সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বাহুবলী’ ছবি থেকেই দক্ষিণী নায়ক প্রভাস তৈরি করে ফেলেছিলেন ফ্যান ফলোয়িং। তাই তো প্রভাসের নতুন ছবি মুক্তি পাওয়ার খবর প্রকাশ্যে এলেই হইচই পড়ে যায় অনুরাগীদের মধ্যে। ঠিক তেমনটিই ঘটে ছিল প্রভাসের নতুন ছবি ‘রাধে শ্য়াম’ মুক্তির আগেও। আর ছবি মুক্তি পাওয়ার পর তো, গোটা দেশেই ‘রাধে শ্যাম’কে নিয়ে তুমুল শোরগোল। ছবি মুক্তির তিনদিনের মধ্য়েই প্রায় ১৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলল প্রভাসের এই ছবি। তবে বক্স অফিসে লক্ষ্মীলাভ হলেও, প্রভাসের এই ছবিকে খারাপ ছবির তকমা দিয়েছেন বলিউড ছবির বেশ কয়েকজন সমালোচক। আর সে খবর পেয়েই হতাশ হয়েছেন প্রভাসের অনুরাগীরা। তবে অন্ধ্রপ্রদেশের ২৪ বছর বয়সের এক যুবক এই সমালোচনা একেবারেই মেনে নিতে পারলেন না। দুঃখে আত্মঘাতী হলেন তিনি। যুবকের নাম রবি তেজা।
[আরও পড়ুন: বক্স অফিস সংঘাত ভুলে অজয়ের ছবির টিজার শেয়ার করলেন খোদ সলমন, মিস করবেন না!]
পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আত্মহত্য়ার ঠিক আগে মায়ের সঙ্গে ‘রাধে শ্যাম’ ছবি নিয়েই কথা বলছিলেন রবি তেজা। কিছুতেই সমালোচকদের কথা মেনে নিতে পারছিলেন না তিনি। তাই শেষমেশ, ঘরের দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন এই যুবক। তবে যুবকের মৃত্যুর নেপথ্য়ে সত্যিই কি রয়েছে ‘রাধে শ্যাম’! তা নিয়ে তদন্ত করছে পুলিশ।
প্রায় ৪০০ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে প্রভাসের এই ছবি। ‘রাধে শ্যামে’র ট্রেলার দারুণ প্রশংসিত হয়েছিল। প্রভাস ও পূজা হেগড়ের জুটি একেবারে জমেনি বলে মন্তব্য করেছেন সিনেপ্রেমীরা। ইতিমধ্য়েই এই ছবি, স্যাটেলাইট, ডিজিটাল সত্ত্ব বিক্রি করে ২০০ কোটি উপার্জন করে ফেলেছে।
[আরও পড়ুন: আগুনের মাঝে রণবীরকে জড়িয়ে আলিয়া! জন্মদিনে বড় সারপ্রাইজ অভিনেত্রীর, দেখুন ভিডিও ]
Source: Sangbad Pratidin