সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক গানেই একেবারে সুপারহিট। বীরভূম থেকে একেবারে বিলেত। দেশের সীমানা ছাড়িয়ে বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের গানের প্রশংসায় এখন গোটা দুনিয়া। আর এবার সেই ভুবন বাদ্যকরের সুপারহিট কাঁচা বাদাম গানে নেচে উঠলেন বলিউড ডিভা মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। পাশে অভিনেতা রীতেশ দেশমুখকে নিয়ে ভাইরাল হওয়া নাচের স্টেপেই কোমর দোলালেন মাধুরী! সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল!
‘ডান্স দিওয়ানে’ রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনে থেকে বহুদিন ধরেই দর্শকদের মন জয় করছেন বলিউডের ধক ধক গার্ল। এই শোয়ে যখনই কোনও বলিউডের অন্য তারকারা আসেন, মাধুরী তাঁদের সঙ্গে নানা মজায় মেতে ওঠেন। সম্প্রতি মাধুরীর এই শোয়ে হাজির হয়েছিলেন অভিনেতা রীতেশ দেশমুখ। রীতেশকে সঙ্গে পেয়ে মাধুরী মেতে উঠলেন ‘কাঁচা বাদামে’র তালে (Kacha Badam)।
এই নাচের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে মাধুরী লিখলেন, ‘দারুণ মজা পেয়েছি এটা করে। রীতেশ তোমাকে ধন্যবাদ আমাকে সঙ্গ দেওয়ার জন্য!’
কয়েকদিন আগেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে মাধুরী দীক্ষিত অভিনীত প্রথম ওয়েব সিরিজ ফাইন্ডিং অনামিকা। এই সিরিজে মাধুরী অভিনয় দেখে মুগ্ধ হয়েছে তাঁর অনুরাগীরা। ছোটপর্দা, ওটিটির পাশাপাশি বেশ কয়েকটি ছবিও সই করেছেন মাধুরী। তবে সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই মাধুরী নানা কীর্তি আপলোড করে অনুরাগীদের জমিয়ে রেখেছেন। কয়েক দিন আগে মাধুরী বাংলার এক রিয়্যালিটি শোয়ে এসে সুচিত্রা সেনের বেশ কয়েকটি গানে পারফর্ম করেছিলেন।
View this post on Instagram
A post shared by Madhuri Dixit (@madhuridixitnene)
[আরও পড়ুন: ‘কারও আর্থিক সাহায্য পাইনি, চাইও না!’ ভুয়ো খবর নিয়ে মুখ খুললেন অভিষেকের স্ত্রী]
অন্যদিকে, টলিউড সুপারস্টার জিতের সঞ্চালনায় শুরু হওয়া নতুন রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’তে স্ত্রীকে হাজির হয়েছিলেন ভুবন বাদ্যকর। এই শোয়ে এসে নিজের জীবনের ওঠা-পড়ার গল্পও সবাইকে শুনিয়েছেন ভুবন। কীভাবে তৈরি হল তাঁর কাঁচা বাদাম গান, সেই গল্পও শুনিয়ে ছিলেন সবার প্রিয় ‘বাদাম কাকু’।
[আরও পড়ুন: অস্কারের মঞ্চে সঞ্চালককে চড় ঘিরে সরগরম বিনোদুনিয়া, এবার মুখ খুললেন স্মিথের স্ত্রী ]
Source: Sangbad Pratidin