‘ওখানে দেশবিরোধী তৈরি হয়’, এবার কর্ণাটকের সব মাদ্রাসা বন্ধের আরজি বিজেপি বিধায়কের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদ্রাসাগুলিতে (Madrasa) দেশবিরোধী তৈরি হয়। তাই রাজ্যে নিষিদ্ধ হোক সমস্ত মাদ্রাসা। এমনই আরজি জানালেন কর্ণাটকের (Karnataka) বিধায়ক রেণুকাচার্য। স্বাভাবিক ভাবেই তাঁর এহেন বক্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
ঠিক কী বলেছেন তিনি? সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, রেণুকাচার্য বলেছেন, ”আমি মাননীয় মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে আরজি জানাচ্ছি মাদ্রাসাগুলি বন্ধ করে দিতে। আমাদের কি অন্য স্কুল নেই যেখানে হিন্দু ও খ্রিস্টান পড়ুয়ারা পড়াশোনা করে? ওরা ওখানে (মাদ্রাসায়) দেশবিরোধী শিক্ষায় শিক্ষিত হয়। হয় ওদের নিষিদ্ধ করা হোক কিংবা অন্যান্য স্কুলের মতো সিলেবাস রাখা হোক।”
[আরও পড়ুন: গ্যাস-পেট্রলের পর এবার দাম বাড়ছে ৮০০টি অত্যাবশ্যকীয় ওষুধের! নাভিশ্বাস আমজনতার]
উল্লেখ্য, রেণুকাচার্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বম্মাইয়ের রাজনৈতিক সচিব। হিজাব বিতর্কেও তিনি কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন। তাঁর অভিযোগ, কংগ্রেস ভোট ব্যাংকের রাজনীতি করছে। তিনি বলেন, ”আমি কংগ্রেসকে বলতে চাই, ভোট ব্যাংক আপনাদের জন্য এত জরুরি? আর এটাও জানতে চাই মাদ্রাসাগুলির কী দরকার? কী শেখানো হয় সেখানে? ওরা ছোট ছোট শিশুদের প্ররোচিত করছে। আগামী দিনে এরাই দেশবিরোধী হয়ে উঠবে এবং ‘ভারত মাতা কি জয়’ বলতে চাইবে না।”
পাশাপাশি হিজাব ইস্যুতে কর্ণাটক হাই কোর্টের রায়ের বিরুদ্ধে ডাকা বনধেরও বিরোধিতা করেন তিনি। তাঁর কথায়, ”কর্ণাটক বনধের ডাক দিয়েছে কিছু দেশবিরোধী সংগঠন। সরকার কেন এসব সহ্য করছে? এটা কি পাকিস্তান, বাংলাদেশ অথবা অন্য কোনও মুসলিম দেশ? আমরা এসব বরদাস্ত করব না।”
তাঁর এহেন মন্তব্যের পরে বিতর্ক ঘনিয়েছে। রেণুকাচার্য অবশ্য আগেই বিতর্কে জড়িয়েছেন। এর আগে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, নিজের দুই সন্তানের জন্য জাল জাতিগত শংসাপত্র পেশ করার। এবং তাদের অসৎ উপায়ে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার। বিজেপি বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলা নথিভুক্ত করার দাবি জানিয়েছে বিরোধীরা। তিনি অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন।
[আরও পড়ুন: মেয়ের দেহ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার পাড়ি বাবার, ভিডিও ভাইরাল হতেই তদন্তের নির্দেশ]

Source: Sangbad Pratidin

Related News
ফলের আড়ালে পেট্রাপোল সীমান্তে ১৬১ কেজি রুপোর গয়না ও মোবাইল পাচার, গ্রেপ্তার দুই
ফলের আড়ালে পেট্রাপোল সীমান্তে ১৬১ কেজি রুপোর গয়না ও মোবাইল পাচার, গ্রেপ্তার দুই

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ট্রাকের মধ্যে থরে থরে সাজানো বেদানার পেটি। তার নিচের পেটিগুলির মধ্যে সাজানো রয়েছে নতুন ও পুরনো মোবাইল Read more

বিহার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী মোদি আর ধোনি! অ্যাডমিট কার্ড দেখে তাজ্জব নেটদুনিয়া
বিহার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী মোদি আর ধোনি! অ্যাডমিট কার্ড দেখে তাজ্জব নেটদুনিয়া

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিএ তৃতীয় বর্ষের পরীক্ষায় বসতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)! অবশ্য তিনি একা নন, তাঁর Read more

ইডেনের মতো রাজারহাটেও নতুন স্টেডিয়াম, তিরিশ কোটি দিয়ে জমি কিনল CAB
ইডেনের মতো রাজারহাটেও নতুন স্টেডিয়াম, তিরিশ কোটি দিয়ে জমি কিনল CAB

আলাপন সাহা: ইডেনের মতো এবার রাজারহাটেও (Rajarhat) স্টেডিয়াম তৈরি করতে চলেছে সিএবি (CAB)। এখন দেশের প্রায় বেশিরভাগ রাজ্য  ক্রিকেট সংস্থারই Read more

সিনেমাহলে শুধু চলবে ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘বচ্চন পাণ্ডে’র শো বন্ধ করে হামলা চালাল দুষ্কৃতী
সিনেমাহলে শুধু চলবে ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘বচ্চন পাণ্ডে’র শো বন্ধ করে হামলা চালাল দুষ্কৃতী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দ্য কাশ্মীর ফাইলসে’র জনপ্রিয়তার কারণে এবার ডুবল বচ্চন পাণ্ডে! এমনিতেই বক্স অফিস রিপোর্ট বলছে দ্য কাশ্মীর Read more

গণতন্ত্র নিয়ে ভাষণে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর মুখে নেহরুর নাম! রাষ্ট্রদূতকে তলব করল দিল্লি
গণতন্ত্র নিয়ে ভাষণে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর মুখে নেহরুর নাম! রাষ্ট্রদূতকে তলব করল দিল্লি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণতন্ত্র কেমনভাবে চলা উচিত, তা বোঝাতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর (Jawaharlal Nehru) নাম করলেন সিঙ্গাপুরের Read more

পারিবারিক বিবাদে গৃহবধূকে মারধর ভাশুরের, মুখ্যমন্ত্রীর কাছে সুবিচারের দাবি নির্যাতিতার মেয়ের
পারিবারিক বিবাদে গৃহবধূকে মারধর ভাশুরের, মুখ্যমন্ত্রীর কাছে সুবিচারের দাবি নির্যাতিতার মেয়ের

শেখর চন্দ্র, আসানসোল: পারিবারিক বিবাদের জেরে গৃহবধূর উপর হামলা ও মারধর। নিজের ভাইয়ের স্ত্রীকেই রড দিয়ে মাথা ফাটিয়ে দিল ভাশুর Read more