বৈবাহিক ধর্ষণ কি অপরাধ? দ্বিধাবিভক্ত হাই কোর্টের বিচারপতিরা, সুপ্রিম কোর্টে দায়ের মামলা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈবাহিক ধর্ষণ (Marital Rape) কি অপরাধ? উত্তর মেলেনি দিল্লি হাই কোর্টে (Delhi High Court)। দিল্লি হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি রাজীব শকধের ও সি হরিশংকর আলাদা মত দিয়েছিলেন। তবে আবেদনকারী সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করতে পারেন বলেও সেই সময় জানিয়েছেন দুই বিচারপতি। সেই মতোই এবার হাই কোর্টের দ্বিধাবিভক্ত রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হল।
শীর্ষ আদালতে মামলা করেছেন খুশবু সফি। যিনি আইপিসির ৩৭৫ ধারার ব্যতিক্রমী ২-এর বৈধতার জন্য আবেদন করেছিলেন দিল্লি হাই কোর্টেও। এই ধারার বলে স্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে স্বামী যৌন সম্পর্ক করলেও তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা যায় না। এই বিষয়েই দিল্লি হাইকোর্টের বিচারপতি রাজীব শকধের (Rajiv Shakdher) যে মত দিয়েছিলেন তা মানতে চাননি ডিভিশন বেঞ্চের অন্য বিচারপতি সি হরিশংকর (C Harishanker)। তিনি জানান, ধর্ষণ আইনের ব্যতিক্রমী ধারাটি সংবিধানের পরিপন্থী নয় কোনওভাবেই। কারণ, স্বামী-স্ত্রীর মতপার্থক্যের কারণেই একমাত্র এই ধরনের অভিযোগ ওঠে। যাকে অপরাধ বলে গণ্য করা ঠিক নয়।
[আরও পড়ুন: ফের বিপাকে চিদম্বরমপুত্র কার্তি, আর্থিক কেলেঙ্কারির অভিযোগে নয়া মামলা দায়ের করল CBI]
বিচারপতি সি হরিশংকর (C Harishanker) বৈবাহিক ধর্ষণকে অপরাধ বলে গণ্য করতে রাজি না হলেও ভিন্ন মত জানান বিচারপতি রাজীব শকধের (Rajiv Shakdher)। এই বিষয়ে রীতিমতো কড়া মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, যৌনতার বিষয়ে একজন যৌন কর্মীরও ‘না’ বলার অধিকার রয়েছে, কিন্তু একজন স্ত্রী তা পারেন না। শকধের বলেন, “আইনের শক্তির কারণেই একজন যৌনকর্মীরও ‘না’ বলার অধিকার রয়েছে, কিন্তু একজন বিবাহিত মহিলা তা পারেন না।” বিচারপতি শকধের যোগ করেন, “গণধর্ষণের ঘটনায় যদি স্বামী যুক্ত থাকেন, তবে বাকিরা ধর্ষণের অপরাধে আইনত শাস্তি পাবেন বটে, কিন্তু স্বামী অভিযুক্ত হবেন না। কেন? যেহেতু তিনি নির্যাতিতার স্বামী।”
[আরও পড়ুন: একদিনে দেশে কোভিড পজিটিভ দেড় হাজারের সামান্য বেশি, দাম কমল কর্বেভ্যাক্সের]
উল্লেখ্য, বিয়ের পর স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে ধর্ষণের প্রসঙ্গ টানা যায় কিনা তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে দেশে। অনেকের মতে বিষয়টি পশ্চিমী সংস্কৃতি থেকে আমদানি করা হয়েছে। এই বিষয়ে গত ৭ ফেব্রুয়ারি হাই কোর্ট কেন্দ্রের অবস্থান জানাতে চেয়েছিল। যদিও কেন্দ্র এখনও পর্যন্ত তাদের মত দেয়নি।  কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, এই বিষয়ে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কাছে মতামত চাওয়া হয়েছে। তারপর তারা তাদের বক্তব্য জানাবে। এখন দেখার, বৈবাহিক ধর্ষণ নিয়ে সুপ্রিম কোর্ট কী মত দেয়।

Source: Sangbad Pratidin

Related News
মোদি জমানায় ৯ লক্ষ চাকরি! বেকারত্ব নিয়ে কংগ্রেসের পালটা পরিসংখ্যান প্রকাশ কেন্দ্রের
মোদি জমানায় ৯ লক্ষ চাকরি! বেকারত্ব নিয়ে কংগ্রেসের পালটা পরিসংখ্যান প্রকাশ কেন্দ্রের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউপিএ জমানার ১০ বছরের থেকে অনেক বেশি চাকরি হয়েছে মোদি জমানায়। এমনটাই দাবি কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র Read more

পড়ুয়াদের আন্দোলনের চাপ, আটকানো হল গেট, উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুই হল না বিশ্বভারতীতে
পড়ুয়াদের আন্দোলনের চাপ, আটকানো হল গেট, উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুই হল না বিশ্বভারতীতে

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: ছাত্র আন্দোলনের অচলাবস্থার মধ্যে সোমবার থেকে বিশ্বভারতীতে (Vishva Bharati) শুরু হওয়ার কথা ছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। প্রথম দিন Read more

ভয়ংকর! মাদকাসক্ত ছেলেকে খুন করলেন বাবা, দেহ টুকরো করে ছড়িয়ে দিলেন শহরের বিভিন্ন জায়গায়
ভয়ংকর! মাদকাসক্ত ছেলেকে খুন করলেন বাবা, দেহ টুকরো করে ছড়িয়ে দিলেন শহরের বিভিন্ন জায়গায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদকাসক্ত ছেলেকে খুন করার অভিযোগ উঠল প্রৌঢ় বাবার বিরুদ্ধে। খুনের ঘটনা ধামাচাপা দিতে দেহ টুকরো করে Read more

শেয়ার বাজারের নয়া নজির! সর্বকালীন রেকর্ড গড়ল Nifty
শেয়ার বাজারের নয়া নজির! সর্বকালীন রেকর্ড গড়ল Nifty

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুরন্ত গতি ভারতের শেয়ার বাজারে। সমস্ত রেকর্ড ভেঙে নিফটি ৫০ পৌঁছল সর্বকালের সেরা ১৮ হাজার ৯১৬ Read more

বিধানসভায় বিজেপির ‘চোর-চোর’ স্লোগান, ‘ওরা তো পকেটমার’, পালটা অভিষেকের
বিধানসভায় বিজেপির ‘চোর-চোর’ স্লোগান, ‘ওরা তো পকেটমার’, পালটা অভিষেকের

নব্যেন্দু হাজরা: ফের বিধানসভায় ‘চোর, চোর’ স্লোগান বিজেপির। শুরুর সঙ্গে সঙ্গেই অধিবেশন বয়কট গেরুয়া শিবিরের। পালটা বিজেপিকে ‘পকেটমার’ খোঁচা অভিষেক Read more

আইসিসি ট্রফিতে লাগাতার ব্যর্থ ভারত, সাফল্য এনে দেবে আইপিএল-ই, বিশ্বাস লয়েডের
আইসিসি ট্রফিতে লাগাতার ব্যর্থ ভারত, সাফল্য এনে দেবে আইপিএল-ই, বিশ্বাস লয়েডের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি টুর্নামেন্টে লাগাতার ব্যর্থ ভারত। সেই ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষবারের মতো এসেছিল দেশে। তারপর Read more