বিধানসভায় বাংলাভাগের দাবি বিজেপির, নিন্দা তৃণমূলের

দীপঙ্কর মণ্ডল: একসময় উত্তরবঙ্গের পাহাড়ে রাজ্যভাগের দাবি শোনা যেত। এবার সেই দাবি উঠল বিধানসভায়। বুধবার বাজেট বিতর্কে অংশ নিয়ে কালিম্পংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা রাজ্যভাগের পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, “উত্তরবঙ্গ সব দিক দিয়ে বঞ্চিত। যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, পরিবহণ, আইনশৃঙ্খলা সব দিক দিয়ে বেশি করে পিছিয়ে আছে উত্তরবঙ্গ। নতুন রাজ্যের মর্যাদা পেলে এই করুণ অবস্থা থাকবে না।”
বিজেপি বিধায়কের বক্তব্য চলাকালীন শাসকদলের বিধায়করা প্রতিবাদ করেন। সরব হন মন্ত্রীরাও। পুর ও নগোরন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “বিরোধী দল শুধু রাজ্যের নয় দেশেরও বিরোধিতা করছে। সংবিধানের অবমাননা করছে বিজেপি। আমরা বিজেপির বাংলাভাগের চক্রান্ত রুখে দেব।” বিধানসভার বাইরে নিজের দলেরই সমর্থন পাননি বিষ্ণুপ্রসাদ।
[আরও পড়ুন: ‘বাড়িতে আয়কর হানার হুমকি দিচ্ছেন শুভেন্দু’, স্পিকারের কাছে নিরাপত্তা চাইলেন BJP বিধায়ক]
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ প্রসঙ্গে বলেন, “উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল অনুন্নত। কলকাতার কয়েক কিলোমিটার পরিধি বাদ দিলে গোটা রাজ্যেই উন্নয়ন হয়নি। তাই এমন দাবি উঠছে। ভবিষ্যতে হয়ত জঙ্গলমহলও আলাদা রাজ্যের দাবি করবে। তবে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যা চেয়েছিলেন আমরা রাজ্যের মানচিত্র সেভাবেই দেখতে চাই।” উল্লেখ্য, শ্যামাপ্রসাদ অখণ্ড পশ্চিমবঙ্গই চেয়েছিলেন। বিজেপি দলের বক্তব্যও তাই। কিন্তু মাঝমধ্যে গেরুয়া ব্রিগেড থেকে বিক্ষিপ্তভাবে উত্তরের জেলাগুলি নিয়ে আলাদা রাজ্যের দাবি ওঠে।
বিষ্ণুপ্রসাদ এদিন বলেন, উত্তরবঙ্গ আলাদা রাজ্য না হওয়া পর্যন্ত তিনি এই দাবির কথা বলতেই থাকবেন। উল্লেখ্য, আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি লিখেও এই দাবি করেছেন কালিম্পংয়ের বিধায়ক। দার্জিলিংকে কেন্দ্র করে একটি আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত এলাকা গঠনের দাবি জানিয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “জিটিএ ভোট হচ্ছে না। ২০১৩ সাল থেকে অডিট হয়নি। অনুন্নয়নের কথা বলেছেন আমাদের বিধায়ক। তিনি খারাপ কিছু বলেননি।”
[আরও পড়ুন: বাম প্রার্থী তালিকায় কর্পোরেটের ছোঁয়া! অভিজাত বালিগঞ্জে সিপিএমের বাজি ফুয়াদ হালিমের স্ত্রী]
অন্যদিকে আলিপুরদুয়ারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাও আগে বাংলা ভাগের দাবি করেছেন। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। সাংবাদিক বৈঠক করে রাজ্য বিজেপিকে জানাতে হয়েছিল তারা বাংলা ভাগ চায় না।

Source: Sangbad Pratidin

Related News
বুস্টার ডোজের থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশি ‘সক্ষম’ ওমিক্রন! দাবি নয়া গবেষণায়
বুস্টার ডোজের থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশি ‘সক্ষম’ ওমিক্রন! দাবি নয়া গবেষণায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’বছর অতিক্রান্ত। তা সত্ত্বেও বিশ্বের বিভিন্ন প্রান্তে এখনও দাপট দেখিয়ে চলেছে করোনা ভাইরাস। তবে আগের তুলনায় Read more

২০১৬ থেকেই কি রাডারে আদানি? সুপ্রিম কোর্টে জবাব পেশ SEBI-র
২০১৬ থেকেই কি রাডারে আদানি? সুপ্রিম কোর্টে জবাব পেশ SEBI-র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্ডেনবার্গ রিপোর্টের পর থেকেই জল্পনার কেন্দ্রে আদানি গোষ্ঠী। কর্পোরেট কারসাজির অভিযোগে বিদ্ধ গৌতম আদানি ও তাঁর Read more

আইপিএলের রোজগারেই স্বপ্নপূরণ, বাবাকে গাড়ি কিনে দিলেন উমরান মালিক
আইপিএলের রোজগারেই স্বপ্নপূরণ, বাবাকে গাড়ি কিনে দিলেন উমরান মালিক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে (IPL 2022) বল হাতে আগুন জ্বালিয়েছেন উমরান মালিক (Umran Malik)। তাঁর আগুনে বোলিংয়ের মোকাবিলা করতে Read more

প্যালেস্তাইনের দূতাবাসে ভারতীয় কূটনীতিবিদের মৃত্যু, কারণ ঘিরে বাড়ছে রহস্য
প্যালেস্তাইনের দূতাবাসে ভারতীয় কূটনীতিবিদের মৃত্যু, কারণ ঘিরে বাড়ছে রহস্য

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যালেস্তাইনে (Palestine) ভারতীয় কূটনীতিকের রহস্য মৃত্যু। রবিবার রামাল্লা শহরের দূতাবাস চত্বর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। Read more

ফের হিন্দি ওয়েব সিরিজে পাওলি দাম, ট্রেলারে সাড়া জাগাল ‘দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার’
ফের হিন্দি ওয়েব সিরিজে পাওলি দাম, ট্রেলারে সাড়া জাগাল ‘দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা খুন। ৬ জন সন্দেহভাজন। তাদের সকলেরই যথেষ্ট মোটিভ রয়েছে খুনটা করার। কিন্তু খুনটা শেষ পর্যন্ত Read more

আইপিএলের জাল টিকিট বানিয়ে চড়া দামে বিক্রি, নদিয়া থেকে গ্রেপ্তার চক্রের ‘চাঁই’ তৃণমূল নেতা
আইপিএলের জাল টিকিট বানিয়ে চড়া দামে বিক্রি, নদিয়া থেকে গ্রেপ্তার চক্রের ‘চাঁই’ তৃণমূল নেতা

অর্ণব আইচ: আইপিএলের (IPL) জাল টিকিট তৈরি করে চড়া দামে বিক্রি। এই জালিয়াতির চক্রের মাথা বিক্রম সাহাকে নদিয়ার তাহেরপুর থেকে Read more