সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক জেডিইউ নেতা। চল্লিশ বছর বয়সী ওই জেডিইউ (JDU) নেতার নাম দীপক কুমার মেহতা। সোমবার রাতে পাটনার নিজের বাড়ির সামনেই খুন হন তিনি। পাটনার নাসিরগঞ্জে যেখানে হামলা হয় নেতার উপরে, তার খুব কাছে রয়েছে পুলিশ চৌকি। তারপরেও নেতার হত্যাকাণ্ডের ঘটনায় প্রশ্ন উঠছে পুলিশের বিরুদ্ধে।
নিহত দীপক কুমার মেহতা দানাপুর নগর পরিষদের সহ-সভাপতি ছিলেন। পুলিশ জানিয়েছে, সোমবার রাত সাড়ে দশটা নাগাদ নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন দীপক। ওই সময় আচমকা অজ্ঞাতপরিচয় তিনজন দুষ্কৃতী হামলা চালায়। কাছ থেকে নেতাকে গুলি করে দুষ্কৃতীরা। দ্রুত দীপক কুমার মেহতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসরা জানান তিনি মৃত।
(প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।)
Source: Sangbad Pratidin