COVID-19 Restriction: কড়া বিধিনিষেধের মেয়াদ বাড়ল রাজ্যে, শর্তসাপেক্ষে ছাড় মেলা ও বিয়ের অনুষ্ঠানে

মলয় কুণ্ডু: রাজ্যের করোনা (Coronavirus) পরিস্থিতি নিয়ন্ত্রণে বছরের শুরুতেই বিধিনিষেধ জারি করেছিল নবান্ন। সেই বিধিনিষেধের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করল রাজ্য সরকার। তবে বেশকিছু ছাড় দেওয়া হয়েছে। 
শনিবার নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্য কার্যকর বিধিনিষেদের (COVID-19 Restriction) মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হল। তবে মেলা এবং বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে নিয়মবিধি শিথিল করা হয়েছে। 
[আরও পড়ুন: ১০ মাস আগেই বিয়ে করেছিলেন রেলকর্মী, ট্রেন দুর্ঘটনা কাড়ল প্রাণ, পরিবারের পাশে অগ্নিমিত্রা]

কী ছাড় রয়েছে মেলার ক্ষেত্রে?
নবান্ন জানিয়েছে, খোলা জায়গায় কোভিডবিধি (COVID-19) মেনে মেলার আয়োজন করা যেতে পারে। তবে সরকারি বিধিনিষেধ মানতে হবে মেলা কর্তৃপক্ষকে। যা দেখে ওয়াকিবহাল মহলের ধারনা, আন্তর্জাতিক কলকাতা বইমেলা হতে আর কোনও বাধা রইল না। 
এদিকে রাজ্যে বিয়ের মরশুম শুরু হচ্ছে। অথচ করোনা পরিস্থিতিতে সরকারি নিয়ম মেনে এতদিন সর্বাধিক ৫০ জনকে নিমন্ত্রণ করা যেত। ফলে মাথায় হাত পড়েছিল অনেকেরই। লাটে উঠেছিল ক্যাটারিং ব্যবসা। তাঁদের কথা মাথায় রেখে বিয়ের অনুষ্ঠানে জমায়েতে ছাড় দিল রাজ্য সরকার। ৫০ জনের বদলে সর্বাধিক ২০০ জনকে আমন্ত্রণ জানানো যাবে। অথবা ম্যারেজ হলের ৫০ শতাংশ পর্যন্ত লোকজনকে আমন্ত্রণ করা যাবে। 
[আরও পড়ুন: COVID-19: উদ্বেগ বাড়িয়ে দেশে একদিনে সংক্রমিত ২.৬৮ লক্ষ, ওমিক্রন আক্রান্ত ৬ হাজার পার]
তবে পুরনো নিয়ম মেনেই বন্ধ থাকছে স্কুল-কলেজ-সহ যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি-বেসরকারি অফিসে হাজিরা থাকছে ৫০ শতাংশ। ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাত ১০টা পর্যন্ত চলবে ট্রেন। নিয়ম মেনে খুলবে শপিং মল, বার-রেস্তরাঁ, সিনেমা হল। ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে খোলা থাকবে সাঁলো-পার্লারও। তবে রাত্রিকালীন কারফিউ জারি থাকছে রাজ্যে। মাস্ক ছাড়া রাস্তায় বেরনো চলবে না। নিয়ম ভাঙলে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
প্রায় প্রতিদিনই নতুন করে সংক্রমণের রেকর্ড ভাঙছে রাজ্য। যার জেরে বিশেষজ্ঞদের একাংশ মনে করছিলেন এবার হয়তো আরও কড়া বিধিনিষেধ জারি হতে চলেছে বাংলায়। আতঙ্কিত ছিল রাজ্যবাসীও। তবে মেলা ও বিয়ে বাড়ির ক্ষেত্রে ছাড় দিয়ে রাজ্যবাসীর সেই আশঙ্কা দূর করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। 

Source: Sangbad Pratidin

Related News
‘আইএসএলে যোগ্যতার চেয়ে বেশি অর্থ পায় ফুটবলাররা’, শহরে বসে বিস্ফোরক টিম ইন্ডিয়ার কোচ স্টিমাচ
‘আইএসএলে যোগ্যতার চেয়ে বেশি অর্থ পায় ফুটবলাররা’, শহরে বসে বিস্ফোরক টিম ইন্ডিয়ার কোচ স্টিমাচ

দুলাল দে: আইএসএলে ভারতীয় ফুটবলারদের মান এখনও পর্যন্ত সেই উচ্চতায় পৌঁছয়নি বলে জাতীয় দলের পারফরম্যান্স ভাল হচ্ছে না। এমনই মনে Read more

ICC ODI World Cup 2023: অশ্বিনকে সোশাল মিডিয়াতে আক্রমণ করে অহেতুক বিতর্কে লক্ষ্মণ! এরপর কী হল…
ICC ODI World Cup 2023: অশ্বিনকে সোশাল মিডিয়াতে আক্রমণ করে অহেতুক বিতর্কে লক্ষ্মণ! এরপর কী হল…

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) কি সৌভাগ্যবান! নাকি যোগ্য ক্রিকেটার হিসেবেই টিম ইন্ডিয়ার (Team India) বিশ্বকাপ (ICC Read more

বাজেটের সাত-পাঁচ ও আমরা
বাজেটের সাত-পাঁচ ও আমরা

সর্বত্রই দারিদ্রের কান্না, কর্মহীনতা, মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি। পাঁচতারা হোটেল থেকে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের প্রত্যন্ত দ্বীপ- সব জায়গায় দেখি, মানুষ দিশাহারা। Read more

‘উনি আছেন বলেই বুকে বল পাচ্ছি’, সালানপুরে মীনাক্ষীকে পাশে নিয়ে মনোনয়নে বাম প্রার্থীরা
‘উনি আছেন বলেই বুকে বল পাচ্ছি’, সালানপুরে মীনাক্ষীকে পাশে নিয়ে মনোনয়নে বাম প্রার্থীরা

শেখর চন্দ্র, আসানসোল: হাতে আর মাত্র একটা দিন। আদালতে দরবার করেও পাওয়া যায়নি অতিরিক্ত সময়। ১৫ জুনের মধ্যেই শেষ হচ্ছে Read more

প্রায় ১ লক্ষ ৯৬৮ কোটি টাকা বকেয়া রাজ্যের, মোদির সঙ্গে বৈঠকে প্রাপ্য হিসেব বুঝিয়ে দিলেন মমতা
প্রায় ১ লক্ষ ৯৬৮ কোটি টাকা বকেয়া রাজ্যের, মোদির সঙ্গে বৈঠকে প্রাপ্য হিসেব বুঝিয়ে দিলেন মমতা

সংবাদ প্রতিদিন ব্যুরো: রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা, পাওনা অর্থ আদায়, কেন্দ্রীয় এজেন্সির ‘অতিসক্রিয়তা’-সহ একাধিক ইস্য়ু নিয়ে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Read more

‘ইনফেকশন হয়ে গিয়েছিল’, মহালয়ায় ভারচুয়াল পুজো উদ্বোধনে পায়ের সমস্যা জানালেন মুখ্যমন্ত্রী
‘ইনফেকশন হয়ে গিয়েছিল’, মহালয়ায় ভারচুয়াল পুজো উদ্বোধনে পায়ের সমস্যা জানালেন মুখ্যমন্ত্রী

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: মহালয়া থেকেই কলকাতার নামীদামি পুজোগুলির দ্বারোদ্ঘাটন হয়ে যায় মুখ্যমন্ত্রীর হাত ধরে। কিন্তু এবছর ব্যতিক্রম। পায়ে চোট নিয়ে প্রায় Read more