সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে নতুন করে চিন্তার উদ্রেক করছে মহামারী পরিস্থিতি। চিন-সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে আছড়ে পড়ার মুখে করোনা ভাইরাসের (Coronavirus) চতুর্থ ঢেউ। তা ঠেকাতে আগাম সতর্কতা নিয়েছে চিন। রাজধানী বেজিং-সহ একাধিক শহরে জারি কড়া বিধিনিষেধ। ভারতেও সেই চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে আগামী ২, ৩ মাসের মধ্যে। তবে তার আগে আপাতত দেশের কোভিড (COVID-19) গ্রাফ দিনদিন নিম্নমুখী হওয়ায় স্বস্তিতে আমজনতা। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ভাইরাসে আক্রান্ত ১৫৪৯ জন। মৃত্যু হয়েছে ৩১ জনের।
COVID19 | India logs 1,549 new cases & 31 deaths in the last 24 hours; Active caseload stands at 25,106
Total vaccination: 1,81,24,97,303
(Representative image) pic.twitter.com/iv0NRQKLs0
— ANI (@ANI) March 21, 2022
রবিবার করোনা আক্রান্তের সংখ্যা যে খুব বেশি ছিল, তা নয়। সতেরশোর সামান্য বেশি ছিল দৈনিক করোনা পজিটিভের সংখ্যা। তবে মৃতের সংখ্যা ছিল শতাধিক। সোমবারের কোভিড গ্রাফে মৃত্যু কমল অনেকটাই। গত ২৪ ঘণ্টায় মহামারী প্রাণ কেড়েছে ৩১ জনের।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin