নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বিধায়কের ছেলের বিরুদ্ধে, রাজস্থানে চাপের মুখে কংগ্রেস

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের (Congress)। দলের অন্দরেও বিক্ষুব্ধদের নিয়ে অসস্তি চরমে। এর মধ্যেই রাজস্থানের (Rajasthan) একটি ধর্ষণের ঘটনায় মুখ পুড়ল অশোক গেহলতের (Ashok Gehlot) নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের। ১৫ বছরের এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রাজস্থানের কংগ্রেস বিধায়কের ছেলে। ঘটনায় ‘সোনার কেল্লার দেশে’ শুরু হয়ে প্রবল রাজনৈতিক বিতর্ক। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে রাজ্য সরকারে বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছে বিজেপি (BJP)। 
নাবালিকা ধর্ষণে (Rape) অভিযোগ দায়ের হয় গত ২০ মার্চে। নির্যাতিতা জানায় তাকে দীপক মিনা নামের এক ব্যক্তি ধর্ষণ করেছে। উল্লেখ্য, দীপক রাজগড় ও আলওয়ারের কংগ্রেস বিধায়ক জোহরি লাল মিনার (Johari Lal Meena) ছেলে।
[আরও পড়ুন: বাংলার বিজেপি সাংসদদের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, প্রাতঃরাশে ডাকলেন নিজের বাসভবনে]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকাকে জোর করে একটি হোটেল নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। নির্যাতিতার অভিযোগ, ঘটনার পর তাকে ব্লেকমেল করে অভিযুক্ত। সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ছবি আপলোড করার হুমকি দিয়ে তার থেকে সোনা ও টাকা মিলিয়ে প্রায় ১৫ লক্ষ নেওয়া হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্ত বিধায়কপুত্রকে গ্রেপ্তার করা হয়নি। তবে এফআইআর (FIR) দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে কংগ্রেস বিধায়কের ছেলে ধর্ষণে অভিযুক্ত হওয়ায় প্রবল অস্বস্তিতে পড়েছে অশোক গেহলটের কংগ্রেস সরকার। মুখ্যমন্ত্রী গেহলটের হাতেই রয়েছে স্বরাষ্ট্র দপ্তর। স্বভাবতই এই ঘটনাকে সামনে রেখে কংগ্রেস সরকারের বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছে বিরোধী দল বিজেপি।
[আরও পড়ুন: শেষ রূপা, স্বপনের মেয়াদ, এপ্রিল থেকে রাজ্যসভায় আর থাকবেন না বাংলার কোনও বিজেপি সাংসদ]
বিজেপি নেতা জিতেন্দ্র গোথওয়াল (Jitendra Gothwal) কটাক্ষ করে টুইট করেছেন। তিনি লেখেন, “রাজস্থানে এক নাবালিকাকে ধর্ষণ করেছে কংগ্রেস বিধায়কের ছেলে। ক্ষমতাবান বিধায়কের বিরুদ্ধে লড়ার ক্ষমতা নেই নাবালিকার। প্রিয়াঙ্কা গান্ধীজি (Priyanka Gandhi), আমি আপনার জন্য ট্রেনের টিকিট পাঠাচ্ছি। দ্রুত জয়পুর আসুন। রাজস্থানেও মেয়েরা আছেন, তারা লড়াই করতে পারছেন না।”
পালটা কটাক্ষ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রীও। তিনি বলেন, “বিজেপি নেতারা বারবার প্রিয়াঙ্কা গান্ধীকে রাজস্থানে অপরাধের ঘটনা নিয়ে অভিযোগ জানাচ্ছেন। যদিও তিনি কোনও সাংবিধানিক পদে নেই।”

Source: Sangbad Pratidin

Related News
সংকটের শ্রীলঙ্কায় আজ রাষ্ট্রপতি নির্বাচন, ভারতের সাহায্যপ্রার্থী দ্বীপরাষ্ট্রের বিরোধী নেতা
সংকটের শ্রীলঙ্কায় আজ রাষ্ট্রপতি নির্বাচন, ভারতের সাহায্যপ্রার্থী দ্বীপরাষ্ট্রের বিরোধী নেতা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্থনৈতিক বিপর্যয়ের জেরে জ্বলছে শ্রীলঙ্কা (Sri Lanka)। জনরোষ এড়াতে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Read more

মহাত্মা শরণে মোদি, হিরোশিমায় গান্ধীমূর্তি উন্মোচন প্রধানমন্ত্রীর
মহাত্মা শরণে মোদি, হিরোশিমায় গান্ধীমূর্তি উন্মোচন প্রধানমন্ত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিয়া থেকে সুদান। ইথিওপিয়া থেকে ইউক্রেন। যুদ্ধের আগুন জ্বলছে প্রায় সর্বত্রই। এহেন পরিস্থিতিতে বিশ্বশান্তির বার্তা দিয়ে Read more

Mann ki Baat: কিলির মতো ভিডিও বানিয়ে জনপ্রিয় করো ভারতীয় ভাষাকে, ছোটদের আহ্বান মোদির
Mann ki Baat: কিলির মতো ভিডিও বানিয়ে জনপ্রিয় করো ভারতীয় ভাষাকে, ছোটদের আহ্বান মোদির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় গানের সঙ্গে নাচ করেন, লিপ দিয়ে ভিডিও বানান তানজানিয়ার কিলি পল (kili paul)। সোশ্যাল মিডিয়ায় Read more

অমৃতসরে BSF মেসের ভিতরে এলোপাথাড়ি গুলি কনস্টেবলের, মৃত ৫
অমৃতসরে BSF মেসের ভিতরে এলোপাথাড়ি গুলি কনস্টেবলের, মৃত ৫

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারের সকালে মর্মান্তিক এক ঘটনার সাক্ষী হল অমৃতসর। সেখানকার খাসা গ্রামে বিএসএফের (BSF) মেসের ভিতরে এলোপাথাড়ি Read more

পণে পাওয়া গাড়ি নাপসন্দ, বরের কটাক্ষে আত্মঘাতী স্ত্রী, সরকারি চাকরি খোয়াল অভিযুক্ত
পণে পাওয়া গাড়ি নাপসন্দ, বরের কটাক্ষে আত্মঘাতী স্ত্রী, সরকারি চাকরি খোয়াল অভিযুক্ত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়েতে পণ হিসেবে জমি-প্রচুর সোনা-গাড়ি পেয়েও খুশি ছিলেন না কেরলের সরকারি দপ্তরের কর্মী। যৌতুক হিসেবে প্রাপ্ত Read more

‘জামিন আটকাতে তদন্ত শেষ না করেই চার্জশিট জমা দেওয়া যাবে না’, মন্তব্য সুপ্রিম কোর্টের
‘জামিন আটকাতে তদন্ত শেষ না করেই চার্জশিট জমা দেওয়া যাবে না’, মন্তব্য সুপ্রিম কোর্টের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করে তবে চার্জশিট (Chargesheet) পেশ করতে হবে। অভিযুক্তের জামিন আটকাতে তদন্ত Read more