ভাঙা শরীর আর পথে নামে না, তবু সক্রিয় কুমুদ-বেণু-জয়ন্তরা

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: প্রবাদ আছে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। সাতাত্তরের দরজায় এসে ভাঙা শরীরে দাঁড়িয়ে আছেন যে ত্রয়ী রাজনীতিক, তাঁরাও চাইছেন বঙ্গ রাজনীতিতে যেন কখনওই
সাম্প্রদায়িকতার বিষবাষ্প না ঢোকে।
তাঁদের একজন কুমুদ ভট্টাচার্য। অবিভক্ত রাজ্য কংগ্রেসের ছাত্র পরিষদের শেষ রাজ্য সভাপতি। দ্বিতীয়জন প্রদেশ কংগ্রেসের দীর্ঘদিনের সহসভাপতি দেবব্রত বসু তথা বেণুদা। দুই হাঁটু বদলেও যতটা চনমনে ছিলেন, কোভিড পরবর্তী ক্রনিক আমাশায় কোমর থেকে শরীর বেঁকে ঝুঁকে যাওয়ার পরও তরতাজা। এর পরও ইচ্ছে দিল্লিতে রাজনীতি করার। তৃতীয়জন জয়ন্ত ভট্টাচার্য। যিনি নিজেকে সব কিছু থেকে সরিয়ে রেখেছেন। দু’বারের সাংসদ। কিন্তু বর্তমান রাজনীতির প্রতি বিতৃষ্ণ। পারকিনসনস ও আংশিক অ্যালঝাইমারে কাবু। মাঝে আধ্যাত্মিক জগৎ টেনেছিল। তাঁর বিশ্বাস ছাত্র রাজনীতি আরও ক্ষুরধার হবে। 
বেণু বসুর বাড়ি পূর্ব কলকাতার সুভাষ সরোবরের কাছে সুরেন সরকার রোডে। বুস্টার ডোজ নিয়েছেন সম্প্রতি। এই ভাঙা শরীরে মাসদুয়েক আগে প্রদেশ কংগ্রেস অফিস বিধানভবনে গিয়েছিলেন হাজিরা দিতে। এআইসিসি জানতে পেরেছিল পদাধিকারীদের অনেকেই ‘বেজায় ফাঁকি’ দিচ্ছেন। সেই হালতে বেণুদাকে দেখে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি তো হাঁ! পরে বাড়ি গিয়ে খোঁজ নেন। বলতে বলতেই বিছানা ছেড়ে উঠে হাত উল্টে বললেন, “এই তো পারছি!” এই শরীরে দিল্লি যাবেন? উত্তরে পাল্টা প্রশ্ন, “কেন নয়?” বললেন, “একদিন ঠিক হবই। রাহুল গান্ধী চিঠি দিয়েছেন আমায়। ফের রাজনীতি করব। দিল্লি যেতে পারলেই কেল্লাফতে। দলটাকে আবার দাঁড় করাতে হবে।”
[আরও পড়ুন: ‘দোষ স্বীকার করুক KMRCL’, বউবাজারে মেট্রো প্রকল্পে বিভ্রাটের ঘটনায় ক্ষুব্ধ ফিরহাদ]
‘বেণুদার’ কথা শুনে স্মৃতিমেদুর বেহালার বাসিন্দা কুমুদবাবু। “আমরা প্রায় একই বয়সি”- বলে চলেন প্রিয়-সুব্রত-কুমুদ ত্রয়ীর তৃতীয়জন। দু’-দু’বার বাইপাস সার্জারির ধাক্কা নিয়েও অকপট, একরোখা কুমুদ রাজনীতি থেকে অবসর নিয়েছেন ২০০৫-এ। সিঙ্গুর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে দলে বিরাগভাজন হয়েছিলেন। তবু সিদ্ধান্ত থেকে সরেননি। “আমি চিরকালই এই। একবার যা বলি, ঠিক হোক বা ভুল, সেই পথেই থাকি”-বলছেন কুমুদবাবু। তার পর থেকেই কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ে। শেষে পদত্যাগ। দলের সঙ্গে দূরত্ব বাড়লেও প্রাক্তন সহকর্মীদের সঙ্গে দূরত্ব নেই। বললেন, “আমায় লোকে বেশ ভয় করত। প্রিয়দা একদিন বললেন, ভুল হচ্ছে কুমুদ। লোকে তোকে ভয় করবে কেন? তাহলে সকলের নেতা হবি কী করে? সকলের সঙ্গে সহজ হতে হবে।”
প্রিয়-সুব্রত-কুমুদের সঙ্গে সোমেন মিত্রকেও গুরু মেনেছিলেন জোড়াসাঁকোর সিংহিবাগানের বর্তমান বাসিন্দা জয়ন্ত ভট্টাচার্য। প্রথমে তমলুক লোকসভা থেকে জয়ী। পরের বার কংগ্রেস আর তৃণমূলের সমর্থনে রাজ্যসভার নির্দল সাংসদ। সোমেনবাবুর হাত ধরে ফের কংগ্রেসে ফেরা। বর্তমান রাজনীতি নিয়ে তাঁর নানা প্রশ্ন। আক্ষেপ, “রাজনীতি থেকে সরে আসা ভুল ছিল।” তবে কি সক্রিয় রাজনীতিতে ফিরবেন? “রাজনীতির বাইরে কেউ হয় নাকি? যা বলছি সেসব তো সক্রিয় রাজনীতির কথা। তিন বছর আগেও সোমেনদাকে দৈনিক রিপোর্ট করতাম”- ছোট্ট জবাব। ক’দিন আগে বাজার করতেও তাঁকে দেখেছেন স্থানীয়রা। শেষ ক’দিন একেবারে ঘরবন্দি। 
[আরও পড়ুন: প্রতারণার পর্দাফাঁস, কলকাতায় তিনটি ভুয়ো কল সেন্টার থেকে সিআইডি’র জালে ২০ জন]

