নন্দনে অনীক দত্তর ‘অপরাজিত’ শো না পাওয়ায় ক্ষুব্ধ শ্রীলেখা, এবার কী বলবেন ‘নেত্রী’ সায়নী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নন্দন’, ‘রাধা’র মতো সিনেমা হলে শো পায়নি অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ (Aparajito)। তা নিয়ে সোচ্চার হয়েছেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra), জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের (Joyjit Banerjee) মতো তারকারা।
শুক্রবারই মুক্তি পেয়েছে অনীক দত্ত (Anik Dutta) পরিচালিত ‘অপরাজিত’। ‘পথের পাঁচালী’ তৈরি করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সত্যজিৎ রায়কে। সেই কাহিনিই ছবিতে তুলে ধরেছেন পরিচালক। সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনয় করেছেন জিতু কমল (Jeetu Kamal)। তাঁর স্ত্রী বিজয়া রায় হিসেবে দেখা যাবে সায়নী ঘোষকে (Saayoni Ghosh)। সিনেমার খাতিরে চরিত্রদের নামে বদল আনা হয়েছে।
এমন বিষয়বস্তু নিয়ে তৈরি ছবি ‘নন্দন’ এবং ‘রাধা’র মতো সিনেমা হলে শো পায়নি। এর বিরুদ্ধে ফেসবুকে সরব রয়েছেন শ্রীলেখা মিত্র। অভিনেত্রী লেখেন, “অনীক দত্তর ‘অপরাজিত’ ছবিটিকে নন্দন এবং রাধা সিনেমা হলে শো দেওয়া হয়নি। কারণ অবশ্যই জানা। এবার টলিউডের মানুষজন এবং যাঁরা বাংলা সিনেমাকে বাঁচান বলে গলা ফাটিয়েছিলেন, তাঁদের কাছে আমার বিনীত অনুরোধ এই সিস্টেমের বিরুদ্ধে গিয়ে অনীক দত্তর পাশে, বাংলা সিনেমার পাশে দাঁড়ান তাহলে বুঝবো। নাহলে জানতো, ভণ্ডামি না দেখিয়ে রিল তৈরি করুন। সব জানা আছে। সরি সকাল সকাল এমন পোস্ট দিলাম, মাথাটা গরম হয়ে যায় চারদিকের অন্যায়গুলো দেখতে দেখতে, আর কিছু সিলেক্টিভ বিদ্রোহীদের দেখে। ফেউ।”

[আরও পড়ুন: ২ মাসের অন্তঃসত্ত্বা ক্যাটরিনা! নতুন ছবির শুটিং পিছিয়ে যেতেই গুঞ্জন শুরু]
অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় লেখেন, “যে নেত্রী (অভি) আগেরবার পরিচালকের পাশে দাঁড়িয়ে আন্দোলন করেছিলেন সেই নেত্রী(অভি) কি এবারও আন্দোলন করবেন ছবিটি নন্দন আর রাধা প্রেক্ষাগৃহে দেখাচ্ছে না বলে — তিনি তো এবারও অভিনয় করেছেন???!!! দেখা যাক।”

এই প্রসঙ্গে কোনও মন্তব্য না করলেও ফেসবুকের দীর্ঘ বিবৃতির মধ্যে সায়নী ঘোষ লেখেন, “বাংলায় অনেক বাংলা ছবি একসাথে রিলিজ হয়, সেটার ভাল দিক যেমন আছে, কিছু অসুবিধে ও রয়েছে।। সেই নিয়ে নাহয় পরে কথা হবে।। তবে আজ অপরাজিত মুক্তি পাচ্ছে, এত গ্ল্যামারাস, অ্যাকশনবেসড, থ্রিলার, রমকমের মধ্যে আমাদের ছবিটি একটি নিপাট সহজ সরল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। সত্যজিৎ নামে কিংবদন্তির প্রতি আন্তরিক শ্রদ্ধার্ঘ্য। প্রত্যেকটি বাংলা ছবি হলে গিয়ে দেখুন। আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করুন।”

[আরও পড়ুন: বস্তাপচা গল্পে রণবীরের অভিনয়ই একমাত্র প্রাপ্তি, পড়ুন ‘জয়েশভাই জোরদার’ ছবির রিভিউ]

Source: Sangbad Pratidin

Related News
অবশেষে দানিশ আলির উদ্দেশে করা মন্তব্যে সুর নরম, ‘অনুতপ্ত’, জানালেন রমেশ বিধুরি
অবশেষে দানিশ আলির উদ্দেশে করা মন্তব্যে সুর নরম, ‘অনুতপ্ত’, জানালেন রমেশ বিধুরি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভায় বিজেপি (BJP) সাংসদ রমেশ বিধুরির ‘অশালীন’ মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছিল কয়েক মাস আগে। অবশেষে Read more

ODI World Cup 2023: ‘এই মুহূর্তে বিশ্বসেরা বুমরাহই’, ভারতের তারকা বোলারকে নিয়ে উচ্ছ্বসিত আক্রম
ODI World Cup 2023: ‘এই মুহূর্তে বিশ্বসেরা বুমরাহই’, ভারতের তারকা বোলারকে নিয়ে উচ্ছ্বসিত আক্রম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জশপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) উচ্ছ্বসিত প্রশংসা করলেন প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রম (Wasim Akram)। এই মুহূর্তে Read more

‘বিরোধিতা ভুলে দেশের হয়েই কথা বলা দরকার’, মার্কিন কংগ্রেসে রাহুলকে তোপ মোদির
‘বিরোধিতা ভুলে দেশের হয়েই কথা বলা দরকার’, মার্কিন কংগ্রেসে রাহুলকে তোপ মোদির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতই মতানৈক্য থাক, বিদেশের মাটিতে দাঁড়িয়ে তা ভুলে গিয়ে দেশের হয়ে কথা বলা উচিত। মার্কিন কংগ্রেসে Read more

প্রদেশ কংগ্রেস সভাপতি পদে কে? পুজোর পর ভাগ্য নির্ধারণ অধীরের
প্রদেশ কংগ্রেস সভাপতি পদে কে? পুজোর পর ভাগ্য নির্ধারণ অধীরের

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: নির্বাচন কমিটির নয়া সিদ্ধান্তে ভাগ্য নির্ভর করছে অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury)। তিনি আর কতদিন প্রদেশ সভাপতি Read more

যাত্রীকে চড়-থাপ্পড়, বুকে লাথি মারল বাসের কন্ডাকটর! ভিডিও দেখলে শিউড়ে উঠবেন
যাত্রীকে চড়-থাপ্পড়, বুকে লাথি মারল বাসের কন্ডাকটর! ভিডিও দেখলে শিউড়ে উঠবেন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার সোশ্যাল মিডিয়া জুড়ে হঠাৎই একটি ভিডিও ছড়িয়ে পড়ল। যা দেখে রীতিমতো শিউড়ে উঠতে হয়। এমনটা Read more

১০০ ডায়ালে ফোন করেও শেষরক্ষা হল না, উদ্ধার কেন্দ্রীয় সরকারি আধিকারিকের দেহ
১০০ ডায়ালে ফোন করেও শেষরক্ষা হল না, উদ্ধার কেন্দ্রীয় সরকারি আধিকারিকের দেহ

নিরুফা খাতুন: মর্মান্তিক পরিণতি কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ আধিকারিকের। রবিবার দক্ষিণ কলকাতার বাড়ি থেকে উদ্ধার হল তাঁর ঝুলন্ত দেহ (Hanging body)। Read more