সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ঊর্ধ্বমুখী পেট্রোপণ্যের দাম। সোমবার মাঝরাত থেকে ফের লিটার প্রতি পেট্রল (Petrol), ডিজেলের (Diesel) দাম বাড়ল। পেট্রল লিটার প্রতি ৮৩ পয়সা ও ডিজেল ৭০ পয়সা প্রতি লিটারের দামবৃদ্ধি হয়েছে। আর এসবের প্রতিবাদে আজ, মঙ্গলবার কলকাতায় প্রতিবাদ মিছিলে শামিল হচ্ছে তৃণমূল (TMC)। দুপুর তিনটে নাগাদ যুব তৃণমূল ও টিএমসিপি যৌথভাবে মিছিলের আয়োজন করেছে। মিছিলে হাঁটবেন যুবনেত্রী সায়নী ঘোষ ও তৃণমূল ছাত্র পরিষদের শীর্ষ নেতৃত্ব। শুধু পেট্রোপণ্যই নয়, সম্প্রতি ওষুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূ্ল্যবৃদ্ধির প্রতিবাদেও সুর চড়ানো হবে তৃণমূলের এই মিছিল থেকে।
পাঁচ রাজ্যের ভোট মিটতেই সপ্তাহে দুই আগে রান্নার গ্যাসের দাম বাড়িয়েছিল কেন্দ্র। একধাক্কায় তা ৫০ টাকা বেড়েছে। এরপর গত সপ্তাহে টানা ৬ দিনই একটু একটু করে বেড়েছ পেট্রল ও ডিজেলের দাম। সোমবারও ফের এই দুই পেট্রোপণ্যের দামবৃদ্ধির ঘোষণা করা হয়। মাঝরাত থেকে তা কার্যকরও হয়েছে। এর প্রতিবাদে আজই পথে নামার কর্মসূচি নিয়েছে তৃণমূল। জানা গিয়েছে, এদিন দুপুর তিনটে নাগাদ হাজরা মোড় থেকে ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করবে তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) ও যুব তৃণমূল নেতৃত্ব। মিছিলে হাঁটবেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh), টিএমসিপির সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, উত্তর ও দক্ষিণ কলকাতার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin