প্রেমের ডাকে সাড়া, রাতের অন্ধকারে ঘর ছেড়ে বেরিয়ে মর্মান্তিক পরিণতি কিশোরীর!

ধীমান রায়, কাটোয়া: প্রেমের হাতছানি। রাতের অন্ধকার, দুর্গম পথ- কোনও বাধাই মানেনি মন। তাই বাড়ির সকলে যখন ঘুমে আছন্ন সেই সুযোগে ঘর ছেড়েছিল কিশোরী। নজর এড়াতে সড়কপথের পরিবর্তে নির্জন মাঠের আলপথ ধরেছিল কিশোরী। কিন্তু নিশুতি রাতে খুব আবছা আলোয় মাঠের আলপথ ধরে পালানোর সময় কিশোরীর পরিণতি হল মর্মান্তিক।
চুরি রুখতে স্ট্রবেরি চাষের জমির বেড়ার সঙ্গে বিদ্যুতের তার জড়িয়ে রেখেছিলেন এক কৃষক। সেই বিদ্যুৎ তারে তড়িদাহত হয়ে মৃত্যু হল ১৭ বছরের ওই কিশোরীর। রবিবার সকালে পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার আউশগ্রাম থানার ভেদিয়ার কাছে একটি স্ট্রবেরি খেতের পাশ থেকে ওই কিশোরীর দেহ উদ্ধার হয়েছে। দেহ যখন জমিতে পড়েছিল তখনও তার শরীরে জড়ানো ছিল বিদ্যুতের তার। ওই ঘটনায় মৃত কিশোরীর মা জনৈক কৃষকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
[আরও পড়ুন: দেউচা-পাচামি প্রকল্প রুখতেই রামপুরহাট কাণ্ড! ফের বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ মমতার]
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আউশগ্রামের দীপচন্দ্রপুর গ্রামের বাগানপাড়ার বাসিন্দা ওই কিশোরী। তার বাবা ভিনরাজ্যে কাজ করেন। মা জনমজুরি করেন। এক বোন, এক ভাই। কিশোরী এবছর মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। পরিবার সূত্রে খবর, ওই কিশোরী মাধ্যমিক শুরুর আগেই গত ১ মার্চ বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে জানতে পারেন নদিয়া জেলার নবদ্বীপের বাসিন্দা এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। ওই কিশোরী সেখানেই পালিয়ে গিয়েছে। পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়রি করা হয়। তারপর গত ১২ মার্চ নবদ্বীপ থেকে কিশোরীকে উদ্ধার করে আনা হয়। মাধ্যমিক পরীক্ষায় বসা হয়নি ওই ছাত্রীর।
বাড়ি ফেরার পর থেকেই কিশোরীকে তার মা চোখে চোখেই রাখছিলেন। অনেক বোঝাচ্ছিলেন। কিন্তু প্রেমিককে ভুলতে পারেনি কিশোরী। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে খাওয়া দাওয়া সেরে সকলে শুয়ে পড়েন। সেসময় সুযোগ বুঝে আবার প্রেমিকের কাছেই পালাতে চেষ্টা করেছিল ওই কিশোরী। তারপর এই পরিণতি।
[আরও পড়ুন: ‘কথা কম, কাজ বেশি, সামনে পঞ্চায়েত ভোট’, শিলিগুড়িতে দাঁড়িয়ে জনপ্রতিনিধিদের বার্তা মুখ্যমন্ত্রীর]
জানা গিয়েছে, অজয়নদের চরের কাছে বেশকিছুটা জমিতে স্ট্রবেরি চাষ করেছেন বিহারের বাসিন্দা শ্যামানন্দন পাঠক নামে এক কৃষক। তার জমি দেখাশোনার জন্য একজন কেয়ারটেকারও রয়েছেন। ওই জমির পাশেই এদিন সকালে কিশোরীর দেহ পড়ে থাকতে দেখা যায়। কৃষকের কেয়ারটেকার লক্ষণ যাদব স্বীকার করেন, তাদের জমির বেড়ায় বিদ্যুতের তার জড়িয়ে রাখা হয়েছিল ফসল চুরি রুখতে। সেই তারেই কিশোরী বিদ্যুতস্পৃষ্ট হয়েছে। মাঠে মাঠে পালানোর সময় ওই জমির পাশ দিয়ে যেতেই এই ঘটনা ঘটে বলে পুলিশের অনুমান। দেহটি এদিন ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Source: Sangbad Pratidin

Related News
কাজাখ বিদ্রোহীদের দেখলেই গুলির নিদান প্রেসিডেন্টের, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা পাঠাল রাশিয়া
কাজাখ বিদ্রোহীদের দেখলেই গুলির নিদান প্রেসিডেন্টের, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা পাঠাল রাশিয়া

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিক্ষোভের আঁচে উত্তপ্ত কাজাখস্তান (Kazakhstan)। বিক্ষোভকারীদের ‘সন্ত্রাসবাদী’ আখ্যা দিয়ে তাদের গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন কাজাখস্তানের Read more

বিরিয়ানির হাঁড়ি খুঁজতে গিয়ে বেপাত্তা যুবক, অপহরণের মামলা পেয়ে ব্যতিব্যস্ত পুলিশ!
বিরিয়ানির হাঁড়ি খুঁজতে গিয়ে বেপাত্তা যুবক, অপহরণের মামলা পেয়ে ব্যতিব্যস্ত পুলিশ!

অর্ণব আইচ: বাইরে থেকে দাদা এসেছে অনেকদিন পর। ভাইয়ের খুব শখ, বিরিয়ানি (Biriyani) রেঁধে খাওয়ায় দাদাকে। সেইমতো বন্ধুদের নিয়ে আয়োজনও Read more

সংবাদ প্রতিদিনের খবরে সিলমোহর, হাইব্রিড মডেলে ঘোষিত এশিয়া কাপের সূচি
সংবাদ প্রতিদিনের খবরে সিলমোহর, হাইব্রিড মডেলে ঘোষিত এশিয়া কাপের সূচি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের (Asia Cup) কেন্দ্র ও দিনক্ষণ ঘোষণা হয়ে গেল বৃহস্পতিবার। সংবাদ প্রতিদিন ডিজিটালে আগেই জানানো Read more

WB Panchayat Vote 2023: বিজেপি বিধায়কের মাথায় ছাতা ধরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান! ভাইরাল ছবি ঘিরে বিতর্ক
WB Panchayat Vote 2023: বিজেপি বিধায়কের মাথায় ছাতা ধরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান! ভাইরাল ছবি ঘিরে বিতর্ক

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: এবার ‘ছত্রপতি’ বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। বৃষ্টির মাঝে তাঁর মাথায় ছাতা হাতে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। সেই Read more

আয়ের একশো গুণ সম্পত্তি, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার ৪ বছরের জেল
আয়ের একশো গুণ সম্পত্তি, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার ৪ বছরের জেল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয় বহির্ভূত সম্পত্তির মামলায় হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার ৪ বছরের জেল। শুধু তাই নয়, চৌটালাকে Read more

মোদির মুকুটে নয়া পালক, মিশরের সর্বোচ্চ সম্মান পেলেন প্রধানমন্ত্রী
মোদির মুকুটে নয়া পালক, মিশরের সর্বোচ্চ সম্মান পেলেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিশরের সর্বোচ্চ সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার তাঁর হাতে এই সম্মান তুলে দেন Read more