রোজ রাতে বিয়ারে চুমুক দেওয়ার অভ্যাস? এতেই বাড়ছে মস্তিষ্কের বয়স

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সূর্য ডোবার পালা এলে একটু গলা ভেজানোর অভ্যাস অনেকেরই রয়েছে। একেক জনের এক এক রকম পানীয় পছন্দ। স্কচ, হুইস্কি, ওয়াইনের পাশাপাশি রঙিন পানীয়র জগতে বেশ কদর রয়েছে বিয়ারের (Beer Drinking)। ঠান্ডা ঠান্ডা একটু বিয়ার গলায় ঢাললেই যেন সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। কিন্তু এতেই আপনার বেড়ে যাচ্ছে আপনার মস্তিষ্কের বয়স। অসময়েই মগজাস্ত্রের ধার কমে যাচ্ছে।

পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের (University of Pennsylvania) একদল গবেষক তাঁদের সাম্প্রতিক সমীক্ষায় নাকি এই তথ্য পেয়েছেন। প্রায় ৩৬ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের উপর এই সমীক্ষা করা হয়েছে। এঁদের বয়স ৪০ থেকে ৬৯ বছরের মধ্যে। সমীক্ষায় দেখা যায়, যাঁদের বয়স পঞ্চাশ বা তাঁর কাছাকাছি, তাঁরা দিনে যদি এক ইউনিট করে বিয়ার পান করেন তাঁদের মস্তিষ্কের বয়স সাধারণ মানুষের তুলনায় অন্তত ছ’মাস বেশি হয়। আর বিয়ারের পরিমাণ যত বাড়ে, মাথার বয়স ততই এভাবে বাড়তে থাকে।
[আরও পড়ুন: স্বামীর চড়ে শ্রবণশক্তি হারাচ্ছেন বহু স্ত্রী! বাস্তব চিত্র দেখে তাজ্জব চিকিৎসকরা]
গবেষকরা জানাচ্ছেন, অল্প স্বল্প ড্রিঙ্ক করা ভাল। তাতে শরীর ও মগজ চাঙ্গা থাকে। সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়। কিন্তু অল্প পরিমাণে বিয়ার জাতীয় অ্যালকোহল খেতে খেতেই অভ্যাস বিগড়ে যেতে পারে। তাতে শরীরের তো ক্ষতি হয়নি। পাশাপাশি মগজাস্ত্রের প্রভাব ফেলে।

ঠিক সময়ের সঙ্গে সঙ্গে শরীরের অঙ্গপ্রত্যঙ্গের ক্ষমতা কমতে থাকে, তেমনই অতিরিক্ত অ্যালকোহলের প্রভাবে মস্তিষ্কও বুড়িয়ে যেতে পারে। পেনসিলভেনিয়ার গবেষকদের সমীক্ষায় নাকি দেখা গিয়েছে, যাঁরা প্রতিদিন বা প্রতি রাতে অন্তত এক পিন্ট করে বিয়ার পান করেন তাঁদের মস্তিষ্কের বয়স অন্তত ২ বছর বেশি হয়।  ফলে সময় থাকতেই সাবধান হওয়া প্রয়োজন। আর নিজের ওজন বুঝে তবেই পান করা উচিত। তবেই এর স্বাদ ও গুণ উপভোগ করা যাবে। 
[আরও পড়ুন: ৫২ বছরেই হৃদরোগ প্রাণ কাড়ল শেন ওয়ার্নের, সময়ে সাবধান হোন, সতর্কবার্তা চিকিৎসকদের]

Source: Sangbad Pratidin

Related News
খুন নাকি আত্মহত্যা? হস্টেল থেকে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য
খুন নাকি আত্মহত্যা? হস্টেল থেকে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ইঞ্জিনিয়ারিং ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। হস্টেল থেকে উদ্ধার তাঁর ঝুলন্ত দেহ। পুরুলিয়ার (Purulia) রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের Read more

ভালবাসা, পরকীয়া, অপরাধবোধ, সব থাকা সত্ত্বেও দুর্বল চিত্রনাট্যের কারণে আশাহত করল ‘গেহরাইয়াঁ’
ভালবাসা, পরকীয়া, অপরাধবোধ, সব থাকা সত্ত্বেও দুর্বল চিত্রনাট্যের কারণে আশাহত করল ‘গেহরাইয়াঁ’

বিদিশা চট্টোপাধ‌্যায়: অপ্রচলিত প্রেমের গল্প বলতে ভালবাসেন পরিচালক শকুন বাত্রা। ‘এক ম‌্যায় অউর এক তু’, ‘কাপুর অ‌্যান্ড সন্‌স’ ছবিতে আমরা Read more

মেসি ম্যাজিকে সম্মোহিত এস্তোনিয়া, পাঁচ গোল করে রেকর্ড আর্জেন্টাইন তারকার
মেসি ম্যাজিকে সম্মোহিত এস্তোনিয়া, পাঁচ গোল করে রেকর্ড আর্জেন্টাইন তারকার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেসি-ম্যাজিকে (Lionel Messi) সম্মোহিত এস্তোনিয়া। দেশের জার্সি পিঠে চাপিয়ে ‘এলএম ১০’ করলেন পাঁচ-পাঁচটি গোল। নীল-সাদা জার্সিধারীরা Read more

এক দশক ধরে দাপাচ্ছিল অতিকায় দাঁতাল, অবশেষে ঠাঁই ভিনরাজ্যের অভয়ারণ্যে
এক দশক ধরে দাপাচ্ছিল অতিকায় দাঁতাল, অবশেষে ঠাঁই ভিনরাজ্যের অভয়ারণ্যে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্য হাতি (Elephant) আরিকোম্বান। গত এক দশকে সে কার্যতই অতিষ্ঠ করে তুলেছিল কেরলের (Kerala) চিন্নাকানাল ও Read more

করণি সেনা প্রধানের হত্যায় উত্তপ্ত মরুরাজ্য, রাজস্থান জুড়ে বনধের ডাক
করণি সেনা প্রধানের হত্যায় উত্তপ্ত মরুরাজ্য, রাজস্থান জুড়ে বনধের ডাক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করণি সেনা প্রধান সুখদেব সিং গোগামেদির (Sukhdev Singh Gogamedi) হত্যাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজস্থান। সবেমাত্র ক্ষমতার Read more

‘খুন হতে পারি’, পুলিশি হাজিরা এড়াতে সাফাই ‘ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গল’ পরিচালকের?
‘খুন হতে পারি’, পুলিশি হাজিরা এড়াতে সাফাই ‘ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গল’ পরিচালকের?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দ্য ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গল’-এর ট্রেলার নিয়ে মারাত্মক সরগরম নেটদুনিয়া। আইনি নোটিস পাঠিয়ে তলব করা হয়েছে Read more