IPL 2022: ব্যাটে-বলে বিধ্বংসী চেন্নাই, সম্মানরক্ষার লড়াইয়ে ‘শিষ্য’কে হারালেন ‘গুরু’ ধোনি

চেন্নাই সুপার কিংস: ২০৮/৬ (ঋতুরাজ-৪১, কনওয়ে-৮৭, নখিয়া-৪২/৩)
দিল্লি ক্যাপিটালস: ১১৭/১০ (মার্শ-২৫, পন্থ-২১, মঈন-১৩/৩)
৯১ রানে জয়ী চেন্নাই সুপার কিংস
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলে প্লে অফের রাস্তা কার্যত বন্ধই হয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংসের। তাই নতুন করে নেতৃত্বের ভার নিয়ে মহেন্দ্র সিং ধোনি এখন লড়ছেন দলের সম্মান রক্ষার্থে। আর সুপার সানডে-তে সেই লড়াইয়ে হাসতে হাসতেই ‘শিষ্য’ ঋষভকে হারিয়ে দিলেন তিনি। নির্ধারিত ২০ ওভারের আগেই গুটিয়ে গেল দিল্লি ক্যাপিটালস।
করোনার চোখ রাঙানি এড়িয়ে এবার দেশের মাটিতেই বসেছে আইপিএলের (IPL 2022) আসর। তা সত্ত্বেও মারণ ভাইরাসের কবল থেকে সুরক্ষিত থাকতে পারেনি দিল্লি শিবির। আগে এক ক্রিকেটার-সহ একাধিক স্টাফ সংক্রমিত হয়েছিলেন। এদিনও ম্যাচ শুরুর আগে ফের জানা যায়, এক নেট বোলার কোভিড পজিটিভ। তার উপর জ্বর হওয়ায় হাসপাতালে ভরতি পৃথ্বী শ। এমন পরিস্থিতিতে দলের মনোবলে সাময়িক ধাক্কা লাগাটাই স্বাভাবিক। উলটোদিকের দলটার অবশ্য এখন একটাই লক্ষ্য। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো জেতা। আর সেই লক্ষ্যেই আরও একধাপ এগোলেন ক্যাপ্টেন কুল।
[আরও পড়ুন: দোষ কি শুধুই ম্যানেজমেন্টের? আইপিএলে কেকেআরের হতশ্রী পারফরম্যান্সের ৫ কারণ]
এবারের টুর্নামেন্টে ধোনি অধিনায়ক হওয়ার পরই চেন্নাইয়ের দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ও কনওয়ের দুরন্ত পার্টনারশিপে হায়দরাবাদের বিরুদ্ধে এসেছিল জয়। এদিনও ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন তাঁরা। তাঁদের ১১০ রানের পার্টনারশিপে ভর করেই দিল্লির বিরুদ্ধে পাহাড় প্রমাণ রানে পৌঁছে যায় সিএসকে। শিবম দুবে ফেরেন ৩২ রান করে। অম্বতি রায়ডু ব্যর্থ হলেও ধোনি ধামাকা থেকেও বঞ্চিত হননি দর্শকরা। একটি চার ও জোড়া ওভার বাউন্ডারি হাঁকিয়ে মাত্র ৮ বলে ২১ রান করে অপরাজিত থাকেন ধোনি। একা তিনটে উইকে তুলে নেন নখিয়া। যদিও ততক্ষণে স্কোরবোর্ডে দু’শোর গণ্ডি পেরিয়ে গিয়েছে চেন্নাই।

MO reasons to #WhistlePodu #CSKvDC #Yellove pic.twitter.com/UwI4dNWRxg
— Chennai Super Kings (@ChennaiIPL) May 8, 2022

