কার দোষ বেশি? গম্ভীর-শ্রীসন্থ ঝামেলায় এবার মুখ খুললেন ভাজ্জি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময়ে হরভজন সিংয়ের (Harbhajan Singh) সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন শ্রীসন্থ (Sreesanth)। আইপিএলের সেই ঘটনা আজও ক্রিকেটপাগলদের স্মৃতিতে জীবন্ত। ভাজ্জি সপাটে চড় মেরে দিয়েছিলেন শ্রীসন্থকে। হাপুস নয়নে কাঁদতে দেখা গিয়েছিল তাঁকে। সেই ঘটনা অবশ্য অতীত।
লিজেন্ডস লিগ ক্রিকেটে সম্প্রতি গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন শ্রীসন্থ। সেই প্রসঙ্গে ভাজ্জিকে জিজ্ঞাসা করা হলে তিনি শাহরুখ খানের জনপ্রিয় ডায়ালগ বলে এড়িয়ে যান। গম্ভীর ও শ্রীসন্থের ঝামেলাকে খুব একটা গুরুত্ব দিতে চাননি হরভজন। ভাজ্জিকে বলতে শোনা গিয়েছে, ”বড় বড় শহরে এরকম ছোট ছোট ঘটনা ঘটতেই পারে।”
[আরও পড়ুন: ‘মেজাজ দেখালে আমিও ছাড়ব না’, আইপিএলে কোহলি-নবীন ঝামেলা ফের উসকে তোপ গম্ভীরের]

২০০৮ সালের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ঘটে গিয়েছিল সেই ঘটনা। হরভজন সজোরে চড় কষিয়ে দিয়েছিলেন শ্রীসন্থকে। সেই প্রসঙ্গে ফের জিজ্ঞাসা করা হলে ভাজ্জি বলেন, ”ওই ঘটনা আগের। সেটা আর টেনে আনা ঠিক হবে না। সেসময়ে যা ঘটেছিল তা ঠিক হয়নি। আমি জোর গলায় বলতে পারি আমারই দোষ ছিল। একথা বলতে দ্বিধা নেই আমার। তবে এবার কী হয়েছে, তা আমার জানা নেই। লিজেন্ডস লিগ ক্রিকেট এবছর দারুণ ক্রিকেটের ব্যবস্থা করেছে। ক্রিকেট নিয়েই মেতে ওঠা উচিত।”
গৌতম গম্ভীরের সঙ্গে ঝামেলার জেরে শ্রীসন্থকে আইনি নোটিস ধরানো হয়েছে।  লিজেন্ডস লিগের কমিশনার জানিয়েছেন আচরণবিধি মেনে চলার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্রিকেটাররা, তা লঙ্ঘন করেছেন শ্রীসন্থ। রিপোর্টে জানানো হয়েছে, সোশাল মিডিয়ায় যে ভিডিও পোস্ট করেছেন শ্রীসন্থ তা সরিয়ে নিলে তবেই তাঁর সঙ্গে ফের কথাবার্তা হবে। লিজেন্ডস লিগে গম্ভীর ও শ্রীসন্থ উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ম্যাচের শেষে শ্রীসন্থ লাইভ ভিডিও শেয়ার করেন যেখানে দেখা যাচ্ছে শ্রীসন্থ কটু কথা বলছেন গম্ভীরকে। আগে লিজেন্ডস লিগ কর্তৃপক্ষ জানিয়েছিল, কেউ যদি নিয়ম লঙ্ঘন করেন, তাহলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শ্রীসন্থ সোশাল মিডিয়ায় পোস্ট করে মহাবিপাকে জড়িয়েছেন।
[আরও পড়ুন: গোল করলেন এবং করালেন, মাইলফলকের ম্যাচ স্মরণীয় করে রাখলেন রোনাল্ডো]
 

Source: Sangbad Pratidin

Related News
স্বাস্থ্যজগতে বিপ্লব আনছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স! বদলে যাবে CT স্ক্যান, এক্স-রে পদ্ধতি?
স্বাস্থ্যজগতে বিপ্লব আনছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স! বদলে যাবে CT স্ক্যান, এক্স-রে পদ্ধতি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স। বিজ্ঞানের সংজ্ঞাকেই যেন বদলে দিয়েছে এই প্রযুক্তি। মানুষের নানা কাজ করে দিচ্ছে এআই। আর Read more

ICC ODI World Cup 2023: বাবরের মতো বাটলারকে বোল্ড করার অভিজ্ঞতা কেমন ছিল? অকপটে জানালেন কুলদীপ
ICC ODI World Cup 2023: বাবরের মতো বাটলারকে বোল্ড করার অভিজ্ঞতা কেমন ছিল? অকপটে জানালেন কুলদীপ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন ২০১৯ সালের বিশ্বকাপে (ICC ODI World Cup 2019) ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) Read more

কান্নার ব্যবসা! কড়ি ফেললে চোখও মুছিয়ে দেবে সুপুরুষ যুবক, কোন দেশে?
কান্নার ব্যবসা! কড়ি ফেললে চোখও মুছিয়ে দেবে সুপুরুষ যুবক, কোন দেশে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কান্না ভাড়া করার বিষয়টা ভারতে নতুন না। রাজস্থানের মরু অঞ্চলের ‘রুদালী’দের কথা বলি ছবির সূত্রে গোটা Read more

সর্বভারতীয় বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য বাংলার, ১৯ সোনা-সহ ৫১ পদক পড়ুয়াদের
সর্বভারতীয় বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য বাংলার, ১৯ সোনা-সহ ৫১ পদক পড়ুয়াদের

গৌতম ব্রহ্ম: উত্তরপ্রদেশ, গুজরাট, অসম, মধ্যপ্রদেশকে পিছনে ফেলে সর্বভারতীয় বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় চতুর্থ স্থান দখল করল পশ্চিমবঙ্গ (West Bengal)। ১৯ Read more

‘একটা ম্যাচ খারাপ গেলেই বাজে অধিনায়ক হয়ে যাব’, শ্রীলঙ্কা ম্যাচের আগে বিস্ফোরক রোহিত
‘একটা ম্যাচ খারাপ গেলেই বাজে অধিনায়ক হয়ে যাব’, শ্রীলঙ্কা ম্যাচের আগে বিস্ফোরক রোহিত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর নেতৃত্বে বিশ্বকাপে তরতরিয়ে এগিয়ে যাচ্ছে টিম ইন্ডিয়া (Team India)। ব্যাট হাতে তিনি নিজে যেমন মারকুটে Read more

‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বিবেককে কটাক্ষ থারুরের, সুনন্দা পুষ্করকে জড়িয়ে পালটা পরিচালকের
‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বিবেককে কটাক্ষ থারুরের, সুনন্দা পুষ্করকে জড়িয়ে পালটা পরিচালকের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির পর থেকেই দেশজুড়ে আলোড়ন ফেলে দিয়েছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য় কাশ্মীর ফাইলস’ (The Kashmir Read more