বারাণসীর জ্ঞানবাপী মসজিদে জারি থাকবে ভিডিও সার্ভে, জানিয়ে দিল আদালত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারাণসীর (Varanasi) কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে অবস্থিত জ্ঞানবাপী মসজিদের (Gyanvapi Mosque) ভিতরে ভিডিও সার্ভে অব্য়াহত থাকবে। বৃহস্পতিবার এমনই নির্দেশ স্থানীয় আদালতের। গত শুক্রবার এই সার্ভে শুরু হলেও তা বাধাপ্রাপ্ত হয়। মসজিদের ভিতরে ভিডিও সার্ভে চালানো নিয়েই তৈরি হয়েছিল সমস্যা। এই পরিস্থিতিতে আদালত জানিয়ে দিল, এই সার্ভে চালানো যাবে। তবে আদালত জানিয়েছে ১৭ মে’র মধ্যে সার্ভের রিপোর্ট জমা দিতে হবে। এবং ওই সার্ভের দায়িত্বে থাকা কমিশনার অজয় মিশ্রকেও সরানো হবে না বলে জানিয়েছে আদালত। তবে ওই কমিশনারের সঙ্গে আরও একজনকে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। 
উল্লেখ্য, জ্ঞানবাপী মসজিদ চত্বরে মা শৃঙ্গার গৌরী স্থলে পুজো করার আবেদন জানিয়েছিলেন পাঁচজন মহিলা। গত একবছর ধরেই ওই অঞ্চলটি খুলে দেওয়া হয়েছে প্রার্থনা করার জন্য। কিন্তু ওই মহিলাদের আবেদন ছিল, তাঁরা চান ওই পুরনো মন্দির চত্বরের অন্যান্য দেববিগ্রহের সামনেও প্রার্থনা করতে। গত এপ্রিলে এই বিষয়ে একটি তদন্তের নির্দেশ দেয় আদালত।
[আরও পড়ুন: অভিষেককে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ কেন? কয়লা পাচার মামলায় সুপ্রিম ভর্ৎসনার মুখে ইডি]
গত শুক্রবারই মসজিদের ভিতরে শুরু হয়েছিল ভিডিও সার্ভে। কিন্তু এই ভিডিও সার্ভেতে আপত্তি তোলেন মসজিদ কমিটির সদস্য ও তাদের আইনজীবীরা। তাঁরা জানান, মসজিদের মধ্যে কোনও রকম ভিডিওগ্রাফি করা যাবে না। কিন্তু পিটিশন দাখিলকারীদের আইনজীবীরা বলেন, তাঁরা যা করছেন আদালতের নির্দেশ মেনেই। সেই মামলারই শুনানি ছিল। ভিডিও সার্ভে অব্যাহত রাখার নির্দেশে নিঃসন্দেহে ‘জয়ী’ হলেন হিন্দুত্ববাদীরা। 
প্রসঙ্গত, কাশী বা বারাণসীর বিখ্যাত বিশ্বনাথ মন্দিরের গায়েই রয়েছে জ্ঞানবাপী মসজিদ। ঐতিহাসিকদের একাংশের মতে, একাধিকবার বিদেশি হানাদারদের হামলায় ক্ষতিগ্রস্ত হয় মন্দিরটি। ১৬৬৯ সালে মূল মন্দিরটি দখল করে জ্ঞানবাপী মসজিদ তৈরি করেন মোঘল বাদশাহ ঔরঙ্গজেব। এখনও মসজিদের দেওয়ালে হিন্দু দেবদেবীর ছবি দেখা যায়। অষ্টাদশ শতকে হিন্দুদের আবেগকে মান্যতা দিয়ে মসজিদের কাছেই আজকের বিশ্বনাথ মন্দিরটি তৈরি করেন মারাঠা রাজ্য মালওয়ার রানি অহল্যাবাই হোলকর।
[আরও পড়ুন: PUBG খেলতে খেলতে প্রেম-যৌনতা! বিবাহিত প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ, নিস্তার পেতে আদালত যুবক]

Source: Sangbad Pratidin

Related News
Russia-Ukraine War: বাড়ছে পুতিনের অস্বস্তি, ইউক্রেন যুদ্ধে আরেক রুশ কমান্ডারের মৃত্যু
Russia-Ukraine War: বাড়ছে পুতিনের অস্বস্তি, ইউক্রেন যুদ্ধে আরেক রুশ কমান্ডারের মৃত্যু

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে ২৮ দিনে পা দিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War)। এখনও লড়াই থামার কোনও নাম নেই। Read more

রাহুলের ছেড়ে আসা ওয়ানড়ে উপনির্বাচনের তোড়জোড় শুরু কমিশনের, ধন্দে রাজনৈতিক মহল
রাহুলের ছেড়ে আসা ওয়ানড়ে উপনির্বাচনের তোড়জোড় শুরু কমিশনের, ধন্দে রাজনৈতিক মহল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীর (Rahul Gandhi) ছেড়ে আসা ওয়ানড় লোকসভা কেন্দ্রে হঠাতই উপনির্বাচনের তোড়জোড় শুরু করে দিল নির্বাচন Read more

Abhishek Banerjee: ‘১ কোটি চিঠি দিন, দিল্লি থেকে ১০০ দিনের টাকা ছিনিয়ে আনব’, হুঙ্কার অভিষেকের
Abhishek Banerjee: ‘১ কোটি চিঠি দিন, দিল্লি থেকে ১০০ দিনের টাকা ছিনিয়ে আনব’, হুঙ্কার অভিষেকের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০০ দিনের কাজ প্রকল্পের বকেয়া টাকা আদায় করতে দিল্লিতে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন অভিষেক Read more

সংসদে তৃণমূলের ‘বকেয়া’ বাণ, পালটা বিজেপির অস্ত্র ‘চুরি’
সংসদে তৃণমূলের ‘বকেয়া’ বাণ, পালটা বিজেপির অস্ত্র ‘চুরি’

নন্দিতা রায়, নয়াদিল্লি: রাজ্যের প্রাপ্য মেটানোর দাবি তুলতেই তৃণমূলকে তীব্র আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর। শীতকালীন অধিবেশনের প্রথমদিনই তৃণমূল- বিজেপি সাংসদদের তরজায় Read more

Satish Kaushik: একদিন আগেই মেতেছিলেন হোলি সেলিব্রেশনে, সতীশ কৌশিকের প্রয়াণ মানতে পারছে না বলিউড
Satish Kaushik: একদিন আগেই মেতেছিলেন হোলি সেলিব্রেশনে, সতীশ কৌশিকের প্রয়াণ মানতে পারছে না বলিউড

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একগাল হাসি। চোখে রোদচশমা। গালে আবির। দোলের দিন ঠিক এভাবেই জাভেদ আখতার এবং তাঁর স্ত্রী শাবনা Read more

জয় জগন্নাথ, মা হওয়ার সুখবর দিয়েই পুরী ছুটলেন শুভশ্রী, সঙ্গী কে?
জয় জগন্নাথ, মা হওয়ার সুখবর দিয়েই পুরী ছুটলেন শুভশ্রী, সঙ্গী কে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সন্ধে নাগাদই অনুরাগীদের জানিয়েছেন দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুভশ্রীর তরফ থেকে সুখবর Read more