বিক্ষুব্ধদের ক্ষোভে ‘আগ্নেয়গিরি’ কংগ্রেস, ড্যামেজ কন্ট্রোলে সোনিয়া, মানতে পারেন বিদ্রোহীদের দাবি

স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: কংগ্রেসে কি এবার ‘সব কা সাথ’? ১০ মার্চ পাঁচ রাজ্যের নির্বাচনের ফলপ্রকাশের পরই জেগে উঠেছে কংগ্রেসের (Congress) অন্দরের আগ্নেয়গিরি। পরপর লাভাস্রোত উগরে দিয়েছেন কপিল সিব্বল-সহ অন্যান্য ‘বিক্ষুব্ধ’ নেতারা। তারপর থেকেই ড্যামেজ কন্ট্রোলের কাজ করতে দেখা গিয়েছে কংগ্রেস হাইকমান্ডকে। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা অন্যতম ‘জি-২৩’ সদস্য ভূপিন্দর সিং হুডার সঙ্গে বৈঠক করেছেন রাহুল গান্ধী। সোনিয়া (Sonia Gandhi) দেখা করেছিলেন গুলাম নবি আজাদের সঙ্গে। এবার কংগ্রেস দলনেত্রী দেখা করলেন রাজ্যসভার বিরোধী উপদলনেতা আনন্দ শর্মা, লোকসভার সাংসদ মণীশ তিওয়ারি এবং বিবেক তানখার সঙ্গে।
গত সপ্তাহে সোনিয়া-আজাদ সাক্ষাতের পর থেকেই ‘মিলে সুর মেরা তুমহারা’ সুরের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল কংগ্রেসের অন্দরমহল থেকে। মঙ্গলবারের বৈঠকের পর যা আরও দৃঢ় হল। দেশের প্রাচীনতম রাজনৈতিক দলের ভিতর থেকে যে গুঞ্জন আসছে, তাতে জানা যাচ্ছে, বিদ্রোহীদের দাবি মানতে চলেছেন গান্ধীরা। গত সপ্তাহে বৈঠকের পর বিক্ষুব্ধরা বিবৃতি প্রকাশ করে শীর্ষনেতৃত্বকে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার বার্তা দেন।
[আরও পড়ুন: এবার ইউক্রেন নিয়ে মোদিকে ফোন জনসনের, ভারতের সমর্থন পেতে মরিয়া ইউরোপ]
সেই দাবি মেনে বিক্ষুব্ধ নেতাদের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চলেছে কংগ্রেস, এমনটাই খবর। শোনা যাচ্ছে এক বছরের কিছু বেশি সময়ের ব্যবধানে আবার রাজ্যসভায় নিয়ে আসা হতে পারে আজাদকে। হুডাকে দেওয়া হতে পারে হরিয়ানার দায়িত্ব। মণীশ তিওয়ারি, সন্দীপ দীক্ষিতদেরও দেওয়া হতে পারে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
উল্লেখ্য, সম্প্রতি পাঁচ রাজ্যের ভোটে শোচনীয় ফলাফল করেছে কংগ্রেস। সেই ২০১৪ সাল থেকে যেভাবে একের পর এক নির্বাচনে কংগ্রেস যেভাবে ধরাশায়ী হয়েছে, সেই ধারা বজায় থেকেছে ২০২২ সালের পাঁচ রাজ্যের নির্বাচনেও। যে পাঁচ রাজ্যে ভোট হয়েছিল তার মধ্যে কংগ্রেস একটিতে ক্ষমতায় ছিল, ২টিতে ২০১৭ সালে একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেছিল এবং একটিতে দলের অন্যতম সেরা মুখ প্রিয়াঙ্কা গান্ধীকে (Priyanka Gandhi) আঁকড়ে ধরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল। পাঁচ রাজ্যের মধ্যে যে রাজ্যটিতে কংগ্রেস ক্ষমতায় ছিল, সেই পাঞ্জাবেও কার্যত নিশ্চিহ্ন হওয়ার পথে হাত শিবির। ইতিহাসে প্রথমবার কংগ্রেসের ভোট নেমে আসছে ২৫ শতাংশের নিচে।
[আরও পড়ুন: বাড়ছে পুতিনের অস্বস্তি, ইউক্রেন যুদ্ধে আরেক রুশ কমান্ডারের মৃত্যু]

Source: Sangbad Pratidin

Related News
প্রথম ছবিতেই নজর কাড়লেন মিঠুনপুত্র নামাসি, কেমন হল ‘ব্যাড বয়’?
প্রথম ছবিতেই নজর কাড়লেন মিঠুনপুত্র নামাসি, কেমন হল ‘ব্যাড বয়’?

