দিলীপকে ‘ব্ল্যাকআউট’ সুকান্ত-অমিতাভদের! নেপথ্যে কেন্দ্রীয় নেতৃত্বের বার্তা? গেরুয়া শিবিরে জোর জল্পনা

স্টাফ রিপোর্টার: দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ‘ব্ল্যাকআউট’ করলেন দলের সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী! পিছনে কি দিল্লির বার্তা? চর্চা শুরু হয়েছে বঙ্গ বিজেপিতে (BJP)। বিক্ষুব্ধ শিবিরের অভিযোগ, অমিতাভ চক্রবর্তীর নির্দেশেই সব কিছু করা হচ্ছে। অথচ সোমবার রাজ্য দপ্তরেই শুধু নয়, জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়েও কবিগুরুকে শ্রদ্ধা জানান দিলীপ ঘোষ। সেই ছবি নিজের ফেসবুকে দিয়েছেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি। কিন্তু বিজেপি ওয়েস্ট বেঙ্গল-এর ফেসবুক পেজে কেন নেই দলের সর্বভারতীয় সহ-সভাপতির কবিপ্রণামের ছবি? তাঁকে বাদ দেওয়ার কারণ কী? তাহলে কি অমিতাভ চক্রবর্তীরা ‘ব্ল্যাক আউট’ করলেন দিলীপ ঘোষকে? এর পিছনে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের বার্তা রয়েছে বলে অনুমান।
রাজ্য বিজেপি দপ্তরে কবিগুরুকে শ্রদ্ধা জানান দলের সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ, প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, দলের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। অনুষ্ঠানের ছবি ফেসবুক, টুইটারে পোস্ট করেন অমিতাভ চক্রবর্তী (Amitava Chakraborty)। সেখানেও দিলীপবাবুর ছবি বাদ রয়েছে। বালুরঘাটেও কবিগুরুকে শ্রদ্ধা জানান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই ছবিও অমিতাভবাবু সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। রাজ্য বিজেপির ফেসবুক পেজেও দেখা গিয়েছে, রাজ্য দপ্তরে রবীন্দ্রনাথের (Rabindranath Tagore) ছবিতে শ্রদ্ধার জানানোর কর্মসূচিতেও দিলীপ ঘোষ অনুপস্থিত। এমন ব্ল্যাক-আউটে ক্ষোভ আছড়ে পড়ছে আদি বিজেপির অন্দরে।
[আরও পড়ুন: শক্তি কিছুটা হারাল ‘অশনি’, বঙ্গের উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস]
দু’দিনের রাজ্য সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রাধান্য দিয়েছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumder) ও শুভেন্দু অধিকারীকে। যেটা কারও নজর এড়ায়নি। সুকান্ত ও শুভেন্দুই অমিত শাহর সঙ্গে হেলিকপ্টারে সর্বক্ষণের সফরসঙ্গী ছিলেন। শুধু তাই নয়, ভিক্টোরিয়ার অনুষ্ঠান ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজে কিংবা রাতে নিউটাউনের হোটেলে দলের কোর গ্রুপকে নিয়ে যে বৈঠক করেন শাহ, সেখানেও ডাক পাননি দিলীপ। বঙ্গ সফরে দলের বিক্ষুব্ধ শিবিরের হয়ে সওয়াল করা দলের সর্বভারতীয় সহ-সভাপতিকে কি নম্বর দিলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? মালব‌্যকে পছন্দ নয়, ‘সিনিয়র লিডার’ চাই এমন দাবিও প্রকাশ্যে বলেছেন দিলীপ। সুকান্তর অভিজ্ঞতা কম বলেও মন্তব‌্য করেছিলেন। অথচ কোর গ্রুপের বৈঠকে ছিলেন সেই মালব‌্য-সুকান্ত-শুভেন্দুরা।
[আরও পড়ুন: পাঞ্জাব পুলিশের গোয়েন্দা দপ্তরে বিস্ফোরণ, জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী]
তাহলে কি ‘টিম অমিতাভ’র পিছনে দিল্লির (Delhi) সমর্থন রয়েছে? এর আগেও চুঁচুড়ায় দলের মিছিলে সুকান্ত-দিলীপ-লকেট একসঙ্গে হাঁটেন। সেক্ষেত্রেও অমিতাভ শুধু সুকান্তর ছবি দিয়েছিলেন। দিলীপ ও লকেটের ছবি দেননি। ফের দিলীপের ছবি বাদ দেওয়ায় অনেকেই মনে করছেন দিল্লির সংকেত রয়েছে।

Source: Sangbad Pratidin

Related News
ধেয়ে আসছে একের পর এক মিসাইল, ইজরায়েলের বিপদ বাড়াচ্ছে কে?
ধেয়ে আসছে একের পর এক মিসাইল, ইজরায়েলের বিপদ বাড়াচ্ছে কে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলকে লক্ষ্য করে একের পর ব্যালেস্টিক মিসাইল ছুঁড়ছে ইয়েমেনের সশস্ত্র হাউথি গোষ্ঠী। অন্যদিকে, লেবাননের হেজবোল্লাও আক্রমণাত্মক। Read more

Coronavirus: দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ, এই রাজ্যগুলিতে বাধ্যতামূলক হচ্ছে মাস্ক
Coronavirus: দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ, এই রাজ্যগুলিতে বাধ্যতামূলক হচ্ছে মাস্ক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা। পরপর দু’দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছিল ৬ হাজার। রবিবার সেই সংক্রমণ Read more

নাবালিকা বোনকে বেচে দিয়েছে বাবা! পুলিশের দ্বারস্থ দিদি
নাবালিকা বোনকে বেচে দিয়েছে বাবা! পুলিশের দ্বারস্থ দিদি

রমনী বিশ্বাস, তেহট্ট: টাকার বিনিময়ে নিজের তেরো বছরের মেয়েকে বিক্রি করে দেওয়ার অভিযোগ বাবার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্টের Read more

স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে মেয়েকে লাগাতার ধর্ষণ! গ্রেপ্তার হয়ে শ্রীঘরে ‘বাবা’
স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে মেয়েকে লাগাতার ধর্ষণ! গ্রেপ্তার হয়ে শ্রীঘরে ‘বাবা’

সুকুমার সরকার, ঢাকা: দিনের পর দিন স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে নিজের মেয়েকে লাগাতার ধর্ষণ! অবশেষে স্ত্রীর তৎপরতাতেই গ্রেপ্তার Read more

গাড়ির হেডলাইট জ্বলা নিয়ে বচসা, সেনাকর্মীর চড়ে প্রাণ গেল প্রৌঢ়ের!
গাড়ির হেডলাইট জ্বলা নিয়ে বচসা, সেনাকর্মীর চড়ে প্রাণ গেল প্রৌঢ়ের!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাড়ির হেডলাইট জ্বলা নিয়ে বচসা। তার জেরে প্রৌঢ়কে চড় মারেন এক সেনাকর্মী। মাটিতে লুটিয়ে পড়েন প্রৌঢ়। Read more

আমেরিকার নাগরিক হতে চান গোতাবায়া রাজাপক্ষে! গ্রিন কার্ডের আবেদন নিয়ে জল্পনা তুঙ্গে
আমেরিকার নাগরিক হতে চান গোতাবায়া রাজাপক্ষে! গ্রিন কার্ডের আবেদন নিয়ে জল্পনা তুঙ্গে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনরোষ এড়াতে গত মাসে দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার (Sri Lanka) প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksa)। এই Read more