাজার মানুষকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরের পুনর্বিন্যাস ইস্যুতে নাক গলানোর চেষ্টা পাকিস্তানের, কড়া জবাব ভারতের] 

Source: Sangbad Pratidin

Related News
ODI World Cup 2023: শার্দূলের গলায় সোনার মেডেল পরিয়ে দিলেন কোহলি, কিন্তু কেন?
ODI World Cup 2023: শার্দূলের গলায় সোনার মেডেল পরিয়ে দিলেন কোহলি, কিন্তু কেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের শেষে সেরা পারফর্মার হিসেব বিরাট কোহলিকে সোনার মেডেল দেওয়া হয়েছিল। আফগানিস্তান ম্যাচের শেষে Read more

চার আনায় রঙিন মাছ, এক লাখে মেলে পাখি, হরেক পোষ্যের বাহারি সম্ভার কলকাতার এই হাটে
চার আনায় রঙিন মাছ, এক লাখে মেলে পাখি, হরেক পোষ্যের বাহারি সম্ভার কলকাতার এই হাটে

দীপালি সেন: বাজারে অচল চার আনা পয়সা। সেই চার আনার বিনিময়েই মিলবে বাড়ির নতুন সদস্য।  রং-বেরঙের পাখনা নিয়ে যে অ্যাকোয়ারিয়ামের Read more

এবার হলিউড ছবিতে আলিয়া ভাট, কোন তারকার সঙ্গে জুটি বাঁধছেন রণবীরের প্রেমিকা?
এবার হলিউড ছবিতে আলিয়া ভাট, কোন তারকার সঙ্গে জুটি বাঁধছেন রণবীরের প্রেমিকা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবি মুক্তির এক সপ্তাহের মধ্যেই একশো কোটি টাকার ব্যবসা করে ফেলল আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। Read more

সংসদের সূচনায় যুবরাজ চার্লস, তবে কি সিংহাসন ছাড়ছেন রানি এলিজাবেথ?
সংসদের সূচনায় যুবরাজ চার্লস, তবে কি সিংহাসন ছাড়ছেন রানি এলিজাবেথ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ সত্তর বছর ধরে ব্রিটেনের রানির দায়িত্ব সামলাচ্ছেন তিনি। কিন্তু চলতি বছরের পার্লামেন্টের অধিবেশনের সূচনায় অনুপস্থিত Read more

ধর্মীয় অনুষ্ঠানে মাইক বাজানো নিয়ে মতবিরোধ, SDPO-কে হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের
ধর্মীয় অনুষ্ঠানে মাইক বাজানো নিয়ে মতবিরোধ, SDPO-কে হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের

গোবিন্দ রায়: পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। ধর্মীয় অনুষ্ঠানে মাইক বাজানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বচসা Read more

দাবানলে দাউদাউ জ্বলছে কানাডা, ঘরছাড়া ২৪ হাজার! জারি জরুরি অবস্থা
দাবানলে দাউদাউ জ্বলছে কানাডা, ঘরছাড়া ২৪ হাজার! জারি জরুরি অবস্থা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাবানলে (Wildfire) বিধ্বস্ত পশ্চিম কানাডার (Canada) অ্যালবার্টা প্রদেশ। রেকর্ড তাপমাত্রায় গত এক সপ্তাহ ধরে পুড়ছে ওই Read more