সোমনাথ রায়, নয়াদিল্লি: দীর্ঘ সাড়ে আট ঘণ্টা ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর বডি ল্যাঙ্গুয়েজে একইরকম দৃঢ়তা ও আত্মবিশ্বাস। ইডি দপ্তর থেকে বেরিয়েই বলে দিলেন, “আজও আমি আমার বক্তব্যে অনড়।” একই সঙ্গে দিল্লিতে দাঁড়িয়ে বিজেপিকে তোপ দাগতেও ছাড়লেন না অভিষেক।
সোমবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “এই নিয়ে দ্বিতীয়বার আমাকে ডেকে পাঠানো হল। সেপ্টেম্বরে এসেছিলাম। তখনও সাড়ে ৮ ঘণ্টার উপর জেরা করা হয়েছিল। আজও তাই হল। তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছি। আমায় টানা প্রশ্ন করা হয়েছে। বেশ কিছু জিনিসের ব্যাখ্যা চেয়েছেন আধিকারিকরা। কাগজপত্রও চেয়েছেন। আগে যা যা নথি চেয়েছিলেন, দিয়েছিলাম। এবারও দেব। তবে কিছু কাগজ ব্যাংক থেকে কালেক্ট করতে হবে। সব পাঠিয়ে দেব।”
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin