সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ২৪ বছর বয়সে মৃত্যু হল ‘গাল্লি বয়’ খ্যাত র্যাপার এমসি টড ফড (MC Tod Fod)। মুম্বইয়ের হিপ-হপ গ্রুপ ‘স্বদেশি’র অন্যতম জনপ্রিয় গায়ক তিনি। শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রণবীর সিং এবং সিদ্ধান্ত চতুর্বেদী।
এমসি টড ফডের আসল ধর্মেশ পারমার। মুম্বইয়ের ধর্মেশের সংগীতের সফর শুরু। ইংরাজির পাশাপাশি হিন্দি ও গুজরাটি ভাষাতেও র্যাপ করতেন ধর্মেশ। মাত্র ২৪ বছর বয়সেই হিপ-হপ ও র্যাপের জগতে বেশ নাম করেছিলেন। তার সুবাদেই জোয়া আখতারের ‘গাল্লি বয়’ সিনেমায় ডাক পান। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর সিং (Ranveer Sing)। টড ফডের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্ধ অভিনেতা। ইনস্টাগ্রাম স্টোরিতে র্যাপারের ছবি শেয়ার করে ভেঙে যাওয়া হার্টের ছবি দিয়েছেন তিনি।
[আরও পড়ুন: রোজ রাতে ১০ কিলোমিটার দৌড় যুবকের, ভাইরাল ভিডিও দেখে কী প্রতিশ্রুতি দিলেন সেনাকর্তা?]
‘গাল্লি বয়’ সিনেমার মাধ্যমেই বলিউডে নিজের পরিচিতি গড়ে তোলেন সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi)। ছবিতে তিনি হয়েছিলেন এম সি শের। টড ফডের সঙ্গে নিজের শেষ কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করেছেন সিদ্ধান্ত। তাঁর আত্মার শান্তি কামনও করেছেন তিনি।
কিন্তু মাত্র ২৪ বছর বয়সে কী এমন হল, যার জেরে মৃত্যু হল জনপ্রিয় র্যাপারের? এই প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত জানা যায়নি। তবে কোথাও শোনা যাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন এমসি টড ফড। কেউ কেউ আবার বলছেন, স্ট্রোকের কারণে মৃত্যু হয়েছে তাঁর। মঙ্গলবার দাদরে প্রয়াত শিল্পীর শেষকৃত্য হওয়ার কথা। টুইটারে অনেকেই তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।
MC Tod Fod (Dharmesh) is no more. Passed away because of stroke. Unbelievable. What a talent he was! pic.twitter.com/SNQmAfF0Hc
— Shruti Chaturvedi (@adhicutting) March 20, 2022
MC Tod Fod aka Dharmesh Parmar, one of India’s best hip hop artists, has passed away at the age of 24. We offer love & strength to his family, members of @swadesimovement & everybody grieving the loss of this young artist.
Rest in power @mctodfod #RestInPeace #MCTodFod pic.twitter.com/XqadOmYhiH
— Equality Labs (@EqualityLabs) March 21, 2022
[আরও পড়ুন: হোলির পার্টি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, মাত্র ২৬ বছর বয়সে প্রাণ হারালেন অভিনেত্রী]
Source: Sangbad Pratidin