সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় দলের অধিনায়ক হিসেবে বহু কীর্তির মালিক বিরাট কোহলি। কিন্তু আইপিএলে নিজের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে একবারও ট্রফি এনে দিতে পারেননি। একাধিকবার তীরে এসে তরী ডুবেছে। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরা রেখেই সরে দাঁড়িয়েছেন কোহলি। আর তাই ১৫ তম মরশুমে (IPL 2022) নতুন সাজে সেজেছে আরসিবি। নতুন অধিনায়ক, বদলে যাওয়া দল নিয়ে নয়া উদ্যোমে মাঠে নামতে প্রস্তুত ব্যাঙ্গালোর। কেমন হল এবারের দল বাছাই? আরসিবির শক্তি ও দুর্বলতাই বা কী? চলুন দেখে নেওয়া যাক।
প্রথমেই নজর রাখা যাক এবারের আইপিএলের গোটা দলের দিকে:
ফ্যাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মহম্মদ সিরাজ, হর্ষল প্যাটেল, ওয়ারিন্দু হাসারাঙ্গা, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত, শাহবাজ আহমেদ, আকাশ দীপ, জোস হ্যাজলউড, মহিপাল লোমরোর, ফিন অ্যালেন, শেরফেন রুথফোর্ড, জ্যাসন বেহরেনডর্ফ, সুযশ প্রভুদেশাই, চামা মিলিন্দ, আনিশ্বর গৌতম, কর্ণ শর্মা, সিদ্ধার্থ কৌল, লুভনিথ সিসোদিয়া, ডেভিড উইলি।
দলের শক্তি:
যুজবেন্দ্র চাহালের মতো ম্যাচ উইনারকে পেয়েছে দল। স্পিন অ্যাটাকে যে দল এবার দুর্দান্ত শক্তিশালী, তা বেশ স্পষ্ট। কারণ শ্রীলঙ্কার হাসারাঙ্গাকেও ১০.২৫ কোটি টাকা দিয়ে কিনেছে ফ্র্যাঞ্চাইজি। ব্যাটিং লাইন আপের দিকে তাকালে দেখা যাচ্ছে, একাধিক পাওয়ার হিটার, অভিজ্ঞ, টি-টোয়েন্টি স্পেশ্যালিস্ট ব্যাটার করেছে দলে। ডু প্লেসিস, ম্যাক্সওয়েল, কোহলির মতো তারকা যে কোনও মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ফিনিশার হিসেবে দল পাচ্ছে কার্তিককে। আনিশ্বর গৌতম, অনুজ রাওয়াতের মতো ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করা ক্রিকেটারদের দলে রেখে রিজার্ভ বেঞ্চ পক্ত করেছে আরসিবি।
[আরও পড়ুন: ‘সমালোচকদের জবাব দিতে চাই’, আইপিএল শুরুর আগে হুঙ্কার রাসেলের]
3⃣ Players Retained
1⃣9⃣ Players Bought During The Auction
Here’s how @RCBTweets stack up for the upcoming #TATAIPL 2022 pic.twitter.com/4jxr6SO9Cy
— IndianPremierLeague (@IPL) February 14, 2022
দলের দুর্বলতা:
সম্ভাব্য একাদশের দিকে তাকালে যে কোনও দলই আরসিবিকে হিংসা করবে। কোহলি, ম্যাক্সওয়েল, ডু প্লেসিস, কার্তিক, হর্ষল, সিরাজ…। কিন্তু ব্যাটারদের তালিকায় সেভাবে নতুন মুখ দেখা যাচ্ছে না। টি-টোয়েন্টি ফরম্যাটে তরুণ ব্যাটার এবং অধিনায়কদের উপর যেখানে অন্য দলগুলি আস্থা রাখছে, সেখানে আরসিবির ভরসা পুরনোরাই।
নজর কাড়তে পারেন যাঁরা:
এই দলের চার তারকা টুর্নামেন্ট সেরা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ফ্যাফ ডু প্লেসিস, হর্ষল প্যাটেল, ম্যাক্সওয়েল, জোস হ্যাজলউড। আরও একজনের দিকে নজর থাকবে দর্শকদের। তিনি হলেন প্রাক্তন কেকেআর নেতা কার্তিক। তরুণ অলরাউন্ডার হিসেবে এবার নজর কাড়তে পারেন মহিপাল লোমরোর।
সম্ভাব্য একাদশ:
ফ্যাফ ডু প্লেসিস, অনুজ রাওয়াত, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), মহিপাল লোমরোর, ওয়ারিন্দু হাসারাঙ্গা, শাহবাজ আহমেদ, হর্ষল প্যাটেল, জোস হ্যাজলউড, মহম্মদ সিরাজ।
[আরও পড়ুন: ম্যারাথন জেরা শেষ, মাথা উঁচু করেই ইডির দপ্তর থেকে বেরিয়ে এলেন অভিষেক]
Source: Sangbad Pratidin