দিল্লি অগ্নিকাণ্ড: ঘটনাস্থলে কেজরিওয়াল, মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লির বিধ্বংসী আগুনে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৭ জন। গুরুতর আহত হয়েছেন ১২ জন। ইতিমধ্যেই এই অগ্নিকাণ্ডের কারণ হদিশ করতে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সেই সঙ্গে তিনি মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য়ের ঘোষণা করেছেন। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।
ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, শুক্রবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে চারতলা এক বিল্ডিংয়ে আগুন লাগায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, দমকল বাহিনী। ৩০টি ইঞ্জিনের চেষ্টায় ৭ ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে চলে গিয়েছে বহু প্রাণ।
[আরও পড়ুন: হরিণ পাচারকারীদের গুলিতে মধ্যপ্রদেশে নিহত ৩ পুলিশকর্মী, আর্থিক সাহায্য ঘোষণা মু্খ্যমন্ত্রীর]
জানা গিয়েছে, ওই বিল্ডিংয়ে কাজের জন্য অন্তত ১২০ জন উপস্থিত ছিলেন। এর দোতলায় ছিল একটি সিসিটিভি ক্যামেরা এবং রাউটার সারাইয়ের কোম্পানি। তৃতীয় তলে মোটিভেশনাল স্পিচের একটি অনুষ্ঠান আয়োজিত হচ্ছিল। সেখানে অনেকেই অংশ নিয়েছিলেন। ফলে অগ্নিকাণ্ডের ঘটনায় তিলতলাতে প্রাণহানির ঘটনা বেশি ঘটেছে।
এদিন সকালে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এরপরই তিনি আর্থিক সাহায্যের ঘোষণা করেন। জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই ঘটনায় ২৯ জন নিখোঁজ। কেন ঘটল ওই বিধ্বংসী অগ্নিকাণ্ড? দিল্লি দমকল দপ্তরের মুখ্য অফিসার অতুল গর্গ জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহের লাইনে বিস্ফোরণ ঘটার ফলেই ওই দুর্ঘটনা ঘটেছে। সেই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
[আরও পড়ুন: দেশে নিম্নমুখী করোনার অ্যাকটিভ কেস, দেওয়া হল ১৯১ কোটিরও বেশি ভ্যাকসিনের ডোজ]
ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও (NDRF)। আরও কেউ বিল্ডিংয়ের মধ্যে আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। NDRF-এর তরফে বিকাশ সাইনি জানান, “দোতলায় কিছু দেহাংশের সন্ধান পাওয়া গিয়েছে। আগামী ৩ থেকে ৪ ঘণ্টা গোটা বিল্ডিং তল্লাশি করা হবে। আমরা নিশ্চিত করব, যাতে কেউ ভিতরে আটকে না থাকে।”
বিধ্বংসী আগুনে কালো হয়ে যাওয়া বিল্ডিংয়ের সামনে ভিড় জমিয়েছেন আহতদের পরিবারের সদস্যরা। ইসমাইল নামের এক ব্যক্তি জানাচ্ছেন, তিনি তাঁর বোনকে খুঁজতে এসেছেন। কিন্তু তাঁর হদিশ মিলছে না। সব মিলিয়ে ভয়ংকর, মর্মান্তিক পরিস্থিতির সাক্ষী রাজধানী।

Source: Sangbad Pratidin

Related News
Maharani Season 2 Review: ক্ষমতার লড়াইয়ে ষড়যন্ত্রের প্যাঁচ কীভাবে হল আরও জটিল? পড়ুন ‘মহারানি সিজন ২’র রিভিউ
Maharani Season 2 Review: ক্ষমতার লড়াইয়ে ষড়যন্ত্রের প্যাঁচ কীভাবে হল আরও জটিল? পড়ুন ‘মহারানি সিজন ২’র রিভিউ

সুপর্ণা মজুমদার: রাজা, রানি আর রাজত্ব। যে রাজত্ব বিহারের। গোবলয়ের এমন এক রাজ্য। যেখানে গদি আর ক্ষমতার লড়াই নিরন্তর চলতে Read more

ODI World Cup 2023: অতিথি দেব ভব, মাঝআকাশে বাবরদের জন্য ‘সারপ্রাইজ গিফট’ বিমানসেবিকাদের
ODI World Cup 2023: অতিথি দেব ভব, মাঝআকাশে বাবরদের জন্য ‘সারপ্রাইজ গিফট’ বিমানসেবিকাদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, অতিথি দেব ভব! ভারতে এসে এমন অভিজ্ঞতাই বোধহয় হল পাকিস্তান ক্রিকেট দলের। যেখানে যাচ্ছেন Read more

কাজের টোপ দিয়ে ভিনরাজ্যে বাংলার তরুণীকে ‘গণধর্ষণ’, গণিকাবৃত্তি করতে চাপ
কাজের টোপ দিয়ে ভিনরাজ্যে বাংলার তরুণীকে ‘গণধর্ষণ’, গণিকাবৃত্তি করতে চাপ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজের টোপ দিয়ে ভিনরাজ্যে গণধর্ষণের শিকার বাংলার তরুণী। গুরুগ্রামের চক্করপুর এলাকার ঘটনায় জোর চাঞ্চল্য। পুলিশের দ্বারস্থ Read more

ট্রাকে তল্লাশির সময় উদ্ধার ৮২৪ কেজি গাঁজা, গ্রেপ্তার পাঁচ পাচারকারী
ট্রাকে তল্লাশির সময় উদ্ধার ৮২৪ কেজি গাঁজা, গ্রেপ্তার পাঁচ পাচারকারী

অভিষেক চৌধুরী ও অর্ণব আইচ: এসটিএফের (STF) বড়সড় সাফল্য। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার শিবতলা এলাকায় গাঁজা বোঝাই ট্রাক উদ্ধার। ওই Read more

World Cup 2023: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চিপকে প্রথম ম্যাচ ভারতের, ঘূর্ণি পিচের সাহায্য পাবে টিম ইন্ডিয়া
World Cup 2023: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চিপকে প্রথম ম্যাচ ভারতের, ঘূর্ণি পিচের সাহায্য পাবে টিম ইন্ডিয়া

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করছে ভারত (Indian Cricket Team)। ৮ অক্টোবর রোহিত শর্মা Read more

ক্ষমা চেয়েও উদ্ধত! সুইগি বিতর্কে আত্মপক্ষ সমর্থনে বিবৃতি দিলেন সুদীপা
ক্ষমা চেয়েও উদ্ধত! সুইগি বিতর্কে আত্মপক্ষ সমর্থনে বিবৃতি দিলেন সুদীপা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুইগি বিতর্কে ক্ষমা চেয়েও নিজের বক্তব্যে অনড় থাকলেন সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ বিবৃতি Read more