Abhishek Banerjee: ব্যক্তিগত কারণে ইডি অফিসে গেলেন না অভিষেক, চলতি সপ্তাহেই তলব সাংসদের স্ত্রী-শ্যালিকাকে

সংবাদ প্রতিদিন ব্যুরো: গত সোমবারই এনফোর্সমেন্ট ডিরেক্টরের (Enforcement Directorate) দপ্তরে হাজিরা দিয়েছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ম্যারাথন জেরার মুখে পড়েছিলেন তিনি। এর পর ফের মঙ্গলবার তাঁকে ডেকেছিল ইডি। কিন্তু ব্যক্তিগত কারণে এদিন দিল্লি যেতে পারেননি তিনি। ইমেল মারফত তা জানিয়েও দিয়েছিলেন ইডিকে। এদিকে চলতি সপ্তাহেই অভিষেক স্ত্রী ও শ্যালিকাকে ডেকে পাঠিয়েছে ইডি।
এদিন সকালে দিল্লিতে ইডির (ED) দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল অভিষেকের। কিন্তু তিনি যেতে পারেননি। সূত্রের খবর, আগামিকাল অর্থাৎ বুধবার সকালে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি। আবার পরশু দিন অর্থাৎ বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীরকেও তলব করেছে ইডি। তাঁরা হাজিরা দেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য,গত সপ্তাহেও রুজিরাকেও তলব করেছিল ইডি। সেই সময়ও তিনি হাজিরা দিতে পারেননি।
[আরও পড়ুন: মাটিয়া ধর্ষণ কাণ্ড: আদালতের নজরদারিতে হোক তদন্ত, জনস্বার্থ মামলা দায়ের হাই কোর্টে]
প্রসঙ্গত, গত সোমবার অর্থাৎ ২১ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় সাড়ে সাত ঘণ্টা ম্যারাথন জেরা করা হয়। কয়লা পাচার কাণ্ডে তাঁকে এর আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সোমবার জিজ্ঞাসাবাদের পর ইডি দপ্তর থেকে বেরিয়ে তৃণমূল সাংসদ যুক্তি সহকারে কয়লা ও গরু পাচার কাণ্ডের দায় চাপান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) উপর। এরপরও ফের তাঁকে ডেকে পাঠানো হয়েছে। ইডি সূত্রে খবর, সোমবারের জিজ্ঞাসাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় সব প্রশ্নের উত্তর দেননি, তাই ফের তলব করা হয়েছিল।
গত সপ্তাহেই অভিষেক জানিয়েছিলেন, রুজিরার ছোট দু’টি সন্তান রয়েছে। তাঁদের বাড়িতে রেখে বারবার দিল্লি আসা সম্ভব হচ্ছে না। বিশেষ করে এই করোনা পরিস্থিতিতে। আগামিকাল অর্থাৎ বুধবার তিনি হাজিরা দেন কি না, সেটাই এখন দেখার। 
[আরও পড়ুন: বাসন্তীতে বোমা বিস্ফোরণ, আগুনে পুড়ল বাড়ি, এলাকায় ব্যাপক আতঙ্ক]

Source: Sangbad Pratidin

Related News
দলে ‘অক্সিজেনের ঘাটতি’! চব্বিশের মহারণের আগে মেগা বৈঠকে নাড্ডা
দলে ‘অক্সিজেনের ঘাটতি’! চব্বিশের মহারণের আগে মেগা বৈঠকে নাড্ডা

নন্দিতা রায়, নয়াদিল্লি: পাখির চোখ ২০২৪ লোকসভা নির্বাচন। সেই লক্ষ্যেই ১৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পদ্ম শিবিরের নেতাদের সঙ্গে বৈঠক Read more

গুরুপ্রণাম! মঞ্চ থেকে নেমে এ আর রহমানের পায় মাথানত করে আশীর্বাদ নিলেন হানি সিং
গুরুপ্রণাম! মঞ্চ থেকে নেমে এ আর রহমানের পায় মাথানত করে আশীর্বাদ নিলেন হানি সিং

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবু ধাবু এখন একেবারেই জমজমাট। প্রায় গোটা বলিউড এখন জড়ো হয়েছে আবু ধাবুতে আইফা পুরস্কারের অনুষ্ঠানে। Read more

বিশ্বের সবচেয়ে বিপজ্জক পজিশনে সঙ্গমই কাল! যুবকের যৌনাঙ্গ ‘ভেঙে’ রক্তারক্তি কাণ্ড
বিশ্বের সবচেয়ে বিপজ্জক পজিশনে সঙ্গমই কাল! যুবকের যৌনাঙ্গ ‘ভেঙে’ রক্তারক্তি কাণ্ড

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক’ সেক্স পজিশন। সঙ্গিনীর সঙ্গে উদ্দাম যৌনতার সময় সেই পোজই বেছে নিয়েছিলেন ৩৭ বছরের Read more

ODI World Cup 2023: ওঁরা খলনায়ক নন, ওঁদের বাড়িতে পাথর ছুড়বেন না প্লিজ
ODI World Cup 2023: ওঁরা খলনায়ক নন, ওঁদের বাড়িতে পাথর ছুড়বেন না প্লিজ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বপ্ন ভাঙল দেশের। স্বপ্নভঙ্গ হল ভারত অধিনায়ক রোহিত শর্মারও। ১৪০ কোটির ভারত স্বপ্নের জাল বুনছিল। কিন্তু Read more

জেলের মধ্যেই সংঘর্ষে মৃত বন্দি, একসঙ্গে ১৫ জনকে ফাঁসির সাজা শোনাল ঝাড়খণ্ডের আদালত
জেলের মধ্যেই সংঘর্ষে মৃত বন্দি, একসঙ্গে ১৫ জনকে ফাঁসির সাজা শোনাল ঝাড়খণ্ডের আদালত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৫ জন বন্দিকে ফাঁসির (Death sentence) সাজা শোনাল ঝাড়খণ্ডের (Jharkhand) পূর্ব সিংভূম জেলা আদালত। ২০১৯ সালে Read more

সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করাই কাল! চুরি গেল ওড়িশার বাগানের আড়াই লাখি আম
সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করাই কাল! চুরি গেল ওড়িশার বাগানের আড়াই লাখি আম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূভারতে এমন আমও (Mango) আছে, যা আমজনতার নাগালের বাইরে। হিমসাগর, ল্যাংড়া, ফজলির মতো বাজারে ঢু মারলেই Read more