Aamir Khan: সন্তানদের সময় দিতে পারেননি, অভিনয় থেকে অবসর আমিরের?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আঠেরো বছর বয়সে চলমান চিত্রের জগতে নিজের সফর শুরু করেছিলেন। পরিচালক কাকার সহকারী হয়ে। তারপর হয়ে উঠেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। এতকিছুর পর আচমকা অভিনয় জগৎ থেকে অবসরের সিদ্ধান্ত নেন আমির খান (Aamir Khan)। নিজমুখে একথা জানিয়েছেন অভিনেতা।

গত বছর স্ত্রীর কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন। তার কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াও ছেড়ে দিয়েছেন আমির। প্রয়োজন ছাড়া প্রকাশ্যে খুব একটা প্রকাশ্যে আসেন না আমির। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের অলোচনাচক্রে যোগ দিয়েছিলেন অভিনেতা। সেখানেই জানান, শুধু অভিনয় নয়, পরিচালনা এবং প্রযোজনার কাজও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তা করেওছিলেন। 

[আরও পড়ুন: দুর্দান্ত গ্রাফিক্স, দারুণ অ্যাকশন! ‘বাহুবলী’র ম্যাজিক কি ফেরাতে পারল ‘আর আর আর’?] 
আমির জানান, গ্ল্যামার জগতের স্বপ্নের পিছনে ছুটতে গিয়ে তিনি কাছের মানুষদের সময় দিতে পারেননি। মা, বাবা, ভাই, প্রথম স্ত্রী রীণা, দ্বিতীয় স্ত্রী কিরণ, তিন সন্তান – কারও খেয়াল রাখতে পারেননি। বিশেষ করে নিজের মেয়ে ইরার কথা বলেন। এখন ২৩ বছর বয়স ইরার। তাঁর স্বপ্ন, ভয়, দুশ্চিন্তাগুলো কখনও জানতে পারেননি বলেই আক্ষেপ করেন অভিনেতা। এরপরই জানান, ‘লাল সিং চড্ডা’র (Laal Singh Chaddha) কাজ চলাকালীনই তিনি সিনেমা জগৎ থেকে অবসরের সিদ্ধান্ত নেন। সেকথা পরিবারকে জানিয়েও দিয়েছিলেন। শুধু প্রকাশ্যে বলেননি কারণ অনেকে মনে করতে পারেন এটি তাঁর প্রচার করার স্টাইল। 

আমির জানান, তিন মাস তিনি কোনও কাজ করেননি। মেয়ে ইরার স্বেচ্ছাসেবী সংস্থার (মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে) অফিসে গিয়ে বসে থাকতেন। তখন ছেলে-মেয়েই তাঁকে বোঝান, এভাবে চলতে পারে না। জীবনে ভারসাম্য প্রয়োজন। সিনেমা ছেড়ে আমির থাকতে পারবেন না। অভিনেতা জানান, তাঁর এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন কিরণ রাও। তিনিই নাকি সবচেয়ে বেশি বুঝিয়েছেন তাঁকে। এঁদের জন্যই আবার নিজের সিদ্ধান্ত বদল করেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। উল্লেখ্য, চলতি বছরের ১১ আগস্ট ‘লাল সিং চড্ডা’র মুক্তি পাওয়ার কথা। 

Source: Sangbad Pratidin

Related News
তেলেঙ্গানায় শুরু ভোটগ্রহণ, বিজেপির খাতা খোলা নিয়ে সংশয়, ‘হ্যাটট্রিক’ কেসিআরের?
তেলেঙ্গানায় শুরু ভোটগ্রহণ, বিজেপির খাতা খোলা নিয়ে সংশয়, ‘হ্যাটট্রিক’ কেসিআরের?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেলেঙ্গানায় শুরু ভোটগ্রহণ। বৃহস্পতিহার সকাল থেকেই বুথে বুথে ভোটারদের লাইন। হায়দরাবাদের বুথে ভোট দিলেন অভিনেতা আল্লু Read more

মূল্যবৃদ্ধির ক্ষতে প্রলেপ! সরকারি কর্মচারীদের DA বাড়াল কেন্দ্র
মূল্যবৃদ্ধির ক্ষতে প্রলেপ! সরকারি কর্মচারীদের DA বাড়াল কেন্দ্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ফের তাঁদের মহার্ঘভাতা বা ডিএ (DA) ৩ শতাংশ বাড়াল কেন্দ্র। বুধবার Read more

Rinku Singh: ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমি তৈরি’, অকপটে জানিয়ে দিলেন রিঙ্কু
Rinku Singh: ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমি তৈরি’, অকপটে জানিয়ে দিলেন রিঙ্কু

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি দলের বাকিদের থেকে অনেকটাই আলাদা। তাঁর বেড়ে ওঠার প্রতিটি ধাপে রয়েছে লড়াই। আর সেই লড়াই Read more

পুকুর পাড়ে মহিলার অর্ধনগ্ন দেহ, পাশেই পড়ে মৃত শিশু, ঘনাচ্ছে রহস্য
পুকুর পাড়ে মহিলার অর্ধনগ্ন দেহ, পাশেই পড়ে মৃত শিশু, ঘনাচ্ছে রহস্য

সুরজিৎ দেব, ডায়মন্ডহারবার: সাতসকালে পুকুরের পাশ থেকে উদ্ধার এক মহিলা ও এক শিশুকন্যার দেহ। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে Read more

গাড়ির হেডলাইট জ্বলা নিয়ে বচসা, সেনাকর্মীর চড়ে প্রাণ গেল প্রৌঢ়ের!
গাড়ির হেডলাইট জ্বলা নিয়ে বচসা, সেনাকর্মীর চড়ে প্রাণ গেল প্রৌঢ়ের!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাড়ির হেডলাইট জ্বলা নিয়ে বচসা। তার জেরে প্রৌঢ়কে চড় মারেন এক সেনাকর্মী। মাটিতে লুটিয়ে পড়েন প্রৌঢ়। Read more

রেকর্ড সময়ে নির্মাণ নয়া সংসদ ভবনের, বয়কট নয়, প্রশংসা করুন, বিরোধীদের বললেন গুলাম নবি
রেকর্ড সময়ে নির্মাণ নয়া সংসদ ভবনের, বয়কট নয়, প্রশংসা করুন, বিরোধীদের বললেন গুলাম নবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদানীংকালে মোদি-বন্দনায় গেরুয়া শিবিরের নেতাদেরও পিছনে ফেলছেন তিনি। ইডি-সিবিআই নিয়ে যখন বিজেপি সরকারের বিরোধিতায় সরব বিরোধী Read more