সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনাই সত্যি হল শেষতক। প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh) আম আদমি পার্টির (AAP) রাজ্যসভার প্রার্থী হচ্ছেন। আপের তরফেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলে খবর। সূত্রের খবর, পঞ্জাবের স্পোর্টস ইউনিভার্সিটির দায়িত্বও তাঁকে দিতে পারে ভগবন্ত মানের সরকার।
উল্লেখ্য, পাঞ্জাবের পাঁচটি রাজ্যসভার আসন আগামী মাসেই শূন্য হবে। এদিকে আজই রাজ্যসভার আসনগুলিতে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এর মধ্যেই জানা গেল, আম আদমি পার্টির সমর্থনে রাজ্যসভার প্রার্থী হচ্ছেন হরভজন সিং। হরভজন ছাড়াও সংসদের উচ্চ কক্ষে দলের আরও দুই প্রার্থীর নাম ঘোষণা করেছে দল। তারা হলেন দিল্লির জল বোর্ডের ভাইস চেয়ারম্যান রাঘব চাড্ডা (Raghav Chadha) এবং আইআইটির অধ্যাপক ড. সন্দীপ পাঠক (Dr Sandeep Pathak)।
[আরও পড়ুন: সময়ের আগেই হাজিরা, কয়লা কাণ্ডের তদন্তে সহযোগিতা করতে দিল্লির ইডি দপ্তরে অভিষেক]
সম্প্রতি আঠারো বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টেনেছেন ৭০০ উইকেটের মালিক হরভজন সিং। অবসর ঘোষণার কিছুদিন আগেই পাঞ্জাবের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধুর সঙ্গে দেখা করেছিলেন। যার পর জল্পনা ছড়ায় প্রাক্তন ভারতীয় স্পিনার কংগ্রেসে যোগ দিতে পারেন। যদিও তখনই সেই দাবি উড়িয়ে দিয়েছিলেন হরভজন। এর পর জল্পনা ছড়ায় তিনি অরবিন্দ কেজরিওয়ালের দলে যোগ দিতে চলেছেন। শেষ পর্যন্ত সেই জল্পনাই মিলে গেল। একটি সূত্রের দাবি, পাঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ও হরভজন পুরনো বন্ধু। পাঞ্জাবে আম আদমি পার্টির বিপুল জয়ের পর প্রাক্তন ক্রিকেটার টুইট করে ভগবন্ত মানকে শুভেচ্ছাও জানিয়ে ছিলেন।
[আরও পড়ুন: দেশে করোনার চতুর্থ ঢেউ কোন অবতারে! কোভিডের নয়া স্ট্রেন নিয়ে উদ্বেগে ICMR]
প্রসঙ্গত, লোকসভা ভোটে কংগ্রেস ও বিজেপিকে হারিয়ে পাঞ্জাবে অভূতপূর্ব জয় পেয়েছে আরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। রাজ্যের ১১৭টি বিধানসভা আসনের মধ্যে ৯২টি আসনে জয়লাভ করেছে তারা। শুরু থেকেই পাঞ্জাবে আপের মুখ্যমন্ত্রীর মুখ ছিলেন ভগবন্ত মান। বুধবার ভগৎ সিংয়ের জন্মভিটেতে পাঞ্জাবের ১৭তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। ইতিমধ্যে মন্ত্রিসভার প্রথম বৈঠকে ২৫ হাজার সরকারি চাকরির কথা ঘোষণা করেছে ভগবান্ত মানের নেতৃত্বাধীন পাঞ্জাব সরকার।
Source: Sangbad Pratidin