তিরিশ বছরের শিক্ষকতা জীবনে ৬০ ছাত্রীর শ্লীলতাহানি! গ্রেপ্তার কেরলের সিপিএম নেতা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩০ বছরের শিক্ষক জীবনে ৬০ জন ছাত্রীর শ্লীলতাহানির (Molestation) অভিযোগে কেরলের (Kerala) এক অবসরপ্রাপ্ত শিক্ষক তথা সিপিএম (CPM) নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্ত স্থানীয় পুরনিগমের কাউন্সিলরও ছিলেন। সম্প্রতি একের পর এক ছাত্রী অভিযোগ তোলায় চাপে পড়ে পদত্যাগ করেন তিনি। অন্যদিকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে তাঁকে। গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মালাপ্পুরম জেলা-সহ গোটা রাজ্যে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শুরু হয়েছে #MeToo আন্দোলনও। ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন কেরলের শিক্ষামন্ত্রী।
অভিযুক্ত শিক্ষকের নাম কেভি শশীকুমার। তিনি সেন্ট জেমস গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল (St. Gemmas Girls Higher Secondary School ) থেকে চলতি বছরের মার্চ মাসে অবসর নেন। অবসর গ্রহণের কথা ঘটা করে ফেসবুকে পোস্ট করেছিলেন। ওই পোস্টের নীচে স্কুলের এক প্রাক্তন ছাত্রী তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন। এরপর সোশ্যাল মিডিয়ায় বহু ছাত্রী একই অভিযোগে মন্তব্য করতে থাকেন। শুরু হয় শিক্ষকের বিরুদ্ধে একের পর এক #MeToo অভিযোগ।
[আরও পড়ুন: কুণাল ঘোষের বিরুদ্ধে চার্জশিট পেশ ত্রিপুরা পুলিশের, আদালতে হাজিরার নির্দেশ]
এর মধ্যেই তাঁর বিরুদ্ধে মালাপ্পুরম মহিলা থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়। যদিও জানা গিয়েছে, স্কুলে কর্মরত অবস্থায় সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে ৫০টি অভিযোগ দায়ের হয়েছিল। স্কুলের প্রাক্তন পড়ুয়াদের সংগঠনের অভিযোগ, ২০১৯ সালেও ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এনেছিল ছাত্রীরা। কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনওরকম ব্যবস্থা নেয়নি। বরং তারা বিষয়টি চেপে যায়। এদিকে সাম্প্রতিক ঘটনায় মালাপ্পুরম পুরনিগমের কাউন্সিলর পদ ত্যাগ করেছেন ওই প্রাক্তন শিক্ষক। ঘটনায় দলের মুখে কালি পড়ায় দলও থেকেও তাঁকে বহিষ্কার করা হয়েছে। নতুন করে থানায় অভিযোগ দায়ের হওয়ার পর ওই শিক্ষক পলাতক হন বলেও জানা গিয়েছিল। যদিও এক সপ্তাহের মধ্যে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
[আরও পড়ুন: অমানবিক! মায়ের প্রেমিকের লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা নাবালিকা মেয়ে!]
এদিকে গোটা ঘটনায় মুখ পুড়েছে কেরলের শাসক দল সিপিএমের। তড়িঘড়ি শিক্ষামন্ত্রী ভি শিভানকুট্টি আসরে নামেন। গোটা বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী পাবলিক এডুকেশন ডিরেক্টরকে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

Source: Sangbad Pratidin

Related News
সব চাকরিতেই রেটকার্ড! রোজগার মেলার মঞ্চ থেকে বাংলাকে তুলোধোনা প্রধানমন্ত্রীর
সব চাকরিতেই রেটকার্ড! রোজগার মেলার মঞ্চ থেকে বাংলাকে তুলোধোনা প্রধানমন্ত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি অনুষ্ঠান। যুবসমাজকে চাকরি বিলির মঞ্চ। সেই মঞ্চ থেকেই নাম না করে বাংলার তৃণমূল সরকারকে তুলোধোনা Read more

রাজ্য কমিটি গড়ার আগে দলের বিধায়ক-সাংসদদের সঙ্গে আলোচনা, বৈঠক ডাকলেন মমতা
রাজ্য কমিটি গড়ার আগে দলের বিধায়ক-সাংসদদের সঙ্গে আলোচনা, বৈঠক ডাকলেন মমতা

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: রাজ্য কমিটি গঠনের প্রস্তুতিতে দলের সাংসদ-বিধায়কদের বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জাতীয় কর্মসমিতি গড়ে দেওয়ার পর এবার Read more

গীতা প্রেসকে ‘গান্ধী শান্তি পুরস্কার’ দিচ্ছে কেন্দ্র, ‘যেন গডসেই পুরস্কৃত’, তোপ কংগ্রেসের
গীতা প্রেসকে ‘গান্ধী শান্তি পুরস্কার’ দিচ্ছে কেন্দ্র, ‘যেন গডসেই পুরস্কৃত’, তোপ কংগ্রেসের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মূলত হিন্দু ধর্মীয় গ্রন্থের প্রকাশক তারা। রামায়ণ, মহাভারত থেকে শুরু করে পুরাণ কিংবা গীতা। যোগীরাজ্যের সেই Read more

ভোটপ্রচারে ‘বিরোধী’ মৌমাছির হানা! প্রাণ বাঁচাতে দৌড় কংগ্রেস কর্মীদের
ভোটপ্রচারে ‘বিরোধী’ মৌমাছির হানা! প্রাণ বাঁচাতে দৌড় কংগ্রেস কর্মীদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজস্ব পরিসরে তাদেরও রাজত্ব রয়েছে, রানির নিরাপত্তার দায়িত্বে সদা তৎপর সেনা বা শ্রমিকরা। তবে কিনা মধ্যপ্রদেশের Read more

IND v SA: ভুবনেশ্বরের দুরন্ত বোলিংয়েও ঘুচল না ব্যর্থতা, ‘ক্লাসেন’ ঝড়ে তছনছ পন্থের ভারত
IND v SA: ভুবনেশ্বরের দুরন্ত বোলিংয়েও ঘুচল না ব্যর্থতা, ‘ক্লাসেন’ ঝড়ে তছনছ পন্থের ভারত

ভারত: ১৪৮/৬ (ইশান-৩৪, শ্রেয়স-৪০, নখিয়া- ৩৬/২) দক্ষিণ আফ্রিকা: ১৪৯/৬ (ক্লাসেন-৮১, বাভুমা-৩৫, ভুবনেশ্বর-১৩/৪) ৪ উইকেটে জয়ী দক্ষিণ আফ্রিকা সংবাদ প্রতিদিন ডিজিটাল Read more

Recipe Of Immunity Boosting Drinks: ওমিক্রন রুখতে ম্যাজিকের মতো কাজ করবে এই পানীয়! দাবি গবেষকদের, কীভাবে বানাবেন?
Recipe Of Immunity Boosting Drinks: ওমিক্রন রুখতে ম্যাজিকের মতো কাজ করবে এই পানীয়! দাবি গবেষকদের, কীভাবে বানাবেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের করোনার ধাক্কায় ধুঁকছে গোটা দেশ। ক্রমশ ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। কে যে কখন করোনা আক্রান্ত হবেন, Read more