‘ক্ষোভ ছিল ওর’, অভিষেকের প্রয়াণে প্রতিক্রিয়া ঋতুপর্ণার, কী বললেন প্রসেনজিৎ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বাংলা কাঁপিয়ে ছিল অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) ছবি ‘সুজনসখী’। পরিচালক স্বপন সাহা পরিচালিত এই ছবি বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছিল। তবে শুধু এই ছবিই নয়, বহু ছবিতেই অভিষেকের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের মন জয় করেছেন ঋতুপর্ণা। অভিনেতার প্রয়াণের খবর পেয়ে সেই স্মৃতিতেই যেন হারিয়ে গেলেন অভিনেত্রী। কান্না জড়ানো গলায় বললেন, ‘এ খবর কি মিথ্যে হতে পারে না?’
সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে ঋতুর্পণার সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেত্রী জানান, ‘আসলে, পর পর এত মৃত্যু দেখছি, কী আর বলব। তবে কিছুতেই মেনে নিতে পারছি না অভিষেকের মৃত্যুটা। অভিষেক চট্টোপাধ্যায়ের অবদান বাংলা সিনেমায় প্রচুর। অনেক ছবি করেছি ওর সঙ্গে। আমার জীবনের কিছু শ্রেষ্ঠ ছবি অভিষেকের সঙ্গেই। এখনও মনে আছে অভিষেক আর আমার সুজনসখী তোলপাড় ফেলে দিয়েছিল। এই ছবি আমার কেরিয়ারের প্রথম দিকের ছবি। শুধু কী তাই, যে ছবিটা আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, ঋতুপর্ণ ঘোষের ‘দহন’। যে ছবিটার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলাম। সেই ছবিতেও তো অনেকটা জুড়ে ছিল অভিষেক।  ঋতুদা আমাকে বলেছিল, অভিষেক আমার খুব প্রশংসা করেছে। এরকমই মানুষ ছিলেন তিনি। মন খুলে কথা বলতেন। প্রচুর আড্ডা দিয়েছি একসঙ্গে। সব মনে পড়ে যাচ্ছে।’

[আরও পড়ুন: অভিষেক চট্টোপাধ্যায়ের অকাল প্রয়াণে স্তম্ভিত সহকর্মীরা, শোকপ্রকাশ শতাব্দী-লাবণী-দেব-অঙ্কুশদের ]
ঋতুপর্ণার কথায়, ‘যেদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। যাঁরা সেই সময়টা বাংলা সিনেমাকে ধরে রেখেছিল তাঁর মধ্যে অন্যতম ছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। ওর মনের মধ্যে হয়তো অনেক ক্ষোভ ছিল, দুঃখ ছিল। সেগুলো না হয় থাক এখন। অভিষেক যেখানেই থাকুক, শান্তিতে থাকুক, ভাল থাকুক। এরকম অভিনেতাকে বাংলা সিনেমা কোনওদিন ভুলবে না।’
ঋতুপর্ণা ও অভিষেককে নিয়ে ‘আমি সেই মেয়ে’ নামে এক ছবি পরিচালনা করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এপার বাংলা ও ওপার বাংলাতে খুবই জনপ্রিয় হয়েছিল সেই ছবি।তবে টলিউডে একসময় গুঞ্জন উঠেছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও অভিষেক চট্টোপাধ্যায়ের মধ্যে সংঘাত নিয়ে। সেই গুঞ্জনে বারুদ ঢেলেছিল, অভিষেক চট্টোপাধ্যায়ের এক সাক্ষাৎকার। সংবাদমাধ্যমকে অভিষেক নিজেই ফিল্ম ইন্ডাস্ট্রির রাজনীতির কথা টেনে দুই সুপারস্টারের নাম করেছিলেন। অভিনেতার মৃত্যুতে সেই পুরনো খবরই ফের ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 
পরিবারের সঙ্গে অভিষেক চট্টোপাধ্যায়।
তবে অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণের খবরে প্রতিক্রিয়া দিতে গিয়ে এক সংবাদ মাধ্যমকে প্রসেনজিৎ জানান, ‘প্রতিক্রিয়া দেওয়ার অবস্থাতে নেই। ওর বরকর্তা হয়েছিলাম আমি। সব মনে পড়ছে। ওর সঙ্গে ভাল স্মৃতিগুলোই মনে রাখতে চাই।’
[আরও পড়ুন:হিট নায়ক থেকে সহ অভিনেতা! অভিমান নিয়েই চলে গেলেন টলিউডের ‘মিঠুদা’]

Source: Sangbad Pratidin

Related News
৫১টি জনসভা, মহাজনজাগরণ যাত্রা! সরকারের নবম বর্ষপূর্তিতেই লোকসভার প্রচার শুরু মোদির
৫১টি জনসভা, মহাজনজাগরণ যাত্রা! সরকারের নবম বর্ষপূর্তিতেই লোকসভার প্রচার শুরু মোদির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারের নবম বর্ষপূর্তিতেই তৃতীয়বার ক্ষমতায় আসার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কেন্দ্রের Read more

IND v WI: বল হাতে দুরন্ত হর্ষল, ওয়ানডে’র পর টি-টোয়েন্টি সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ ভারতের
IND v WI: বল হাতে দুরন্ত হর্ষল, ওয়ানডে’র পর টি-টোয়েন্টি সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ ভারতের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) দুরমুশ করেছিল রোহিত শর্মার ভারত (India)। তিন ম্যাচের সিরিজ জিতে Read more

আগামী মাসেই বদল মোদি মন্ত্রিসভায়! রদবদলে চমকের সম্ভাবনা প্রবল
আগামী মাসেই বদল মোদি মন্ত্রিসভায়! রদবদলে চমকের সম্ভাবনা প্রবল

বিশেষ সংবাদদাতা,নয়াদিল্লি: খুব শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রিসভার (Cabinet) রদবদল হতে পারে। সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাসের শুরুর দিকেই নিজের Read more

আমেরিকায় ফের বন্দুকবাজের তাণ্ডব, মৃত অন্তত ৪, পলাতক হামলাকারী
আমেরিকায় ফের বন্দুকবাজের তাণ্ডব, মৃত অন্তত ৪, পলাতক হামলাকারী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় (America) ফের বন্দুকবাজের হামলা (Shootout)। ওহিওর বাটলার শহরে একাধিক এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে তাণ্ডব চালিয়ে পলাতক Read more

চাপা হাসি, মাপা কান্না
চাপা হাসি, মাপা কান্না

সর্বক্ষণের সাধারণ লিখিত আলাপচারিতার যে-জগৎ বর্তমানে আমাদের চারপাশে গড়ে উঠেছে, সেখানে ‘ইমোটিকন’ কিংবা উন্নত রূপে যা ‘ইমোজি’, তা এক অপরিহার্য Read more

‘হুঁশিয়ারি’ দিয়েছিলেন শুভেন্দু, এবার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে নোটিস ইডির
‘হুঁশিয়ারি’ দিয়েছিলেন শুভেন্দু, এবার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে নোটিস ইডির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), পরেশ অধিকারীদের পর এবার ইডির নজরে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। Read more