বিচার প্রক্রিয়ায় বিলম্ব! গৌরী লঙ্কেশ খুনে মূল অভিযুক্তকে জামিন দিল আদালত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনে মূল অভিযুক্তকে জামিন দিল কর্নাটক হাই কোর্ট। বিচার প্রক্রিয়ায় বিলম্ব হওয়ার কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে আদালত। উল্লেখ্য, ৫ বছরের উপর জেলবন্দি ছিলেন অভিযুক্ত মোহন নায়ক। 
৭ ডিসেম্বর, বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ শেঠি মূল অভিযুক্ত মোহন নায়কের (৫৬) জামিন মঞ্জুর করেন। বিচার প্রক্রিয়ার ধীর গতির কারণে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে আদালতের তরফে। এই খুনের ঘটনায় মোহনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সংগঠিত অপরাধ আইনের ধারায় অভিযোগ আনা হয়েছিল। আদালতের মতে, কর্নাটকের এই আইনে দোষী  সাব্যস্ত বলেও যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড দেওয়া যায় না। বুধবার এই মামলা পর্যবেক্ষণ করে হাই কোর্টের তরফে জানানো হয়, “এই মামলার কোনও সন্তোষজনক অগ্রগতি নেই। বিচার প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে। তাই অভিযুক্তকে জামিন দেওয়া হবে।”
[আরও পড়ুন: ‘লিভ ইন ব্যাধি’ মন্তব্যে তুলেছিলেন লোকসভায় ঝড়, ‘বিতর্কিত’ সেই ধরমবীর কিন্তু জায়ান্ট-কিলার]
প্রসঙ্গত, বেঁচে থাকার সময় ধর্মীয় আগ্রাসনের বিরুদ্ধে সরব হওয়ায় কট্টর হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন গৌরী লঙ্কেশ (Gauri Lankesh)। ২০১৭ সালে ৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে নিজের বাড়ির সামনেই গুলি করে খুন করা হয় তাঁকে। এর পরই দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। তদন্ত নেমে প্রায় ১৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তড়িঘড়ি একটি বিশেষ দল তৈরি করে তদন্তও শুরু করে দেওয়া হয়। এর পর থেকে মোট ১৭ জন অভিযুক্ত ধরা পড়েছে। 
বলে রাখা ভালো, চল্লিশ বছর আগে তাঁর বাবা যে ‘লঙ্কেশ পত্রিকা’ শুরু করেছিলেন, গৌরী পরে তার সম্পাদক ছিলেন। এই পত্রিকার মাধ্যমে ‘কমিউনাল হারমনি ফোরাম’ নামে একটি গোষ্ঠীকে ক্রমাগত উৎসাহ দিতেন তিনি। যে গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতির স্বপক্ষে এবং দক্ষিণপন্থী হিন্দুত্ববাদের বিপক্ষে জনমত সংগঠিত করত। আর তা নিয়ে গোয়ার হিন্দুত্ববাদী সনাতন সংস্থা বা হিন্দু জন জাগৃতির সঙ্গে তাঁর অশান্তি শুরু হয়েছিল বলে জানা যায়। এর জেরেই খুন করা হয় তাঁকে বলে অভিযোগ।   
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রী বাছতে নাকাল বিজেপি, তিন রাজ্যে পর্যবেক্ষক দল] 

Source: Sangbad Pratidin

Related News
অগ্ন্যুৎপাত ও সুনামির ধাক্কায় বেসামাল টোঙ্গা, বাকি বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছি‌ন্ন দ্বীপরাষ্ট্রটির
অগ্ন্যুৎপাত ও সুনামির ধাক্কায় বেসামাল টোঙ্গা, বাকি বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছি‌ন্ন দ্বীপরাষ্ট্রটির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ প্রশান্ত মহাসাগরের (Pacific Ocean) এক জলমগ্ন আগ্নেয়গিরির অগ্ন‌্যুৎপাতের ধাক্কায় সৃষ্ট সুনামির ভয়াবহ ধাক্কায় বাকি বিশ্বের Read more

একেই বলে কপাল! হারানো দুল খুঁজতে গিয়ে মিলল নবম শতাব্দীর গুপ্তধন
একেই বলে কপাল! হারানো দুল খুঁজতে গিয়ে মিলল নবম শতাব্দীর গুপ্তধন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাকের বদলে নরুন পাওয়ার কথা তো সকলেরই জানা। কিন্তু নরুনের বদলে আস্ত নাক! প্রায় তেমনই ঘটল Read more

অবসরের পরও ফ্ল্যাট খালি না করলে পেনশন বন্ধ হবে পুরকর্মীদের, হুঁশিয়ারি মেয়রের
অবসরের পরও ফ্ল্যাট খালি না করলে পেনশন বন্ধ হবে পুরকর্মীদের, হুঁশিয়ারি মেয়রের

অভিরূপ দাস: রিটায়ার করে গিয়েছেন। তাও ছাড়ছেন না আবাসনের দখল। কেউ কেউ আবার অন্যত্র ফ্ল্যাট কিনলেও পুরসভার আবাসন ভাড়া দিয়ে Read more

৩৩ বছর পর ইটালির সেরা মারাদোনার ক্লাব, নাপোলিতে শুরু বাঁধভাঙা সেলিব্রেশন
৩৩ বছর পর ইটালির সেরা মারাদোনার ক্লাব, নাপোলিতে শুরু বাঁধভাঙা সেলিব্রেশন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ৩৩ বছরের অপেক্ষা। অবশেষে সেরি আ খেতাব জিতল নাপোলি (Napoli)। শেষবার ১৯৯০ সালে কিংবদন্তি দিয়েগো Read more

‘নবনীতাকে সিঁদুর পরানোর সময়ে হাত কাঁপছিল…’! জিতুর পুরনো ভিডিও নিয়ে শোরগোল
‘নবনীতাকে সিঁদুর পরানোর সময়ে হাত কাঁপছিল…’! জিতুর পুরনো ভিডিও নিয়ে শোরগোল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৯ জুন সোশ্যাল মিডিয়ায় জিতু কামালের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করে হইচই ফেলে দিয়েছেন Read more

Durga Puja 2023: বিসর্জনে সম্প্রীতির সুর! আকবরদের আলোয় কৈলাসের পথে পাড়ি দেবী দুর্গার
Durga Puja 2023: বিসর্জনে সম্প্রীতির সুর! আকবরদের আলোয় কৈলাসের পথে পাড়ি দেবী দুর্গার

বাবুল হক, মালদহ: হাতে হাতে মোবাইল-টর্চ। জ্বলছে এলইডি লাইট। কারও হাতে লন্ঠন, কারও হাতে মোমবাতি। বিদায় বেলায় দেবীকে পথ দেখাবেন Read more