তবে শুধু ব্যাটাররাই নন, এদিন জয়ের সমান কৃতিত্ব প্রাপ্য বোলারদেরও। মঈন আলি, সিমারজিৎ সিং, মুকেশ চৌধুরীদের ঝোড়ো বোলিংয়ের সামনে টিকতেই পারলেন না ওয়ার্নার, মার্শ, পন্থরা। দুরন্ত ছন্দে থাকা পওয়েলও (৩) এদিন ব্যর্থ। শেষে শার্দূল ঠাকুর (২৪) খানিকটা চেষ্টা করলেও ততক্ষণে ম্যাচ হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। ৪ ম্যাচে আট পয়েন্ট নিয়ে আপাতত তালিকার ৮ নম্বরে ধোনির দল। আর এই ম্যাচ হেরে দিল্লির প্লে অফে পৌঁছনোর রাস্তা আরও কঠিন হয়ে উঠল। 
[আরও পড়ুন: বড় জয় বিরাটদের, সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে মধুর প্রতিশোধ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের]

Source: Sangbad Pratidin

Related News
ভাড়ায় পাওয়া যায় কনস্টেবল থেকে ইন্সপেক্টর, ৩৩ হাজার টাকা দিলে মিলবে আস্ত থানাও!
ভাড়ায় পাওয়া যায় কনস্টেবল থেকে ইন্সপেক্টর, ৩৩ হাজার টাকা দিলে মিলবে আস্ত থানাও!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কনস্টেবল থেকে ইন্সপেক্টর, সব ভাড়া পাওয়া যায়। এমনকী চাইলে ভাড়া নিতে পারেন আস্ত থানাও। নকল পুলিশের Read more

‘যাঁরা বলত বাংলায় দুর্গাপুজো হয় না, তাঁরাই এখন উদ্বোধনে আসছেন’, শাহকে কটাক্ষ অভিষেকের
‘যাঁরা বলত বাংলায় দুর্গাপুজো হয় না, তাঁরাই এখন উদ্বোধনে আসছেন’, শাহকে কটাক্ষ অভিষেকের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপলক্ষ ছিল তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যা প্রকাশ। সেই অনুষ্ঠানে গিয়েই নাম না করে কেন্দ্রীয় Read more

মিথ্যে মাদক মামলায় কাউকে জড়ালে জরিমানা দিতে হবে পুলিশকে, রায় হাই কোর্টের
মিথ্যে মাদক মামলায় কাউকে জড়ালে জরিমানা দিতে হবে পুলিশকে, রায় হাই কোর্টের

গোবিন্দ রায়: মিথ্যে মাদক মামলায় (False drug case)দোষী সাব্যস্ত হলে পুলিশকর্মীকেই জরিমানা দিতে  হবে। মঙ্গলবার এক কংগ্রেস কর্মীর দায়ের করা Read more

রাজস্থান রক্ষায় হাতে-হাত গেহলট-পাইলটের! বিজেপির বিরুদ্ধে এককাট্টা লড়াই
রাজস্থান রক্ষায় হাতে-হাত গেহলট-পাইলটের! বিজেপির বিরুদ্ধে এককাট্টা লড়াই

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: কর্ণাটকের জয়ে যেন কংগ্রেসে ‘মরা গাঙে বান এসেছে’। কিছুদিন আগে পর্যন্ত বলা হত শতাব্দীপ্রাচীন দলে বছর হয় Read more

‘নাবালিকার পায়ুদ্বারে তরল ঢালা যৌন নির্যাতন নয়’,বম্বে হাই কোর্টের নির্দেশে বিতর্ক
‘নাবালিকার পায়ুদ্বারে তরল ঢালা যৌন নির্যাতন নয়’,বম্বে হাই কোর্টের নির্দেশে বিতর্ক

নয়াদিল্লি: সাত বছরের এক নাবালিকার সঙ্গে অস্বাভাবিক যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্তকে জামিন দিল বম্বে হাই কোর্ট (Bombay High Court)। সঙ্গে Read more

আইসিসির ক্রিকেট কমিটিতে লক্ষ্মণ, ২০২৫ সালের মহিলা ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে
আইসিসির ক্রিকেট কমিটিতে লক্ষ্মণ, ২০২৫ সালের মহিলা ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির সঙ্গে জুড়ে গেল ভিভিএস লক্ষ্মণের নাম। পুরুষদের ক্রিকেট কমিটিতে ক্রিকেটারদের Read more