ইস্তফা নিয়ে জল্পনার মধ্যেই সেনাপ্রধানের সঙ্গে বৈঠক ইমরান খানের, জরুরি অবস্থার দিকে পাকিস্তান?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদে সংখ্যালঘু হয়ে যাওয়ার পরও কি ইস্তফা দিচ্ছেন না ইমরান খান (Imran Khan)? নতুন করে জল্পনা শুরু হয়ে গেল পাকিস্তানে। শোনা যাচ্ছে, চারিদিক দিয়ে কোণঠাসা হওয়া সত্ত্বেও এখনই ইস্তফা দিচ্ছেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী। অন্তত তাঁর গতিবিধি সেদিকেই ইঙ্গিত করছে। বুধবার বিকালেই জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা ছিল ইমরান খানের। মনে করা হচ্ছিল ওই ভাষণেই ইস্তফার কথা ঘোষণা করতে পারেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ওই ভাষণ বাতিল করেছেন ইমরান। এর মধ্যে একাধিক ঘটনা ঘটে গিয়েছে ইসলামাবাদে। 
পাকিস্তান সংসদে ইতিমধ্যেই সংখ্যালঘু হয়ে গিয়েছে ইমরান সরকার। অন্যতম জোটসঙ্গী এমকিউএম-পি বা মুত্তাহিদা কউমি মুভমেন্ট (MQM-P) পাকিস্তানের পর বুধবার ইমরান সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে বালোচিস্তান আওয়াম পার্টিও। কিন্তু তাতেও ইস্তফা দিতে নারাজ ইমরান খান। উলটে তিনি যেনতেন প্রকারে ক্ষমতায় টিকে থাকার চেষ্টায় আছেন। পাক সংবাদমাধ্যমে গুঞ্জন, ঘুরপথে ক্ষমতায় টিকে থাকতে জরুরি অবস্থাও জারি করতে পারেন পাক প্রধানমন্ত্রী।
[আরও পড়ুন: ভারতের কত শতাংশ মানুষ সংখ্যালঘু? মুসলিমের সংখ্যা কত? চমকপ্রদ পরিসংখ্যান কেন্দ্রের]
সরকার সংখ্যালঘু হয়ে যাওয়ার পর নিজের দল পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের (PTI) নেতাদের সঙ্গে গোপনে বৈঠক করে চলেছেন ইমরান খান। ইতিমধ্যেই মন্ত্রিসভার জরুরি বৈঠক করেছেন তিনি। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলে এদিন পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল বাজওয়া। আইএসআইয়ের (ISI) ডিজি নাদিম অঞ্জুমও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। জল্পনা ছিল, সেনাপ্রধান এবং আইএসআই প্রধানের সঙ্গে আলোচনার পর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ইস্তফার কথা ঘোষণা করবেন পাক প্রধানমন্ত্রী। কিন্তু সেটা তিনি করলেন না। প্রথমে বলা হয়েছিল ইমরান জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিকেল ৫ টায়। তারপর সেই সময় পিছিয়ে বলা হল ৫টা নয়, সন্ধে ছ’টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন পাক প্রধানমন্ত্রী। তারপর সেটা আরও পিছিয়ে করা হল সন্ধে ৭টা। ততক্ষণে বাজওয়া ইমরান বৈঠক চলছে। বৈঠক শেষ হওয়ার পর জানিয়ে দেওয়া হল পাক প্রধানমন্ত্রী আজ কোনও ভাষণ দেবেন না। যার অর্থ আজ অন্তত ইমরান খানের ইস্তফা দেওয়ার জল্পনায় ইতি পড়ে গেল। উলটে উসকে গেল জরুরি অবস্থা জারির জল্পনা।
[আরও পড়ুন: লাগাতার বাড়ছে পেট্রল-ডিজেলের দাম, হাইড্রোজেন চালিত গাড়িতে সংসদে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী]
কারণ জাতির উদ্দেশে ভাষণ বাতিল করে পাকিস্তানের প্রধানমন্ত্রী নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠক করেছেন ইমরান খান। তারপর ডেকেছেন বিশেষ মন্ত্রসভার বৈঠক। বলা হচ্ছে, পাকিস্তানের সরকারের ফেলার ষড়যন্ত্র হচ্ছে দেশের বাইরে থেকে। এসবের মধ্যেই আবার ইমরান খানের ঘনিষ্ঠ মন্ত্রী ফাওয়াদ হুসেন আবার হুঙ্কার দিয়েছেন, ইমরান খান ইস্তফা দেবেন না। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করবেন।

Source: Sangbad Pratidin

Related News
COVID-19: ভিনদেশে করোনার দাপটের জের! ১৮ ঊর্ধ্ব সকলকেই বুস্টার ডোজ দেওয়ার ভাবনা কেন্দ্রের
COVID-19: ভিনদেশে করোনার দাপটের জের! ১৮ ঊর্ধ্ব সকলকেই বুস্টার ডোজ দেওয়ার ভাবনা কেন্দ্রের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিশ্বের বিভিন্ন প্রান্তে মাথাচাড়া দিচ্ছে মারণ করোনা ভাইরাস। দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ইউরোপের একাধিক দেশে চোখ Read more

‘মুখ্যমন্ত্রী বলেছেন, আপনি ভাল কাজ করছেন, চালিয়ে যান’, ভরা এজলাসে দাবি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
‘মুখ্যমন্ত্রী বলেছেন, আপনি ভাল কাজ করছেন, চালিয়ে যান’, ভরা এজলাসে দাবি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

রাহুল রায়: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে (Abhijit Gangopadhyay)  নিজের কাজ চালিয়ে যেতে বলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার এক Read more

বারো লাখি গাড়ি উপহার ‘বুলা’কে! দুর্নীতিতে ধৃত কনস্টেবলকে জেরা করে তাজ্জব তদন্তকারীরা
বারো লাখি গাড়ি উপহার ‘বুলা’কে! দুর্নীতিতে ধৃত কনস্টেবলকে জেরা করে তাজ্জব তদন্তকারীরা

অর্ণব আইচ: দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের বান্ধবী কোথায়? এবার এই প্রশ্নের উত্তর পেতে চাইছেন রাজ‌্য পুলিশের দুর্নীতি দমন শাখার Read more

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা বিটি রোডে, মৃত ৩ বাইক আরোহী
সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা বিটি রোডে, মৃত ৩ বাইক আরোহী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের গতির বলি। রবিবার সকালে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে জোড়া পথ দুর্ঘটনা। আগরপাড়ায় মৃত্যু হয়েছে তিনজনের। নিউটাউনে Read more

বুস্টার ডোজের থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশি ‘সক্ষম’ ওমিক্রন! দাবি নয়া গবেষণায়
বুস্টার ডোজের থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশি ‘সক্ষম’ ওমিক্রন! দাবি নয়া গবেষণায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’বছর অতিক্রান্ত। তা সত্ত্বেও বিশ্বের বিভিন্ন প্রান্তে এখনও দাপট দেখিয়ে চলেছে করোনা ভাইরাস। তবে আগের তুলনায় Read more

বঞ্চনার অভিযোগের মধ্যেই কেন্দ্রীয় প্রকল্পের ২০০ কোটি টাকা এল রাজ্যের কোষাগারে
বঞ্চনার অভিযোগের মধ্যেই কেন্দ্রীয় প্রকল্পের ২০০ কোটি টাকা এল রাজ্যের কোষাগারে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনার বকেয়া এখনও মেটেনি। তবে এর মধ্যে শিক্ষাক্ষেত্রে সুখবর পেল রাজ্য। Read more