লটারি জেতার ২৪ ঘণ্টার মধ্যে পুকুরে মিলল যুবকের দেহ, টাকার লোভে খুন?

অর্ণব দাস, বারাসত: লটারিতে টাকা জেতার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার হল যুবকের মৃতদেহ। শনিবার হাবড়ার শশ্মান সংলগ্ন এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, যুবকের লটারিতে জেতা টাকা, মানিব্যাগ ও মোবাইল কেড়ে নিয়ে খুন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।
মৃতের নাম কৃষ্ণপদ দাস (৩৩)। তাঁর বাড়ি হাবড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ইতনা কলোনি এলাকায়। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণপদ রেলের ঠিকাদারের অধীনে কাজ করতেন। লটারির টিকিট কাটারও নেশা ছিল তাঁর। শুক্রবার লটারিতে ৪৫ হাজার জিতেছিলেন। এর পর অন্যান্য দিনের মতো শনিবারও ভোর সাড়ে ৫টা নাগাদ কাজে যাওয়ার জন্য় নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল। এর পর সকাল দশটা নাগাদ পরিবারের লোকজন জানতে পারেন হাবড়া শশ্মান সংলগ্ন এলাকায় জলাশয়ে পড়ে রয়েছে কৃষ্ণপদর দেহ। মৃতদেহ উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
[আরও পড়ুন: ‘ভাটপাড়ায় তৃণমূল কর্মী খুনে জড়িত অর্জুন সিং’, দলীয় সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক বিধায়ক]

মৃতের পিসতুতো দাদা অমল দাস অভিযোগ করে বলেন, “ভাইয়ের মানিব্যাগ এবং মোবাইল পাওয়া যায়নি। আগের দিনই সে লটারিতে ৪৫ হাজার টাকা জিতেছিল। তাই আমাদের সন্দেহ হচ্ছে ভাইকে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে।” মৃতের শ্বশুর কানাইলাল বিশ্বাসের অভিযোগ, “আমার মনে হয় ওর থেকে লটারিতে জেতা টাকা, মানিব্যাগ, মোবাইল নিয়ে কেউ ওকে জলে ফেলে দিয়ে চলে গিয়েছে।” পরিবারের তরফে এবিষয়ে হাবড়া থানায় খুনের অভিযোগও দায়ের হয়েছে। তবে মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না বলেই পুলিশ সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

[আরও পড়ুন: বেঁচে থেকেও ‘মৃত’! বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার, ‘জীবিত’ প্রমাণে প্রশাসনের দোরে দোরে ঘুরলেন বধূ]

Source: Sangbad Pratidin

Related News
Malay Ghatak: মিলল না রক্ষাকবচ, মলয় ঘটককে কলকাতাতেই ডাকতে হবে ইডিকে
Malay Ghatak: মিলল না রক্ষাকবচ, মলয় ঘটককে কলকাতাতেই ডাকতে হবে ইডিকে

স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: রক্ষাকবচ না পেলেও কয়লাপাচার সংক্রান্ত ইডির মামলায় কিছুটা স্বস্তি পেলেন মলয় ঘটক। কলকাতায় পূর্ণাঙ্গ অফিস থাকা সত্ত্বেও Read more

ওয়েস্ট ইন্ডিজ বিদায় নিলেও বাজিমাত শ্রীলঙ্কার, বিশ্বকাপের মূলপর্বে হাসারাঙ্গারা
ওয়েস্ট ইন্ডিজ বিদায় নিলেও বাজিমাত শ্রীলঙ্কার, বিশ্বকাপের মূলপর্বে হাসারাঙ্গারা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খানিকটা অপ্রত্যাশিত ভাবেই আসন্ন বিশ্বকাপের মূল পর্বে পৌঁছতে ব্যর্থ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে বাজিমাত করল শ্রীলঙ্কা। Read more

শৈশব রুদ্ধ মোবাইলে, ভোকাট্টা ঘুড়িবাজার, মাছি তাড়াচ্ছে দোকানগুলো
শৈশব রুদ্ধ মোবাইলে, ভোকাট্টা ঘুড়িবাজার, মাছি তাড়াচ্ছে দোকানগুলো

নব্যেন্দু হাজরা: নীল আকাশে সাদা মেঘ আছে। দখিনা হাওয়াও রয়েছে। কিন্তু ঘুড়ির দেখা নেই। নেই ভো-কাট্টা চিৎকার, নেই এক ল‌্যাম্পপোস্ট Read more

বাইশ গজের কুরুক্ষেত্রে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, টলিপাড়ার তারকাদের কী প্ল্যান?
বাইশ গজের কুরুক্ষেত্রে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, টলিপাড়ার তারকাদের কী প্ল্যান?

শম্পালী মৌলিক ও সুপর্ণা মজুমদার: বাইশ গজে মহারণ। রবিবারের বিশ্বকাপ ফাইনাল যেন মহাভারতের যুদ্ধ। আর কুরুক্ষেত্র নরেন্দ্র মোদি স্টেডিয়াম। কুড়ি Read more

কার্নিভ্যালের ভিড়ের মাঝেই ঢুকে গেল চলন্ত গাড়ি, বেলজিয়ামে মৃত কমপক্ষে ৬
কার্নিভ্যালের ভিড়ের মাঝেই ঢুকে গেল চলন্ত গাড়ি, বেলজিয়ামে মৃত কমপক্ষে ৬

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কার্নিভ্যাল (Carnival) উপলক্ষে সেজে উঠেছিল শহর। রবিবারের ছুটিতে বাসিন্দারা সবে কার্নিভ্যালমুখী হচ্ছিলেন। রাস্তায় ভিড় বাড়ছিল একটু Read more

ছাত্রনেতা আনিসের মৃত্যুর সময় পুলিশের সঙ্গে কী কথা হয়েছিল তাঁর বাবার? প্রকাশ্যে চাঞ্চল্যকর অডিও
ছাত্রনেতা আনিসের মৃত্যুর সময় পুলিশের সঙ্গে কী কথা হয়েছিল তাঁর বাবার? প্রকাশ্যে চাঞ্চল্যকর অডিও

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: ছাত্রনেতা আনিস খানের মৃত্যু (Anis Khan Death) নিয়ে উত্তাল বাংলা। সত্যিই কি শুক্রবার রাতে পুলিশই গিয়েছিল যুবকের Read more