গোবিন্দ রায়: নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি কলকাতা হাই কোর্টের। আগামী ১৭ জুন পর্যন্ত বহাল থাকবে স্থগিতাদেশ। পাশাপাশি ২০১৬ সালের SLST উর্ত্তীর্ণদের নম্বর প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
নবম ও দশমের শিক্ষক নিয়োগের মূল প্যানেল এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করলেও সেখানে নামের পাশে কোনও নম্বর দেওয়া হয়নি। সেখানেই সমস্যার সূত্রপাত। অভিযোগ ওঠে, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে ব্যর্থ হয়েছে এসএসসি। প্রশ্ন ওঠে, কেন নম্বর প্রকাশ করা হল না। এরপরই প্যানেলে দুর্নীতির অভিযোগ তোলেন চাকরিপ্রার্থীরা। অস্বচ্ছতার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন চাকরীপ্রার্থী সোমা সিনহা। সেই মামলাতেই এদিন রায় দিল আদালত।
ওই মামলায় এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় SLST-এর প্যানেল এবং ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের তালিকা নম্বর-সহ রাজ্যকে প্রকাশের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি অনলাইন অ্যাপ্লিকেশনগুলিও আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। ২১ মে-এর মধ্যে নম্বর বিভাজন প্রকাশের নির্দেশ বিচারপতির। পাশাপাশি নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি কলকাতা হাই কোর্টের।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin