বারাণসীতে বঙ্গভবন বানাতে চায় রাজ্য, যোগী প্রশাসনের কাছে নিয়মকানুন জানতে চাইল নবান্ন

গৌতম ব্রহ্ম: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ভোট প্রচারের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারাণসীতে ‘বঙ্গভবন’ তৈরির আগ্রহ প্রকাশ করেছিলেন। মুখ্যমন্ত্রীর সেই স্বপ্নপূরণে এবার কোমর বেঁধে নামল নবান্ন। শুরু হল ‘বঙ্গভবন’ তৈরির জোর তৎপরতা।
জানা গিয়েছে, বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির থেকে দেড় কিলোমিটার দূরের একটি জায়গাকে বাছাই করা হয়েছে। উত্তরপ্রদেশে বা বারাণসীতে বহুতল নির্মাণের জন্য ফ্লোর এরিয়া রেশিও কত তা ইতিমধ্যেই সরকারিভাবে বারাণসী পুরনিগমের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। জানা হচ্ছে, বাকি নিয়মকানুনও। বঙ্গভবনের নকশা তৈরির কাজও কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে। এই ব্যাপারে পূর্তদপ্তররকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। নবান্ন সূত্রে খবর, গত শুক্রবার এই বিষয় নিয়ে বিস্তারিত বৈঠক করেছেন তিনি। এক একরের সামান্য কম জমি চিহ্নিত করা হয়েছে। নকশা চূড়ান্ত হওয়ার পর খরচের বিষয়টি চূড়ান্ত হবে।
[আরও পড়ুন: ব্লাড ক্যানসারের কবলে পুতিন! চাঞ্চল্যকর দাবি রুশ ধনকুবেরের]
এর পিছনে রাজনীতি দেখছেন বিরোধীরা। যদিও সেই অভিযোগ উড়িয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর কথায়, “এর পিছনে কোনও রাজনীতি নেই। বরং বাংলার মানুষ উত্তরপ্রদেশে গেলে এই ভবনে থাকার সুবিধা পাবে। সে কথা ভেবে যদিও রাজ্য এই সিদ্ধান্ত নেয়, তাতে ক্ষতি কোথায়?” তারপরেও অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, “উনি ওখানে শুধু বঙ্গভবন বানাবেন কেন, লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ভোটে দাঁড়ান।”
প্রসঙ্গত, চিকিৎসার স্বার্থে বাংলা থেকে মুম্বই (Mumbai) পাড়ি দেন বহু ক্যানসার আক্রান্ত রোগী। চিকিৎসার স্বার্থেই তাঁদের দীর্ঘসময় থাকতে হয় আরব সাগরের তীরের রাজ্যে। তাঁদের পাশেও দাঁড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু উত্তরপ্রদেশ নয়, মুম্বইয়ের ‘বঙ্গভবন’ বানাতে জমি চেয়েছেন তিনি। যাতে এ রাজ্য থেকে সেই শহরে যাওয়া ক্যানসার আক্রান্তের পরিবার কম খরচে থাকার জায়গা পান। জমি নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে তথা সে রাজ্যের পরিবেশ মন্ত্রী আদিত্য ঠাকরের সঙ্গে কথাও হয়েছে মমতার। চেয়েছেন জমিও। শিব সেনার মুখপত্র ‘সামনা’য় সে কথা তুলে ধরেছেন দলীয় নেতা সঞ্জয় রাউত। বাংলার মুখ্যমন্ত্রীর আরজিকে ‘ন্যায্য’ বলেই মনে করছেন শিব সেনার (Shiv Sena) নেতা।
[আরও পড়ুন: ‘মমতাই এখনও বিরোধী মুখ, কংগ্রেস নয়’, ‘জাগো বাংলা’য় রাহুল গান্ধীর বক্তব্যের পালটা তৃণমূলের]

Source: Sangbad Pratidin

Related News
ICC ODI World Cup 2023: চোট সারিয়ে দলে ফেরার তাগিদ, তিরুপতি মন্দিরে গেলেন ঋষভ-অক্ষর, দেখুন ভাইরাল ভিডিও
ICC ODI World Cup 2023: চোট সারিয়ে দলে ফেরার তাগিদ, তিরুপতি মন্দিরে গেলেন ঋষভ-অক্ষর, দেখুন ভাইরাল ভিডিও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন মারাত্মক চোটের জন্য অনেক আগেই বিশ্বকাপের দল (ICC ODI World Cup 2023) থেকে ছিটকে গিয়েছিলেন। Read more

চিন-পাকিস্তান বৈঠকের পরই ভারতে ইজরায়েলের বিদেশমন্ত্রী, নেপথ্যে কোন সমীকরণ?
চিন-পাকিস্তান বৈঠকের পরই ভারতে ইজরায়েলের বিদেশমন্ত্রী, নেপথ্যে কোন সমীকরণ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনদিনের সফরে ভারতে পৌঁছেছেন ইজরায়েল বিদেশমন্ত্রী ইলাই কোহেন। আজ সোমবার নয়াদিল্লিতে অবতরণ করে তাঁর বিশেষ বিমান। Read more

সাইনার পোস্টে বিতর্কিত মন্তব্য করে বিপাকে অভিনেতা সিদ্ধার্থ, উঠল FIR দায়েরের দাবি
সাইনার পোস্টে বিতর্কিত মন্তব্য করে বিপাকে অভিনেতা সিদ্ধার্থ, উঠল FIR দায়েরের দাবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার গলদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন সাইনা নেহওয়াল। কিন্তু সেই ঘটনার Read more

বেঙ্গালুরুতে শাল পাঠিয়ে শুভেচ্ছা মমতার, বাংলার মুখ্যমন্ত্রীর কুশল সংবাদ নিলেন সিদ্দারামাইয়া
বেঙ্গালুরুতে শাল পাঠিয়ে শুভেচ্ছা মমতার, বাংলার মুখ্যমন্ত্রীর কুশল সংবাদ নিলেন সিদ্দারামাইয়া

কৃষ্ণকুমার দাস: দ্বিতীয়বার কর্ণাটকের (Karnataka) মসনদে বসলেন বর্ষীয়ান সিদ্দারামাইয়া (Siddaramaiah)। শনিবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে তাঁর সঙ্গে শপথ নিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী Read more

পিডব্লুডি’র রাস্তায় বেআইনি টোল আদায়! প্রশ্নের মুখে বসিরহাট পুরসভা
পিডব্লুডি’র রাস্তায় বেআইনি টোল আদায়! প্রশ্নের মুখে বসিরহাট পুরসভা

গোবিন্দ রায়, বসিরহাট: পিডব্লুডির রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে পুরসভার নাম করে দেদার নেওয়া হচ্ছে ট‌্যাক্স (Tax)। পোশাকি নাম, ‘ডেভেলপমেন্ট ফি’। Read more

বিজ্ঞাপনের শুটিংয়ে কলকাতায় এসে ভূরিভোজ ভূমির, কোন খাবারের প্রেমে পড়লেন নায়িকা?
বিজ্ঞাপনের শুটিংয়ে কলকাতায় এসে ভূরিভোজ ভূমির, কোন খাবারের প্রেমে পড়লেন নায়িকা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার প্রচার নয়, বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য কলকাতা ঘুরে গেলেন অভিনেত্রী ভূমি পেড়নেকর (Bhumi Pednekar)। আর সেই Read more