আকাশ থেকে মাটিতে খসে পড়ল রহস্যময় ধাতব গোলক! চাঞ্চল্য গুজরাটে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই মাটিতে ভারী কিছু পড়ার শব্দ। আওয়াজ শুনে ভূকম্পনের আতঙ্কে দৌড়ে ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন গুজরাটের (Gujarat) তিনটি গ্রামের বাসিন্দারা। গিয়ে তাঁরা তো তাজ্জব! আকাশ থেকে খসে পড়েছে ‘ধাতব গোলক’ বা উল্কাপিণ্ডের মতো বস্তু। আনন্দ জেলার তিন তিনটি জায়গায় এই আশ্চর্য ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ আনন্দ জেলার ভালেজ, খাম্ভোলজ এবং রামপুরায় তিনটি ধাতব গোলক হঠাৎই আকাশ থেকে উড়ে এসে মাটিতে পড়ে। প্রতিটি গ্রামই পরস্পরের থেকে ১৫ কিলোমিটারের মধ্যে। গোলকগুলির একেকটির ওজন প্রায় কেজি পাঁচেক। এরপরই গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ঘটনাটির তদন্ত করতে ইতিমধ্যেই আমেদাবাদ (Ahmedabad) ও গান্ধীনগর থেকে ‘ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি’র বিশেষজ্ঞদের ডেকে পাঠানো হয়েছে। জেলা পুলিশও পুরো বিষয়টি খতিয়ে দেখতে তৎপর হয়েছে।
[আরও পড়ুন: যৌতুকে মেলেনি মোটরবাইক, রাগে ছ’বছরের শালার গলায় সিঙারা ঢুকিয়ে খুন জামাইবাবুর!
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই ধাতব গোলকগুলি কোনও কৃত্রিম উপগ্রহের ধ্বংসাবশেষ। আনন্দের পুলিশ সুপার অজিত রাজিয়ান জানান, “খাম্ভোলজে এই ধাতব গোলক একটি বাড়িতে পড়লেও ভালেজ এবং রামপুরায় গোলক দু’টি ফাঁকা জায়গায় পড়েছে। কোনও হতাহতের খবর নেই। মনে হচ্ছে, এগুলি বল বিয়ারিং যা মহাকর্ষের অনুপস্থিতিতে মহাকাশে একটি উপগ্রহের গতিবেগ বজায় রাখতে ব্যবহৃত হয়।”
প্রত্যক্ষদর্শীদের মতে, ধাতব গোলকগুলি মহাকাশ থেকেই এসেছে। যদিও পুলিশের দাবি, সঠিক তদন্ত না করে এখনই এই বিষয়ে কোনও মন্তব্য করা উচিত হবে না। রাজিয়ান জানান, বিশেষজ্ঞের দল পুরো বিষয়টি খতিয়ে দেখার পরই কোনও সঠিক সিদ্ধান্তে পৌঁছনো যাবে। তিনটি গ্রামেই পুলিশের দল পাঠানো হয়েছে। গত এপ্রিলেই মহারাষ্ট্রে এমন ধাতব টুকরো খসে পড়েছিল। পরে জানা যায়, নিউজিল্যান্ডে উৎক্ষিপ্ত একটি উপগ্রহ থেকে সেগুলি খসে পড়েছে। ২০১৬ সালের জানুয়ারিতে ভিয়েতনামের ইয়েন বাই, আফ্রিকা, অস্ট্রেলিয়া, স্পেন এবং তুরস্কে একই ধরনের ঘটনা ঘটেছে।
[আরও পড়ুন: মালদহে বোমা বিস্ফোরণে ৫ শিশু জখম, মুখ্যসচিবকে তলব জাতীয় শিশু সুরক্ষা কমিশনের]

Source: Sangbad Pratidin

Related News
‘কেজিএফ’-এর সঙ্গে তুলনা! ‘মির্জা’র টিজারে লুক পালটে চমক অঙ্কুশের
‘কেজিএফ’-এর সঙ্গে তুলনা! ‘মির্জা’র টিজারে লুক পালটে চমক অঙ্কুশের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উসকো খুশকো চুল। চোখে চশমা। মুখে ধোঁয়া ওঠা সিগারেট। নিজের প্রযোজনায় এভাবেই ‘মির্জা’ (Mirza) হয়ে উঠলেন Read more

Panchayat Election: সুযোগ এলেও দলবদল করেননি, কাটোয়ায় বামেদের ভরসা সেই অশীতিপর রামচন্দ্র মণ্ডল
Panchayat Election: সুযোগ এলেও দলবদল করেননি, কাটোয়ায় বামেদের ভরসা সেই অশীতিপর রামচন্দ্র মণ্ডল

ধীমান রায়, কাটোয়া: তিনবারের পঞ্চায়েত সদস্য ছিলেন। দলের অন্যান্য সদস্যদের মধ্যে অনেকেই দলবদল করে চলে গিয়েছেন। কিন্তু বাম আদর্শের প্রতিই Read more

আসবেন না টক শোয়ে! করণ জোহরকে হঠাৎ কেন ‘বারণ’ করলেন দীপিকা?
আসবেন না টক শোয়ে! করণ জোহরকে হঠাৎ কেন ‘বারণ’ করলেন দীপিকা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওটিটিতেও নজর কেড়েছে করণ জোহরের টক শো কফি উইথ করণ। ইকিমধ্যেই অক্ষয়, জাহ্নবী, সারা, আলিয়া, রণবীর Read more

কেদারনাথে ঘোড়াকে গাঁজা খাওয়াল দুই যুবক! ভিডিও ভাইরাল হতেই মামলা দায়ের
কেদারনাথে ঘোড়াকে গাঁজা খাওয়াল দুই যুবক! ভিডিও ভাইরাল হতেই মামলা দায়ের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবলা প্রাণীর উপর অত্যাচার, অমানবিকতার চরম। ভাইরাল ভিডিও দেখে এমনটাই বলছেন ‘পশুপ্রেমী’ থেকে শুরু করে সাধারণ Read more

Shane Warne Passes Away: মদ-সিগারেট-মাংস, শেন ওয়ার্নকে শেষশ্রদ্ধা জানাতে তাঁর ‘পছন্দের’ জিনিসগুলিই আনছেন ভক্তরা
Shane Warne Passes Away: মদ-সিগারেট-মাংস, শেন ওয়ার্নকে শেষশ্রদ্ধা জানাতে তাঁর ‘পছন্দের’ জিনিসগুলিই আনছেন ভক্তরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলার মাঠে তিনি যতই বিপক্ষের ত্রাস হোন না কেন, ব্যক্তিগত জীবনে শেন ওয়ার্ন ছিলেন রীতিমতো বর্ণময়। Read more

সাত মাসে ৪ রাজ্যে হার, চাপ নাড্ডার উপর! খাড়গে সভাপতি হতেই সাফল্যের সরণিতে কংগ্রেস
সাত মাসে ৪ রাজ্যে হার, চাপ নাড্ডার উপর! খাড়গে সভাপতি হতেই সাফল্যের সরণিতে কংগ্রেস

নন্দিতা রায়, নয়াদিল্লি: হিমাচলের পর দক্ষিণের একমাত্র দুর্গ কর্ণাটক (Karnataka)। ভরাডুবি হয়েছে গেরুয়া শিবিরের। ভোট বিপর্যয়ের আগুনে জ্বলছে রাজধানীর দীনদয়াল Read more