যত সমস্যা রাহুলকে নিয়ে! সভাপতির বদলে সোনিয়া-তনয়কে অন্য পদ দিতে চান কংগ্রেসের বিক্ষুব্ধরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের অন্দরের বিক্ষোভ প্রশমিত হওয়ার পথে একমাত্র অন্তরায় রাহুল গান্ধী (Rahul Gandhi)! রাহুল জি-২৩ বা বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে আলোচনার বিপক্ষে নন। বিক্ষুব্ধ নেতাদের দাবিদাওয়ায় শুনতেও রাজি তিনি। কিন্তু সমস্যা হল G-23 গ্রুপের নেতারাই কংগ্রেসের শীর্ষনেতা হিসাবে আর রাহুলকে দেখতে চান না। বরং, তারা চান প্রাক্তন কংগ্রেস সভাপতি সংসদে কংগ্রেসের দলনেতা হোন। এবং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি গান্ধী পরিবারের বাইরে কাউকে করা হোক। অন্তত এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের।

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেসের বিক্ষুব্ধ শিবিরের যে মেজাজ ছিল, তা এখন খানিকটা হলেও প্রশমিত। গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) এবং সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) মুখোমুখি বৈঠকে সমস্যা অনেকটা মেটার ইঙ্গিত মিলেছে। সরাসরি বিদ্রোহে না গিয়ে দু’পক্ষই সুর নরমে রাজি। কিন্তু সমস্যা হল জি-২৩ অর্থাৎ বিক্ষুব্ধ নেতাদের একটা বড় অংশ চাইছে রাহুল গান্ধী যেভাবে সভাপতি পদে না থেকেও যেভাবে কংগ্রেসের সব সিদ্ধান্তে হস্তক্ষেপ করছেন সেটা বন্ধ হোক।
[আরও পড়ুন: যোগীর শপথগ্রহণ অনুষ্ঠানকে ‘মেগা ইভেন্ট’ করতে চায় বিজেপি, আমন্ত্রিত অখিলেশ-সোনিয়া]
অন্তত জনা চারেক শীর্ষস্থানীয় G-23 নেতা নাকি রাহুলকে সংগঠন থেকে সরিয়ে দলের সংসদীয় কমিটির নেতা করার পক্ষে। তাতে দল গান্ধী পরিবারের বাইরের কাউকে সভাপতিও করতে পারবে আবার রাহুলের দেখানো পথে সংসদে আন্দোলনও করা যাবে। এক্ষেত্রে বিক্ষুব্ধ নেতারা শচীন পাইলটের (Sachin Pilot) মতো কোনও গ্রহণযোগ্য মুখকে কংগ্রেস সভাপতি করার পক্ষে। ভোটকুশলী প্রশান্ত কিশোরও নাকি কংগ্রেসে যোগদান নিয়ে আলোচনার সময় এই ধরনের প্রস্তাবই দিয়েছিলেন। যদিও সরকারিভাবে এ নিয়ে কোনওপক্ষই মুখ খোলেনি। ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমেরই দাবি, G-23 নেতাদের সকলে নাকি রাহুল গান্ধীকে পুরোপুরি সরিয়ে দেওয়ার পক্ষে নন। তাঁরা আবার চাইছেন রাহুল নিজেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিন। কিন্তু সেটা দ্রুত।

[আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা কর্ণাটকে, বাস উলটে প্রাণ গেল ৮ জনের, জখম আরও ২০]
আসলে G-23 দলের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে গান্ধীদের মনোপলি শেষ করতে চাইছে। তাঁরা চাইছে সব সিদ্ধান্ত নেওয়া হোক সম্মিলিত নেতৃত্বে আলোচনার মাধ্যমে। রাজ্য সভাপতি, মুখ্যমন্ত্রীর মুখ বা রাজ্যসভার প্রার্থী বাছাইয়ের জন্য আলাদা কমিটি গড়া হোক। সেই কমিটিই নিক সব সিদ্ধান্ত। সূত্রের দাবি, এই প্রস্তাবের বিস্তারিত G-23 নেতাদের কাছে জানতে চেয়েছেন গান্ধীরা। কংগ্রেসের অন্দরে আশা, গুলাম নবি আজাদ এবং সোনিয়া গান্ধী যখন চেষ্টা করছেন, তখন দ্রুতই সমস্যা মিটবে।

