সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি (ICC) টেস্ট ক্রমতালিকায় নিচে নেমে গেলেন টিম ইন্ডিয়ার দুই স্তম্ভ রোহিত শর্মা এবং বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার তারকার আইপিএলে (IPL 2022) খেলতে ব্যস্ত থাকায় ক্রমতালিকায় অন্যদের থেকে পিছিয়ে পড়তে হচ্ছে তাদের। যদিও ভারতীয় দলের বোলাররা নিজেদের জায়গা ধরে রাখছে পেরেছেন।
Major changes in the latest @MRFWorldwide ICC Men’s Player Rankings for Tests and ODIs
More https://t.co/MsmAFEH2gG pic.twitter.com/5Cr3GbWccp
— ICC (@ICC) March 30, 2022
আইসিসির সর্বশেষ টেস্ট Ranking অনুযায়ী টেস্টে ব্যাটারদের তালিকায় ভারত অধিনায়ক নেমে গিয়েছেন অষ্টম স্থানে। এর আগে তিনি ছিলেন সপ্তম স্থানে। অস্ট্রেলিয়ার উসমান খোয়াজা রোহিতের (Rohit Sharma) উপরে উঠে গিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে অনবদ্য পারফরম্যান্সের জেরে একলাফে ৬ ধাপ উঠে সপ্তম স্থানে রয়েছেন খোয়াজা। টেস্ট ক্রমতালিকায় প্রথম দশের অপর ভারতীয় প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। ৭৪২ রেটিং পয়েন্ট নিয়ে তিনি দশম স্থানে রয়েছেন। এর আগে তিনি ছিলেন নবম স্থানে।
[আরও পড়ুন: নর্থ ম্যাসিডোনিয়াকে হারাতেই পাকা হল টিকিট, পঞ্চমবারের জন্য বিশ্বকাপে রোনাল্ডো]
আইসিসি বোলারদের ক্রমতালিকায় আগের মতোই প্রথম দশে রয়েছেন দুই ভারতীয়। রবিচন্দ্রন অশ্বিন ধরে রেখেছেন দ্বিতীয় স্থান। বুমরাহও (Jasprit Bumrah) আগের মতো রয়েছেন চতুর্থ স্থানে। অন্যদিকে অল-রাউন্ডারদের তালিকায় এখনও শীর্ষে জাদেজা। আইসিসি ওয়ানডে ক্রমতালিকায় বিরাট কোহলি রয়েছেন দ্বিতীয় স্থানে। রোহিত শর্মা উঠে এসেছেন চতুর্থ স্থানে। বোলারদের ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন শুধু জশপ্রীত বুমরাহ। তিনি রয়েছেন ষষ্ঠ স্থানে।
[আরও পড়ুন: লখনউয়ের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার! শামিকে শুভেচ্ছা জনপ্রিয় পর্নস্টারের]
এই মুহূর্তে টিম ইন্ডিয়ার সব সদস্যই আইপিএল খেলতে ব্যস্ত। স্বভাবতই ভারত আগামী প্রায় দু’মাস কোনও টেস্ট সিরিজ খেলবে না। কিন্তু ভারত যখন আইপিএলে ব্যস্ত তখনও পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজ চলছে। খেলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডও। যার ফলে আগামী দিনে ভারতীয় তারকাদের আইসিসি ক্রমতালিকায় আরও পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে।
Source: Sangbad Pratidin