ভারত: ২৭৪-৭ (স্মৃতি ৭১, মিতালি ৬৮)
দক্ষিণ আফ্রিকা: ২৭৭-৭ (লরা উলভার্ট ৮০, ডু পেরেজ ৫২)
দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা নো বলেই ঘুরিয়ে দিল ম্যাচ। মহিলা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের দোরগোড়া থেকে হারতে হল ভারতকে। যার ফলে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ঝুলনরা। মিতালি রাজ, ঝুলন গোস্বামীদের বিশ্বজয়ী হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল।
এদিন টস জিতে এদিন ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুটা বেশ ভাল করে ভারত। দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা ওপেনিং জুটিতে ৯১ রান জোড়েন। শেফালি ভার্মা ব্যক্তিগত ৫৩ রানে আউট হন। ইয়াস্তিকা ভাটিয়া ব্যক্তিগত ২ রানে ফেরেন। দ্রুত ইয়াস্তিকা ভাটিয়া ফিরে যাওয়ার পরে স্মৃতি মান্ধানা ও মিতালি রাজ ৮০ রানের পার্টনারশিপ গড়েন। ব্যক্তিগত ৭১ রানে ফেরেন স্মৃতি মান্ধানা। এরপরে ভারতীয় ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেন মিতালি ও হরমনপ্রীত। মিতালি ফেরেন ৬৮ রানে। পূজা বস্ত্রকার আউট হন ব্যক্তিগত ৩ রানে। রিচা ঘোষও (৮) ব্যর্থ হন। হরমনপ্রীত ভাল খেললেও পঞ্চাশ করতে পারেননি। ৪৮ রানে থামেন তিনি। একসময়ে অবশ্য মনে হয়েছিল ভারত তিনশো ছুঁতে পারবে। সেই জায়গায় ভারত ৭ উইকেটে করে করে ২৭৪ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে ক্যারিবিয়ানরা। লিজলি লি মাত্র ৬ রানে রান আউট হয়ে গেলেও দ্বিতীয় উইকেটের জুটিতে লরা উলভার্ট এবং লারা গুডাল তোলেন ১২৫ রান। এই বিশাল জুটিই ম্যাচ ভারতের হাত থেকে অনেকটা দূরে নিয়ে চলে গিয়েছিল। এরপর টিম ইন্ডিয়া কিছুটা কামব্যাক করার চেষ্টা করে। এরপর সীমিত সময়ের ব্যবধানে গোটা তিনেক উইকেটও তুলে নেয় ভারত। কিন্তু শেষদিকে ৯ বলে ১৭ রানের ইনিংস খেলে ম্যাচ ভারতের হাত থেকে বের করে নিয়ে যান ট্রায়ন। শেষ দিকে ডু প্রেজ মাথা ঠান্ডা রেখে দলকে ম্যাচ জিতিয়ে দেন।
Source: Sangbad Pratidin