Source: Sangbad Pratidin

Related News
জন্মদিনে সত্যজিৎ রায়ের ছবির সামনে খোদ ‘ভূতের রাজা’! ব্যাপারটা কী?
জন্মদিনে সত্যজিৎ রায়ের ছবির সামনে খোদ ‘ভূতের রাজা’! ব্যাপারটা কী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুপি-বাঘার জীবনে ত্রাতা হয়ে এসেছিলেন। এক, দুই, তিনটে বরও দিয়েছিলেন। সেই ভূতের রাজার দেখা আবার মিলল। Read more

বচ্চন পরিবারের মান ভাঙাতে এগিয়ে এলেন ঐশ্বর্যই, স্বপরিবারে ছবি পোস্ট অভিষেক ঘরনির!
বচ্চন পরিবারের মান ভাঙাতে এগিয়ে এলেন ঐশ্বর্যই, স্বপরিবারে ছবি পোস্ট অভিষেক ঘরনির!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাহলে কি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা? বচ্চন পরিবারের অশান্তির নেপথ্য়ে কি ঐশ্বর্যেরই কোনও দোষ? নাকি সব দোষ Read more

শ্রীলঙ্কার টিম বাসে বুলেটের শেল! কোহলির শততম টেস্টের আগে চাঞ্চল্য চণ্ডীগড়ে
শ্রীলঙ্কার টিম বাসে বুলেটের শেল! কোহলির শততম টেস্টের আগে চাঞ্চল্য চণ্ডীগড়ে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৪ মার্চ মোহালিতে (Mohali) শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট (India-Sri Lanka Test), যা বিরাট কোহলির Read more

হরিদেবপুর কাণ্ডে নয়া মোড়, মাকে ফাঁসাতে অবিশ্বাস্য ফন্দি কিশোরীর! হার মানাবে সিনেমাকেও
হরিদেবপুর কাণ্ডে নয়া মোড়, মাকে ফাঁসাতে অবিশ্বাস্য ফন্দি কিশোরীর! হার মানাবে সিনেমাকেও

অর্ণব আইচ: মাত্র ৩ ঘণ্টায় বদলে গেল গল্প! হরিদেবপুরে (Haridevpur) নাবালিকাকে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় নতুন টুইস্ট। মা ও তার Read more

টাকার দাম ধরে রাখতে গিয়ে বিদেশি মুদ্রার ভাঁড়ারে টান, ভয়াবহ সংকট দেখছেন অর্থনীতিবিদরা
টাকার দাম ধরে রাখতে গিয়ে বিদেশি মুদ্রার ভাঁড়ারে টান, ভয়াবহ সংকট দেখছেন অর্থনীতিবিদরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে লাগামছাড়া মুদ্রাস্ফীতি, সেই সঙ্গে টাকার দামে ক্রমাগত পতন। এর মধ্যেই অর্থনীতিবিদদের আরও আশঙ্কিত করে দেশে Read more

ইডি দপ্তরে সুজয়কৃষ্ণ ‘ঘনিষ্ঠ’ সিভিক ভলান্টিয়র রাহুল বেরা, দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা
ইডি দপ্তরে সুজয়কৃষ্ণ ‘ঘনিষ্ঠ’ সিভিক ভলান্টিয়র রাহুল বেরা, দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা

অর্ণব আইচ: ইডির ডাকে সাড়া। শুক্রবার নির্ধারিত সময়ে কলকাতায় ইডির দপ্তরে হাজিরা দিলেন সুজয়কৃষ্ণ ভদ্রের ঘনিষ্ঠ রাহুল বেরা। তাঁকে জিজ্ঞাসাবাদ Read more