Prithviraj Trailer: বীরত্বের গাথা ‘পৃথ্বীরাজ’, ট্রেলারে রাজকীয় মেজাজে অক্ষয়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়পর্দায় বীরত্বের গাথা নিয়ে আসছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। তাঁর বিপরীতেই বলিউডে সফর শুরু করছেন প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার (Manushi Chhillar)। টিজার আগেই প্রকাশ্যে এসেছিল। এবার প্রকাশিত হল ‘পৃথ্বীরাজ’ ছবির ট্রেলার (Prithviraj Trailer)। 

ট্রেলারে একাবারে রাজকীয় মেজাজে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে। সম্রাট পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ছবিতে সংযুক্তার ভূমিকায় অভিনয় করছেন মানুষী চিল্লার। প্রথম ছবিতেই বলিউডের খিলাড়ির সঙ্গে জুটি বেঁধে নজর কেড়েছেন তিনি। সংযুক্তা ও পৃথ্বীরাজের প্রেম কাহিনিও এ ছবির অন্যতম আকর্ষণ। 
[আরও পড়ুন: ১০০ দিনের যুদ্ধে জয়, হাসপাতাল থেকে মেয়েকে বাড়ি আনলেন প্রিয়াঙ্কা, প্রকাশ্যে ছবি]
অক্ষয়-মানুষী ছাড়াও ছবিতে বীর যোদ্ধা  কাকা কানহার ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। সোনু সুদ (Sonu Sood) রয়েছেন চাঁদ বরদাইয়ের ভূমিকায়। ব্রজভাষায় ‘পৃথ্বীরাজ রসো’ তিনিই রচনা করেছিলেন। তাঁর এই লেখনি সাহিত্যপ্রেমীদের কাছে অমূল্য সম্পদ। মহম্মদ ঘোরী হিসেবে ছবিতে অভিনয় করেছেন মানব ভিজ। এছাড়াও ট্রেলারে দেখা গিয়েছে আশুতোষ রাণা, সাক্ষী তনওয়ারের মতো তারকাকে। 

২০১০ সালেই ‘পৃথ্বীরাজ’ ছবির চিত্রনাট্য লিখে ফেলেছিলেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। শোনা যায়, তখন তাঁর পৃথ্বীরাজ হিসেবে পছন্দ ছিল সানি দেওলকে। আর সংযুক্তার ভূমিকায় ঐশ্বর্য রাই বচ্চনকে ভেবেছিলেন পরিচালক। কিন্তু তা সম্ভব হয়নি। তারপর বহু বছর ছবির জন্য কোনও প্রযোজক পাননি দ্বিবেদী। শেষে ২০১৮ সালে ছবিটি প্রযোজনা করতে রাজি হয় যশরাজ ফিল্মস।

পৃথ্বীরাজ হিসেবে অভিনয় করতে রাজি হন অক্ষয় কুমার। নিজের ৫২তম জন্মদিনে ছবিতে অভিনয় করার কথা সোশ্যাল মিডিয়ায় জানান অক্ষয়। নায়িকা হিসেবে মানুষী চিল্লারকে বাছা হয়।  আগামী ৩ জুন মুক্তি পাবে ছবিটি। হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগু ভাষায় দেখা যাবে সম্রাট পৃথ্বীরাজ চৌহানের কাহিনি। 

[আরও পড়ুন: হিন্দু দেবদেবীর ‘অবমাননা’য় অভিযুক্ত মুনোয়ারই জিতলেন কঙ্গনার ‘লক আপ’ শো]

Source: Sangbad Pratidin

Related News
লক্ষ্য অরিজিৎ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ, মধ্যমগ্রাম থেকে হেঁটে জিয়াগঞ্জ পৌঁছলেন যুবক!
লক্ষ্য অরিজিৎ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ, মধ্যমগ্রাম থেকে হেঁটে জিয়াগঞ্জ পৌঁছলেন যুবক!

সাবিরুজ্জামান, লালবাগ: স্বপ্ন একবারের জন্য হলেও অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করা। তাই মধ্যমগ্রাম থেকে পায়ে হেঁটে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ পৌঁছলেন দীপ Read more

WB Civic Polls 2022: রাজ্যের ৪ পুরনিগমের ভোটের ফলপ্রকাশ কবে? বিজ্ঞপ্তি জারি করে দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের
WB Civic Polls 2022: রাজ্যের ৪ পুরনিগমের ভোটের ফলপ্রকাশ কবে? বিজ্ঞপ্তি জারি করে দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের

শুভঙ্কর বসু: আগামী ১২ ফেব্রুয়ারি বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি পুরনিগমে ভোট। ফলপ্রকাশ কবে হবে, তা নিয়ে ধোঁয়াশা জারি ছিল। Read more

WB Civic Polls 2022: দার্জিলিংয়ে গণতন্ত্র ফেরায় খুশি মমতা, পঞ্চায়েত ভোট না হওয়ায় কেন্দ্রকে তোপ
WB Civic Polls 2022: দার্জিলিংয়ে গণতন্ত্র ফেরায় খুশি মমতা, পঞ্চায়েত ভোট না হওয়ায় কেন্দ্রকে তোপ

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: রাজ্যের পুরনির্বাচনে (West Bengal Municipal Election) ঘাসফুলের রমরমা। দার্জিলিংয়ে তৃণমূলের দখলে ২টি ওয়ার্ড। পুরভোটে ব্যাপক জয়ের দিনে পাহাড়ে Read more

কান্নার ব্যবসা! কড়ি ফেললে চোখও মুছিয়ে দেবে সুপুরুষ যুবক, কোন দেশে?
কান্নার ব্যবসা! কড়ি ফেললে চোখও মুছিয়ে দেবে সুপুরুষ যুবক, কোন দেশে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কান্না ভাড়া করার বিষয়টা ভারতে নতুন না। রাজস্থানের মরু অঞ্চলের ‘রুদালী’দের কথা বলি ছবির সূত্রে গোটা Read more

‘কোরান পোড়ানো বেআইনি নয়’, বিতর্কের আগুনে ঘৃতাহুতি ন্যাটো প্রধানের
‘কোরান পোড়ানো বেআইনি নয়’, বিতর্কের আগুনে ঘৃতাহুতি ন্যাটো প্রধানের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুইডেনে কোরান পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে বিতর্ক। ঘটনার নিন্দায় সরব হয়েছে মুসলিম দেশগুলি। এবার সেই Read more

নিরাপত্তা নিয়ে আশঙ্কা, অনুব্রতর ভারচুয়াল শুনানির দাবি আসানসোল জেল কর্তৃপক্ষের
নিরাপত্তা নিয়ে আশঙ্কা, অনুব্রতর ভারচুয়াল শুনানির দাবি আসানসোল জেল কর্তৃপক্ষের

শেখর চন্দ্র, আসানসোল: গরু পাচার কাণ্ডে জেল হেফাজতে থাকা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) নিরাপত্তা নিয়ে আশঙ্কা। ভারচুয়ালি দাপুটে তৃণমূল নেতার Read more