Source: Sangbad Pratidin

Related News
অভিনব প্রতিবাদ গোবরডাঙায়, জমা জলে বসে নোংরা জলেই স্নান বিজেপি কর্মীর!
অভিনব প্রতিবাদ গোবরডাঙায়, জমা জলে বসে নোংরা জলেই স্নান বিজেপি কর্মীর!

অর্ণব দাস, বারাসত: একদিকে ডেঙ্গুর চোখরাঙানি, অন্যদিকে জল যন্ত্রণায় জেরবার গোবরডাঙ্গার বাসিন্দা। বারবার অবিযোগ জানিয়ে কোনও লাভ হয়নি। তাই এবার Read more

‘ভারাক্রান্ত মনে একনাথ শিণ্ডেকে মুখ্যমন্ত্রী মানতে বাধ্য হয়েছি’, মহারাষ্ট্রের BJP সভাপতির মন্তব্যে শোরগোল
‘ভারাক্রান্ত মনে একনাথ শিণ্ডেকে মুখ্যমন্ত্রী মানতে বাধ্য হয়েছি’, মহারাষ্ট্রের BJP সভাপতির মন্তব্যে শোরগোল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনিচ্ছা সত্ত্বেও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে একনাথ শিণ্ডেকে (Eknath Shinde) মেনে নিতে বাধ্য হয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব। Read more

মঙ্গোলিয়ার বিরুদ্ধে সহজ জয়, দুরন্ত ছন্দে ইন্টার কন্টিনেন্টাল কাপে যাত্রা শুরু সুনীলদের
মঙ্গোলিয়ার বিরুদ্ধে সহজ জয়, দুরন্ত ছন্দে ইন্টার কন্টিনেন্টাল কাপে যাত্রা শুরু সুনীলদের

ভারত: ২ (ছাংতে, সাহাল) মঙ্গোলিয়া: ০ সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠে নামার আগে ধারে ও ভারে প্রতিপক্ষের থেকে অনেকটাই এগিয়েছিলেন Read more

ফের মুকুটে নয়া পালক, কঠিন সময়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে থাকায় স্কচ পুরস্কার জয়ী বাংলা
ফের মুকুটে নয়া পালক, কঠিন সময়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে থাকায় স্কচ পুরস্কার জয়ী বাংলা

নব্যেন্দু হাজরা: ফের রাজ্যের মুকুটে নয়া পালক। প্রাকৃতিক বিপর্যয় এবং করোনা অতিমারীর সময়েও ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পাশে থাকার পুরস্কার Read more

ব্রুকের অনবদ্য সেঞ্চুরির সাক্ষী ইডেন, রিঙ্কু-রানার লড়াইতেও জয় অধরা কেকেআরের
ব্রুকের অনবদ্য সেঞ্চুরির সাক্ষী ইডেন, রিঙ্কু-রানার লড়াইতেও জয় অধরা কেকেআরের

সানরাইজার্স হায়দরাবাদ: ২২৮/৪ (ব্রুক-১০০*, মারক্রাম-৫০, রাসেল-২২/৩) কলকাতা নাইট রাইডার্স: ২০৫/৭ (রানা-৭৫, রিঙ্কু-৫৮*) ২৩ রানে জয়ী সানরাইজার্স হায়দরাবাদ সংবাদ প্রতিদিন ডিজিটাল Read more

বিহারের নিষিদ্ধ পল্লির ৪০ স্ত্রীর একজনই স্বামী রূপচাঁদ! পরিচয় জানলে অবাক হবেন
বিহারের নিষিদ্ধ পল্লির ৪০ স্ত্রীর একজনই স্বামী রূপচাঁদ! পরিচয় জানলে অবাক হবেন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন লোকের কত জন স্ত্রী হতে পারে? পাঁচ, দশ, পনেরো? দাঁড়ান দাঁড়ান। সম্প্রতি বিহারে (Bihar) জাতিগত Read more