আকাশ মিশ্র: প্রথম দেখাতেই প্রেম। তারপর মেয়েকে রাজি করানোর জন্য পিছনে পিছনে দৌঁড়। অবশেষে মেয়ে হল রাজি। শুরু হল প্রেম। Read more

মৌলবাদীদের হুমকি উড়িয়ে মঙ্গল শোভাযাত্রার মধ্যে দিয়েই বাংলাদেশে পয়লা বৈশাখের সূচনা
মৌলবাদীদের হুমকি উড়িয়ে মঙ্গল শোভাযাত্রার মধ্যে দিয়েই বাংলাদেশে পয়লা বৈশাখের সূচনা

সুকুমার সরকার, ঢাকা: রাজধানী ঢাকায় (Dhaka)পয়লা বৈশাখ উদযাপনে অন্যতম অনুসঙ্গ মঙ্গল শোভাযাত্রা।এবার মঙ্গল শোভাযাত্রা ঘিরে নানা পক্ষ থেকে হুমকি, পালটা Read more

এরপর বন্ধ্যা হয়ে যাবেন! স্ত্রীর আবেদনে সাড়া দিয়ে খুনি স্বামীকে ৯০ দিনের জন্য মু্ক্তি আদালতের
এরপর বন্ধ্যা হয়ে যাবেন! স্ত্রীর আবেদনে সাড়া দিয়ে খুনি স্বামীকে ৯০ দিনের জন্য মু্ক্তি আদালতের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইন মেনে প্যারোলে মুক্তি দেওয়া হয় কয়েদিদের। পরিবার অথবা বন্দি নিজে সেই আবেদন জানান। বিহারের (Bihar) Read more

ওমান ফিল্ম ফেস্টিভ্যালে বর্ধমানে তৈরি শর্ট ফিল্ম, খুদে ফুটবলারদের গল্প বলবে ‘রোড টু কাতার’
ওমান ফিল্ম ফেস্টিভ্যালে বর্ধমানে তৈরি শর্ট ফিল্ম, খুদে ফুটবলারদের গল্প বলবে ‘রোড টু কাতার’

সৌরভ মাজি, বর্ধমান: খুদেদের ফুটবল নিয়ে শর্ট ফিল্ম রোড টু কাতার। গত ফুটবল বিশ্বকাপের আগে তৈরি এই শর্ট ফিল্ম পেয়েছিল ফিফার Read more

‘এরকম মধ্যপ্রদেশ বানালেন কীভাবে?’, পুরপ্রধানের পেল্লাই ভুঁড়ি দেখে প্রশ্ন মমতার
‘এরকম মধ্যপ্রদেশ বানালেন কীভাবে?’, পুরপ্রধানের পেল্লাই ভুঁড়ি দেখে প্রশ্ন মমতার

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: কাজে গাফিলতির জন্য মুখ্যমন্ত্রীর অগ্নিশর্মা চেহারা যখন প্রশাসনিক বৈঠকের মুডটাকে সম্পূর্ণভাবে থমথমে করে দিয়েছিল ঠিক তখনই খানিক Read more

তদন্ত পক্ষপাতদুষ্ট! ব্রিজভূষণের শাস্তি না হলে সরকারি সম্মান ফেরানোর হুঁশিয়ারি কুস্তিগিরদের
তদন্ত পক্ষপাতদুষ্ট! ব্রিজভূষণের শাস্তি না হলে সরকারি সম্মান ফেরানোর হুঁশিয়ারি কুস্তিগিরদের

স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: টানা ধরনা, আদালতের হস্তক্ষেপ। তাতেও কাজ হচ্ছে না। বহাল তবিয়তে ঘুরছেন ব্রিজভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Read more