বিপর্যয় অব্যাহত শ্রীলঙ্কায়, রাজপথে গ্যাসের সিলিন্ডার লুট ক্ষুব্ধ জনতার!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চরম দুরবস্থা অব্যাহত শ্রীলঙ্কায় (Sri Lanka)। দেউলিয়া হয়ে যাওয়া দেশে নেই জ্বালানি, বিদ্যুৎ। জরুরি পরিষেবা পাচ্ছেন না দ্বীপরাষ্ট্রের বাসিন্দারা। কিছুতেই যেন কাটছে না অচলাবস্থা। শনিবারই ফের দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। এই পরিস্থিতিতে রবিবার কলম্বোর রাজপথে রান্নার গ্যাস ভরতি ট্রাক লুট করতে দেখা গেল আমজনতাকে। মানুষের ক্ষোভ ও অসহায়তা কোন জায়গায় পৌঁছেছে তা ফের পরিষ্কার হয়ে গেল এই ঘটনায়।
গত মাসেই শ্রীলঙ্কা প্রশাসন পরিষ্কার করে দেয়, ঋণদাতাদের অর্থ ফেরত দেওয়া সম্ভব নয় তাদের পক্ষে। নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে তারা। এই পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাবে ধুঁকছে শ্রীলঙ্কা। এদিন রাস্তায় বহু মানুষকে দেখা যায় নীলরঙা গ্যাস সিলিন্ডার নিয়ে স্থানীয় এক দোকানের সামনে লাইন দিতে। গ্যাস না থাকায় তাঁরা পথেই ফাঁকা সিলিন্ডার সাজিয়ে পথ অবরোধ করেন। পরে সিলিন্ডার ভরতি ট্রাক এলে রীতিমতো লুটপাট চালিয়ে সব সিলিন্ডার সেখান থেকে তুলে নিয়ে যান তাঁরা।
[আরও পড়ুন: ‘মুসলিমদের কলঙ্ক’, কমলা অন্তর্বাস পরা ছবি পোস্ট করে কটাক্ষের শিকার নুসরত]
শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করতে পারেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, গোতাবায়া রাজাপক্ষে নাকি ভাইকে পদ ছাড়তে অনুরোধ করেছেন। শেষ পর্যন্ত সত্য়িই মাহিন্দা পদত্যাগ করেন কি না সেটাই দেখার।
এদিকে শনিবারই পাঁচ সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের জন্য দ্বীপরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষিত হয়েছে। মনে করা হচ্ছে সরকার বিরোধী বিক্ষোভ যেভাবে বাড়তে শুরু করেছে, সেইদিকে তাকিয়েই এই সিদ্ধান্ত। খোদ প্রেসিডেন্টেরই এক মুখপাত্রের দাবি, আইনের কড়া প্রয়োগ করতেই এই পদক্ষেপ করেছেন গোতাবায়া।
গত শুক্রবারই বিক্ষোভরত পড়ুয়াদের একটি মিছিল জাতীয় সংসদের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করেছিল। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। জরুরি অবস্থা জারি হওয়ার প্রশাসনের আগ্রাসন আরও প্রবল হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
[আরও পড়ুন: ফের এক বলে শূন্য! ১৪ বছরের ব্যর্থতার নজির এক মরশুমেই ছুঁলেন বিরাট]

Source: Sangbad Pratidin

Related News
কোরিয়ান ভাষায় তৈরি হবে ‘দৃশ্যম’, নায়ক অস্কারজয়ী ‘প্যারাসাইট’ সিনেমার অভিনেতা
কোরিয়ান ভাষায় তৈরি হবে ‘দৃশ্যম’, নায়ক অস্কারজয়ী ‘প্যারাসাইট’ সিনেমার অভিনেতা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিমেকের জোরেই নতুন মাইলস্টোন ছুঁয়ে ফেলতে চলেছে সুপারহিট থ্রিলার ছবি ‘দৃশ্যম’ (Drishyam)। মালয়ালম এই সিনেমা প্রথমে Read more

বাংলাদেশে ডেঙ্গুর তাণ্ডব, এখনও পর্যন্ত মৃত ৭৭৮
বাংলাদেশে ডেঙ্গুর তাণ্ডব, এখনও পর্যন্ত মৃত ৭৭৮

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে কিছুতেই থামছে না ডেঙ্গুর তাণ্ডব। ক্রমে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি! এখনও পর্যন্ত এই রোগের কামড়ে Read more

‘হিন্দি নয়, তামিলে কথা বলো!’, মঞ্চে স্ত্রী সায়রাকে নির্দেশ এ আর রহমানের, ভিডিও ভাইরাল
‘হিন্দি নয়, তামিলে কথা বলো!’, মঞ্চে স্ত্রী সায়রাকে নির্দেশ এ আর রহমানের, ভিডিও ভাইরাল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিল ভাষাতেই কথা বলতে সবচেয়ে বেশি পছন্দ করেন সংগীত পরিচালক এ আর রহমান। তাই সুযোগ পেলে Read more

ফ্রান্সের নয়া ভ্যারিয়েন্ট IHU কতটা বিপজ্জনক? অবশেষে মুখ খুলল WHO
ফ্রান্সের নয়া ভ্যারিয়েন্ট IHU কতটা বিপজ্জনক? অবশেষে মুখ খুলল WHO

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হুড়মুড় করে বাড়ছে করোনা (Corona Virus) সংক্রমণ। সুপার স্প্রেডার হয়ে দেখা দিয়েছে ভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রন Read more

Coronavirus: দেশে একদিনে করোনায় মৃত ৫৭ জন, সামান্য কমল দৈনিক আক্রান্ত
Coronavirus: দেশে একদিনে করোনায় মৃত ৫৭ জন, সামান্য কমল দৈনিক আক্রান্ত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে নিয়ন্ত্রণে আসার ইঙ্গিত দিচ্ছে করোনা ভাইরাস। পরপর দু’দিন দেশে এই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যাটা ১০ Read more

১০০ দিনের কাজের বকেয়া নিয়ে ছড়ানো হচ্ছে ‘ভুল তথ্য’! কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর
১০০ দিনের কাজের বকেয়া নিয়ে ছড়ানো হচ্ছে ‘ভুল তথ্য’! কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

গৌতম ব্রহ্ম: ১০০ দিনের কাজ নিয়ে রাজ্য-কেন্দ্র চাপানউতোর চলছেই। গ্রামবাংলার প্রান্তিক কৃষক-শ্রমিকদের প্রাপ্য আদায়ে দিল্লির দরবারে তৃণমূলের বড়সড় আন্দোলনের পরও Read more