সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh) আম আদমি পার্টির (AAP) রাজ্যসভার প্রার্থী হচ্ছেন। আপের তরফেই এই সিদ্ধান্তের কথা জানা গিয়েছে। সূত্রের খবর, পঞ্জাবের স্পোর্টস ইউনিভার্সিটির দায়িত্বও তাঁকে দিতে পারে ভগবন্ত মানের সরকার।
উল্লেখ্য, পাঞ্জাবের পাঁচটি রাজ্যসভার আসন আগামী মাসেই শূন্য হবে। এদিকে আজই রাজ্যসভার আসনগুলিতে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এর মধ্যেই জানা গেল, আম আদমি পার্টির রাজ্যসভার প্রার্থী হচ্ছেন হরভজন সিং। হরভজন ছাড়াও সংসদের উচ্চ কক্ষে দলের আরও দুই প্রার্থীর নাম ঘোষণা করেছে আপ। তারা হলেন দিল্লির জল বোর্ডের ভাইস চেয়ারম্যান রাঘব চাড্ডা (Raghav Chadha) এবং আইআইটির অধ্যাপক ড. সন্দীপ পাঠক (Dr Sandeep Pathak)।
(প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।)
Source: Sangbad Pratidin