সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাস্ক-স্যানিটাইজার ব্যবহার, বিধিনিষেধ পালনের জেরে করোনাকে অনেকটাই বাগে আনা সম্ভব হয়েছে। আগের দিন সংক্রমণ খানিকটা বাড়লেও গত ২৪ ঘণ্টায় তা ফের অনেকটা কমেছে। একদিনে নতুন করে বাংলায় সংক্রমিত হয়েছেন ৫৯ জন। তবে করোনায় মৃত্যুহীন বাংলা। সুস্থতার হার ৯৮.৯১ শতাংশ।
২০২০ সালের মার্চে করোনা (Coronavirus) থাবা বসিয়েছিল বাংলায়। লাফিয়ে বেড়েছিল সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘরবন্দি হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। বাংলার ছবিটাও একই ছিল। পরবর্তীতে পরিস্থিতি খানিকটা আয়ত্তে আসতে ফের জনজীবন স্বাভাবিক হতেই বেড়েছে সংক্রমণ। তবে বারংবার কড়াভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে রাজ্য সরকার। সেই কারণেই তৃতীয় ঢেউ কাটিয়ে অতি দ্রুত গতিতে সুস্থ হয়ে উঠেছে বাংলা। একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫৯ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লক্ষ ১৬ হাজার ৯৭৬ জন। পজিটিভিটি রেট ০.৩৪ শতাংশ।
[আরও পড়ুন: কানে হেডফোন, হাতে মোবাইল, রেললাইনের পাশ থেকে উদ্ধার তরুণীর দেহ]
স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুহীন বাংলা। এখনও পর্যন্ত রাজ্যে করোনার বলি ২১,১৯৭ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৮৭। মোট করোনা জয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৪ হাজার ৯৭৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৪৮২ জনের। মোট টেস্টিং ২৪, ৬৪৩, ৩৯৬।
পরিস্থিতি আয়ত্তে এলেও জোরকদমে চলছে টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা নিয়েছেন ২,৮৬,৭৬৪ জন। ইতিমধ্যেই ৫৯ লক্ষ ৬০৬ হাজার ৩৮৩ জনের টিকার দুটি ডোজ নেওয়া হয়ে গিয়েছে। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৭৮ জন। যা গতকালের তুলনায় ১১ শতাংশ কম। তবে দেশে ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৩ হাজার ৮৭। আপাতত দেশে অ্য়াকটিভ কেসের হার ০.০৫ শতাংশ। সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমলেও এখনও উদ্বেগে রাখছে দেশের মৃত্যুহার।
[আরও পড়ুন: Rampurhat Clash: ‘আমরা ন্যায়বিচার চাই, সহজে ছাড়ব না’, বগটুই থেকে হুঙ্কার শুভেন্দুর]
Source: Sangbad Pratidin